ETV Bharat / state

কাঁথি পৌরসভার নতুন প্রশাসক সিদ্ধার্থ মাইতি - TMC

প্রশাসক পদে বসার অনুমতি না দেওয়ায় এগজ়িকিউটিভ অফিসার ইন-চার্জের সঙ্গে বেশ কিছুক্ষণ বচসা চলে সিদ্ধার্থ মাইতির । আধিকারিকদের কথামতো শুধুমাত্র অর্ডার কপি গ্রহণ করেন পৌর এগজ়িকিউটিভ অফিসার । আর এরই ভিত্তিতে প্রশাসকের পদে বসেন তিনি ।

Siddhartha Maity
সিদ্ধার্থ মাইতি
author img

By

Published : Dec 31, 2020, 5:37 PM IST

কাঁথি, 31 ডিসেম্বর : কাঁথি পৌরসভার নতুন প্রশাসক পদে নিযুক্ত হলেন সিদ্ধার্থ মাইতি । সৌমেন্দু অধিকারীকে পদ থেকে সরিয়ে দেওয়ার পর সিদ্ধার্থ মাইতিকে এই পদে নিযুক্ত করা হল । শুধুমাত্র অর্ডারের কপি নিয়েই পৌর প্রশাসকের চেয়ারে বসেন তিনি ।

প্রথমে এগজ়িকিউটিভ অফিসার ইন-চার্জ না অনুমতি দেওয়ায় তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ বচসা চলে । আধিকারিকদের কথামতো শুধুমাত্র অর্ডার কপি গ্রহণ করেন পৌর এগজ়িকিউটিভ অফিসার । আর এরই ভিত্তিতে প্রশাসকের পদে বসেন সিদ্ধার্থ । কিন্তু, শুধুমাত্র অর্ডারের কপি নিয়ে আদৌ প্রশাসকের পদে বসা যায় কি না সেই বিষয়ে প্রশ্ন উঠছে । যদিও তা নিয়ে স্পষ্ট কিছুই জানালেন না পৌর এগজ়িকিউটিভ অফিসার । এই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে । অন্যদিকে, এই খবর করতে গিয়ে সিদ্ধার্থ মাইতির লোকেদের সঙ্গে সংবাদকর্মীদের বচসা বাঁধে । তাঁদের ঢুকতে বাধা দেওয়া হয় । সাংবাদিকদের হেনস্থা করা হয়। ইটিভি ভারতের প্রতিনিধির বুম কেড়ে নিয়ে তার ছিঁড়ে ফেলা হয়।

29 ডিসেম্বর কাঁথি পৌরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হয় শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে। শুভেন্দু দল ছাড়ার পর থেকে তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে গোটা অধিকারী পরিবারের। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর তাঁর বাড়ির অন্যান্য সদস্যদের গুরুত্বপূর্ণ পদে রাজ্যের শাসক শিবির বহাল রাখতে চাইছে না বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

আরও পড়ুন, কালই কি বিজেপিতে সৌমেন্দু ?

অন্যদিকে, আগামীকালই সৌমেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা চলছে ৷ যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি কাঁথি পৌরসভার প্রাক্তন প্রশাসক ।

কাঁথি, 31 ডিসেম্বর : কাঁথি পৌরসভার নতুন প্রশাসক পদে নিযুক্ত হলেন সিদ্ধার্থ মাইতি । সৌমেন্দু অধিকারীকে পদ থেকে সরিয়ে দেওয়ার পর সিদ্ধার্থ মাইতিকে এই পদে নিযুক্ত করা হল । শুধুমাত্র অর্ডারের কপি নিয়েই পৌর প্রশাসকের চেয়ারে বসেন তিনি ।

প্রথমে এগজ়িকিউটিভ অফিসার ইন-চার্জ না অনুমতি দেওয়ায় তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ বচসা চলে । আধিকারিকদের কথামতো শুধুমাত্র অর্ডার কপি গ্রহণ করেন পৌর এগজ়িকিউটিভ অফিসার । আর এরই ভিত্তিতে প্রশাসকের পদে বসেন সিদ্ধার্থ । কিন্তু, শুধুমাত্র অর্ডারের কপি নিয়ে আদৌ প্রশাসকের পদে বসা যায় কি না সেই বিষয়ে প্রশ্ন উঠছে । যদিও তা নিয়ে স্পষ্ট কিছুই জানালেন না পৌর এগজ়িকিউটিভ অফিসার । এই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে । অন্যদিকে, এই খবর করতে গিয়ে সিদ্ধার্থ মাইতির লোকেদের সঙ্গে সংবাদকর্মীদের বচসা বাঁধে । তাঁদের ঢুকতে বাধা দেওয়া হয় । সাংবাদিকদের হেনস্থা করা হয়। ইটিভি ভারতের প্রতিনিধির বুম কেড়ে নিয়ে তার ছিঁড়ে ফেলা হয়।

29 ডিসেম্বর কাঁথি পৌরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হয় শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে। শুভেন্দু দল ছাড়ার পর থেকে তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে গোটা অধিকারী পরিবারের। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর তাঁর বাড়ির অন্যান্য সদস্যদের গুরুত্বপূর্ণ পদে রাজ্যের শাসক শিবির বহাল রাখতে চাইছে না বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

আরও পড়ুন, কালই কি বিজেপিতে সৌমেন্দু ?

অন্যদিকে, আগামীকালই সৌমেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা চলছে ৷ যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি কাঁথি পৌরসভার প্রাক্তন প্রশাসক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.