রামনগর, 24 অক্টোবর: সোমবার সন্ধ্যায় একটি সুইফট ডিজার গাড়িতে করে চারজন কাঁথি থেকে দিঘার দিকে আসছিলেন। দিঘা-নন্দকুমার 116-বি জাতীয় সড়ক সাপুয়ার কাছে ওই সুইফট ডিজার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে। তাতেই বিপত্তি !
গাছের সঙ্গে ধাক্কায় গাড়ির ভিতরে থাকা চার জনের মধ্যে তিন জনেরই মৃত্যু হয় (Several Died in Road Accident) ৷ অপরজনের অবস্থা গুরুতর ৷ তিনি কাঁথি মহকুমা হাসপাতালে (Kanthi Mahakuma Hospital) চিকিৎসাধীন ৷ দুর্ঘটনাটি হওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁদের কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যান। কর্মরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন। বাকি একজন গুরুতর আহত অবস্থায় কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়ির গতিবেগ এতটাই ছিল যে, গাছের সঙ্গে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় ৷ কোনওরকমে তাঁদের ওই গাড়ি থেকে উদ্ধার করেন স্থানীয়রা ৷
পুলিশ সূত্রে জানা যায়, তাঁদের প্রত্যেকের বাড়ি কাঁথি থানার মাজনা এলাকায়। তাঁদের মধ্যে মৃত বছর পঞ্চাশের নন্দন প্রধান, তিনি গাড়ির মালিক ছিলেন। কাঞ্চন সাউ (48), গৌতম দাস (46) ৷ যিনি আহত অবস্থায় হাসপাতালে ভরতি তাঁর নাম রঞ্জন দেবনাথ (50) ৷ কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ ঘটনার খবর পেয়েই পরিবারের লোকজনরা কাঁথি মহকুমা হাসপাতালে পৌঁছেছেন। কান্নায় ভেঙে পড়েছেন তাঁরা। দীপাবলির রাতে এহেন পথ দুর্ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।
আরও পড়ুন: 17টি ইঞ্জিনের চেষ্টায় আয়ত্তে বানতলা লেদার কমপ্লেক্সের আগুন, গুরুতর জখম দুই দমকলকর্মী