এগরা, 12 জানুয়ারি : কাঁথি পৌরসভার পর এবার সরানো হল এগরা পৌরসভার প্রশাসক শংকর বেরাকে । ওই পৌরসভার নতুন প্রশাসক হলেন স্বপনকুমার নায়ক ।
গত বছরের ডিসেম্বরে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরই কাঁথি পৌরসভার প্রশাসক পদ খুঁইয়েছিলেন তাঁর ভাই সৌমেন্দু অধিকারী । এরপরই 1 জানুয়ারি বিজেপিতে যোগ দেন তিনি । আর আজ দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সরানো হল কাঁথির সাংসদ শিশির অধিকারীকে । তাঁকে সরিয়ে রামনগরের বিধায়ক অখিল গিরিকে চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয় । সহ সভাপতি করা হয়েছে তরুণ জানাকে ।
আরও পড়ুন : কাঁথি পৌরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হল শুভেন্দু-র ভাই সৌমেন্দুকে
রাজনৈতিক মহলের একাংশের মত, শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ায় রাজ্যের শাসকদল চাইছে না তাঁর পরিবারের কেউ বা তাঁর ঘনিষ্ঠ কেউ কোনও গুরুত্বপূর্ণ পদে থাকুন । আর শংকর বেরা তাঁর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন । সেই কারণেই এগরা পৌরসভার প্রশাসক পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকেই ।
আরও পড়ুন : ডিএসডিএ থেকে সরানো হল শিশির অধিকারীকে
যদিও এ বিষয়ে শংকর বেরার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এ বিষয়ে আমার কিছু জানা নেই এবং আমার কাছে কোনও চিঠি আসেনি । আর শুভেন্দু অধিকারী যখন দলের দায়িত্বে ছিলেন তখন আমি তাঁর ঘনিষ্ঠ ছিলাম । আমি এখনও তৃণমূল করি । দল যখন যাঁকে দায়িত্ব দেবেন আমিও তাঁর সঙ্গেই থাকব ।"
অন্যদিকে, এ প্রসঙ্গে নবনিযুক্ত পৌর প্রশাসক স্বপন নায়েক বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সঠিক বলে মনে করেছেন তাই আমাকে দায়িত্ব দিয়েছেন । আর আমি শংকর বেরাসহ সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব ।"