ETV Bharat / state

"পথশ্রী"-তে নতুন রাস্তার বদলে রাস্তা সংস্কারের ফলক, প্রতিবাদে ভাঙচুর নন্দীগ্রামে - প্রতিবাদে অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর নন্দীগ্রামে

সোমবার দুপুরে "পথশ্রী" প্রকল্পের শিলান্যাস করেন BDO সুরজিৎ দাস । কিন্তু নতুন পাকা রাস্তা হবে না, বরং সংস্কার হবে জানতে পেরেই গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়েন ।

Road repair plaque on "Pathashree" project
Road repair plaque on "Pathashree" project
author img

By

Published : Oct 12, 2020, 8:59 PM IST

নন্দীগ্রাম,12 অক্টোবর: "পথশ্রী" প্রকল্পে নতুন রাস্তার বদলে রাস্তা সংস্কারের কর্মসূচি ঘোষণা করায় সরকারি আধিকারিকদের আটকে রেখে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা । পরে উত্তেজিত এলাকাবাসী ভাঙচুর করে সরকারি অনুষ্ঠান মঞ্চ, রাস্তা সংস্কারের ফলক । নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের অন্তর্গত বয়াল 2 গ্রাম পঞ্চায়েতের নরসিংহপুর এলাকার ঘটনা । গ্রামবাসীদের বিক্ষোভে এলাকা উত্তপ্ত হয়ে উঠলে নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ উদ্ধার করে সরকারি আধিকারিকদের ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের অন্তর্গত বয়াল 2 গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর নরসিংহপুর এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা ৷ প্রায় আড়াই কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা । দীর্ঘ আট বছর ধরে স্থানীয় বাসিন্দারা ঢালাই পাকা রাস্তার দাবিতে একাধিকবার গ্রাম পঞ্চায়েত, ব্লক ও জেলা স্তরে আবেদন জানিয়েছেন ৷ যদিও সমস্যার সুরাহা হয়নি । অবশেষে সদ্য মুখ্যমন্ত্রী ঘোষিত প্রকল্প "পথশ্রী"র মাধ্যমে রাস্তা সংস্কারের সিদ্ধান্ত নেয় ব্লক প্রশাসন । সিদ্ধান্ত মতো সোমবার দুপুর নাগাদ একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে "পথশ্রী" প্রকল্পের শিলান্যাস করেন BDO সুরজিৎ দাস । কিন্তু নতুন পাকা রাস্তা হবে না, বরং সংস্কার হবে জানতে পেরেই গ্রামবাসীরা বিক্ষোভ ফেটে পড়েন । বিক্ষোভ চরমে উঠলে বিক্ষোভকারীরা ভেঙে দেয় অনুষ্ঠান মঞ্চ । এমনকী পাকা রাস্তার দাবিতে দীর্ঘ সময় আটকে রাখা হয় গ্রাম সম্পাদক শেখ সেলিম আলি, পঞ্চায়েত কর্মী অতনু মান্নাসহ একাধিক সরকারি কর্মীকে । খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থানে পৌঁছায় নন্দীগ্রাম থানার পুলিশ । গ্রামবাসীদের দাবি বিবেচনা করার আশ্বাস দিয়ে সরকারি কর্মীদের উদ্ধার করে পুলিশ ।

নতুন রাস্তা হবে না, জানতে পেরে প্রতিবাদে ভাঙচুর নন্দীগ্রামে ৷

স্থানীয় যুবক সৌরভ দাসের অভিযোগ, "দীর্ঘদিন ধরেই এলাকার বাসিন্দারা পাকা রাস্তার দাবি জানিয়ে আসছিলেন । রাস্তা তৈরির জন্য ইতিমধ্যে অনেক গাছ কেটে সরিয়ে নিয়েছি আমরা । আজ অনুষ্ঠান মঞ্চ থেকে জানতে পারলাম, পাকা রাস্তা নয়, রাস্তা সংস্কার করা হবে । তারপরই সবাই উত্তেজিত হয়ে ওঠে । তারপরই বাসিন্দারা মঞ্চ ভেঙে দেয় । আমরা চাই রাস্তা হলে তা ঢালাই রাস্তা হোক ৷ আর কোনও প্রতিশ্রুতি নয় ।"

আজকের ঘটনার পর নন্দীগ্রাম থানার OC অজিত কুমার ঝাঁ জানান, "বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে । আটকে থাকা সমস্ত সরকারি কর্মী উদ্ধার করা হয়েছে ।"

এদিকে এদিনের ঘটনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি জেলা BJP নেতৃত্ব । BJP-র তমলুক সাংগঠনিক জেলা সহ-সভাপতি প্রলয় পাল বলেন, "নির্বাচনের আগে তৃণমূল সরকার ফের কাটমানি খাওয়ার জন্যই পথশ্রী প্রকল্প তৈরি করেছে । নতুন রাস্তা না করে রাস্তা সংস্কারের নাম করে স্থানীয় নেতাদের টাকা খাওয়ার চেষ্টা রুখে দেওয়ার জন্যই গ্রামবাসীরা প্রতিবাদ জানিয়েছে । তৃণমূলের চালাকি মানুষ ধরে ফেলেছে বলেই এই প্রতিবাদ ।"

এই বিষয়ে এখনও অবধি তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

নন্দীগ্রাম,12 অক্টোবর: "পথশ্রী" প্রকল্পে নতুন রাস্তার বদলে রাস্তা সংস্কারের কর্মসূচি ঘোষণা করায় সরকারি আধিকারিকদের আটকে রেখে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা । পরে উত্তেজিত এলাকাবাসী ভাঙচুর করে সরকারি অনুষ্ঠান মঞ্চ, রাস্তা সংস্কারের ফলক । নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের অন্তর্গত বয়াল 2 গ্রাম পঞ্চায়েতের নরসিংহপুর এলাকার ঘটনা । গ্রামবাসীদের বিক্ষোভে এলাকা উত্তপ্ত হয়ে উঠলে নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ উদ্ধার করে সরকারি আধিকারিকদের ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের অন্তর্গত বয়াল 2 গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর নরসিংহপুর এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা ৷ প্রায় আড়াই কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা । দীর্ঘ আট বছর ধরে স্থানীয় বাসিন্দারা ঢালাই পাকা রাস্তার দাবিতে একাধিকবার গ্রাম পঞ্চায়েত, ব্লক ও জেলা স্তরে আবেদন জানিয়েছেন ৷ যদিও সমস্যার সুরাহা হয়নি । অবশেষে সদ্য মুখ্যমন্ত্রী ঘোষিত প্রকল্প "পথশ্রী"র মাধ্যমে রাস্তা সংস্কারের সিদ্ধান্ত নেয় ব্লক প্রশাসন । সিদ্ধান্ত মতো সোমবার দুপুর নাগাদ একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে "পথশ্রী" প্রকল্পের শিলান্যাস করেন BDO সুরজিৎ দাস । কিন্তু নতুন পাকা রাস্তা হবে না, বরং সংস্কার হবে জানতে পেরেই গ্রামবাসীরা বিক্ষোভ ফেটে পড়েন । বিক্ষোভ চরমে উঠলে বিক্ষোভকারীরা ভেঙে দেয় অনুষ্ঠান মঞ্চ । এমনকী পাকা রাস্তার দাবিতে দীর্ঘ সময় আটকে রাখা হয় গ্রাম সম্পাদক শেখ সেলিম আলি, পঞ্চায়েত কর্মী অতনু মান্নাসহ একাধিক সরকারি কর্মীকে । খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থানে পৌঁছায় নন্দীগ্রাম থানার পুলিশ । গ্রামবাসীদের দাবি বিবেচনা করার আশ্বাস দিয়ে সরকারি কর্মীদের উদ্ধার করে পুলিশ ।

নতুন রাস্তা হবে না, জানতে পেরে প্রতিবাদে ভাঙচুর নন্দীগ্রামে ৷

স্থানীয় যুবক সৌরভ দাসের অভিযোগ, "দীর্ঘদিন ধরেই এলাকার বাসিন্দারা পাকা রাস্তার দাবি জানিয়ে আসছিলেন । রাস্তা তৈরির জন্য ইতিমধ্যে অনেক গাছ কেটে সরিয়ে নিয়েছি আমরা । আজ অনুষ্ঠান মঞ্চ থেকে জানতে পারলাম, পাকা রাস্তা নয়, রাস্তা সংস্কার করা হবে । তারপরই সবাই উত্তেজিত হয়ে ওঠে । তারপরই বাসিন্দারা মঞ্চ ভেঙে দেয় । আমরা চাই রাস্তা হলে তা ঢালাই রাস্তা হোক ৷ আর কোনও প্রতিশ্রুতি নয় ।"

আজকের ঘটনার পর নন্দীগ্রাম থানার OC অজিত কুমার ঝাঁ জানান, "বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে । আটকে থাকা সমস্ত সরকারি কর্মী উদ্ধার করা হয়েছে ।"

এদিকে এদিনের ঘটনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি জেলা BJP নেতৃত্ব । BJP-র তমলুক সাংগঠনিক জেলা সহ-সভাপতি প্রলয় পাল বলেন, "নির্বাচনের আগে তৃণমূল সরকার ফের কাটমানি খাওয়ার জন্যই পথশ্রী প্রকল্প তৈরি করেছে । নতুন রাস্তা না করে রাস্তা সংস্কারের নাম করে স্থানীয় নেতাদের টাকা খাওয়ার চেষ্টা রুখে দেওয়ার জন্যই গ্রামবাসীরা প্রতিবাদ জানিয়েছে । তৃণমূলের চালাকি মানুষ ধরে ফেলেছে বলেই এই প্রতিবাদ ।"

এই বিষয়ে এখনও অবধি তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.