কাঁথি , 3 এপ্রিল : পথ দুর্ঘটনায় মৃত্যু হল থ্যালাসেমিয়া আক্রান্ত এক কিশোরের । ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার দিঘা নন্দকুমার রাস্তার 116 B জাতীয় সড়ক কাঁথি থানার ঘাটুয়ার । মৃতের নাম সৃঞ্জন সেন (14 ) । তাঁকে নিয়ে কাঁথি মহকুমা হাসপাতাল আসছিল তাঁর পরিবার । কিন্তু রাস্তাতেই মৃত্যু হয় তার । সঙ্গে আহত তাঁর পরিবারের সদস্য সহ এক রক্তদাতা ।
আজ বেলার 10টা নাগাদ দিঘা থেকে সৃঞ্জন ও তাঁর বাবা , মা এবং এক রক্তদাতা সব মিলিয়ে পাঁচ জন একটি মারুতি গাড়ি ভাড়া করে কাঁথি মহকুমা হাসপাতালে আসছিলেন । সেই সময় ঘাটুয়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে যায় গাড়িটি । স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যায় । খবর দেওয়া হয় কঁথি থানায় । হাসপাতালে ডাক্তাররা কিশোরকে মৃত বলে ঘোষণা করেন । গুরুতর আহত অবস্থায় চার জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে ।
স্থানীয় বাসিন্দা হরি পন্ডা বলেন, "একটি মারুতি গাড়ি দিঘার দিক থেকে কাঁথির দিকে যাচ্ছিল । কোরোনার জন্য রাস্তার কাজ চলতে চলতে এখন বন্ধ হয়ে গেছে । তাই কিছু জায়গাতে কাজ না হওয়ায় এই দুর্ঘটনা । "