ETV Bharat / state

সুতাহাটায় রেষারেষির জেরে বাস দুর্ঘটনা, আহত 15 - sutahata

রেষারেষির জেরে নয়নজুলিতে বাস পড়ে আহত হল 15 জন ৷ দুর্ঘটনাটি হলদিয়ার সুতাহাটার ৷ আহতদের মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতাল ও হলদিয়া মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ বাস দুটিকে আটক করেছে পুলিশ ৷

ফাইল ফোটো
author img

By

Published : Jul 30, 2019, 11:12 AM IST

Updated : Jul 30, 2019, 11:58 AM IST

সুতাহাটা , 30 জুলাই : রেষারেষির জেরে নয়নজুলিতে বাস পড়ে আহত হল 15 জন ৷ হলদিয়ার সুতাহাটায় দুর্ঘটনাটি ঘটে ৷ এদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় হলদিয়া মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ বাকিরা মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতাল ও হলদিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৷

আজ সকালে হিজলি ও ঝাড়গ্রামগামী দুটি বাস নিজেদের মধ্যে রেষারেষি শুরু করে ৷ সেই সময় ঝাড়গ্রামগামী বাসটি সুতাহাটা থানার আশ্রম মোড়ের কাছে যাত্রী তোলার জন্য গতি কমায় । তখনই হিজলিগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসটির পিছনে ধাক্কা মারে । এর জেরে বাসটি গিয়ে পাশের নয়নজুলিতে পড়ে ।

image
রেষারেষির জেরে নয়নজুলিতে বাস

দুর্ঘটনায় 15 জন যাত্রী আহত হয় ৷ তাদের উদ্ধার করে মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা ৷

দেখুন ভিডিয়ো

এর জেরে ঘণ্টাখানেক হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয় ৷ সুতাহাটা থানার OC চন্দ্রকান্ত শাসমল জানিয়েছেন, বাস দুটিকে আটক করা হয়েছে । যদিও বাসের চালক ও খালাসি পলাতক ৷

সুতাহাটা , 30 জুলাই : রেষারেষির জেরে নয়নজুলিতে বাস পড়ে আহত হল 15 জন ৷ হলদিয়ার সুতাহাটায় দুর্ঘটনাটি ঘটে ৷ এদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় হলদিয়া মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ বাকিরা মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতাল ও হলদিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৷

আজ সকালে হিজলি ও ঝাড়গ্রামগামী দুটি বাস নিজেদের মধ্যে রেষারেষি শুরু করে ৷ সেই সময় ঝাড়গ্রামগামী বাসটি সুতাহাটা থানার আশ্রম মোড়ের কাছে যাত্রী তোলার জন্য গতি কমায় । তখনই হিজলিগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসটির পিছনে ধাক্কা মারে । এর জেরে বাসটি গিয়ে পাশের নয়নজুলিতে পড়ে ।

image
রেষারেষির জেরে নয়নজুলিতে বাস

দুর্ঘটনায় 15 জন যাত্রী আহত হয় ৷ তাদের উদ্ধার করে মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা ৷

দেখুন ভিডিয়ো

এর জেরে ঘণ্টাখানেক হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয় ৷ সুতাহাটা থানার OC চন্দ্রকান্ত শাসমল জানিয়েছেন, বাস দুটিকে আটক করা হয়েছে । যদিও বাসের চালক ও খালাসি পলাতক ৷

Intro:সুতাহাটা,৩০জুলাই: দুটি বাসের রেষারেষির জেরে দুর্ঘটনা ঘটলো সুতাহাটায়। বাসের পিছনে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা অপর বাসের। নয়ানজুলি তে গিয়ে পড়ল বাস ঘটনায় আহত ১৫, আশঙ্কাজনক এক কলেজ ছাত্র। ঘটনাটি ঘটেছে হলদিয়া মেচেদা রাজ্য সড়কে সুতাহাটা থানার আশ্রম মোড়ের কাছে।
Body:স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে দুটি বাস হলদিয়া থেকে হিজলী ও ঝাড়গ্রাম গামি নিজেদের মধ্যে রেষারেষি করে মহিষাদল আসছিল । সে সময় ঝাড়গ্রাম গামী বাসটি সুতাহাটা থানার আশ্রম মোড়ের কাছে যাত্রী তোলার জন্য গতি কমায়। আর তখনই হিজলি গামী বাসটি
নিয়ন্ত্রণ রাখতে না পেরে সজোরে ঝাড়গ্ৰাম গামী বাসের পেছনে ধাক্কা মারে। তৎক্ষণাৎ হলদিয়া ঝাড়গ্ৰাম বাসটি একদম রোড থেকে ছিটকে গিয়ে পড়ে পাশের নয়নজুলিতে। ঘটনার যেরে বাসের মধ্যে থাকা ১৫ জন যাত্রী আহত হয় । এছাড়াও এক কলেজ ছাত্রের অবস্থা আশংকাজনক। স্থানীয় বাসিন্দারা বিকট শব্দ শুনতে পেয়ে তড়িঘড়ি এসে আহত যাত্রীদের উদ্ধার করে মহিষাদল বাসুলিয়া গ্রামীন হাসপাতালে ও হলদিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। ঘটনার জেরে প্রায় এক ঘন্টা হলদিয়া মেচেদা রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।
Conclusion:সুতাহাটা থানার ওসি চন্দ্রকান্ত শাসমল জানিয়েছেন, দুটি বাস কে আটক করা হয়েছে। বাস দুটির চালক ও খালাসি পলাতক তাদের খোঁজে তল্লাশি চলছে । বর্তমানে যান চলাচল স্বাভাবিক।
Last Updated : Jul 30, 2019, 11:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.