ETV Bharat / state

মন্দারমনি যাওয়ার পথে দুর্ঘটনা, আহত 5 পর্যটক - road accident in 116 b highway near mandarmani

আজ সকালে মন্দারমনি যেতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি গাড়ি ৷ একটি ষাঁড়ের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি উলটে যায় নয়ানজুলিতে ৷

road accident in 116 b highway near mandarmani , 5 tourist injured
মন্দারমনি যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনা, আহত 5 পর্যটক
author img

By

Published : Jun 11, 2020, 2:35 PM IST

হেরিয়া, 11 জুন : মন্দারমনি যাওয়ার পথে দুর্ঘটনা ৷ গুরুতর আহত 5 পর্যটক ৷ আজ বেলার দিকে দুর্ঘটনার জেরে 116 B জাতীয় ব্যাপক যানজট হয় ৷ স্থানীয়রা পুলিশে খবর দেয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে হাঁড়িয়া থানার পুলিশ ৷ স্থানীয়রাই আহতদের উদ্ধার করে হেরিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় ৷ এরপর পুলিশ যানজট নিয়ন্ত্রণে আনে ৷

কোরোনা সংক্রমণের মধ্যেও আনলক 1 - এ গত 8 জুন থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দারমনির হোটেল ,লজ ও রিসর্টগুলি । তেমনভাবে বাস না চলায় প্রথম দিন থেকেই ব্যক্তিগত গাড়িতে পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে মন্দারমনিতে । দীর্ঘদিন বন্দীদশা থেকে বেরিয়ে মুক্ত হাওয়ার খোঁজে মন্দারমনি বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হলেন 5 পর্যটক ।

জানা গেছে, আজ সকাল নাগাদ কলকাতার খিদিরপুর থেকে 5 পর্যটকের একটি দল মন্দারমনির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন । পথে 116 B দিঘা নন্দকুমার জাতীয় সড়কের হেরিয়ার কাছে পথে দুর্ঘটনার কবলে পড়ে পর্যটক বোঝাই গাড়িটি । হঠাৎই একটি ট্রাককে ওভারটেক করে দ্রুত গতিতে এগোনোর সময় গাড়ির সামনে চলে আসে একটি ষাঁড় । সজোরে ষাঁড়টিকে ধাক্কা মেরে পর্যটকদের গাড়িটি উলটে যায় পাশে থাকা নয়ানজুলিতে । নয়ানজুলিতে জল থাকায় পর্যটকরা গাড়ির মধ্যেই আটকে পড়েন । এরপর স্থানীয়দের তৎপরতায় তাদের উদ্ধার করে হেরিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । বর্তমানে আহত ব্যক্তিদের মধ্যে দু'জন সেখানেই চিকিৎসাধীন । গাড়ির ধাক্কায় ঘটনাস্থানেই মৃত্যু হয় ষাঁড়টির । ঘটনায় ইতিমধ্যেই 3 পর্যটককে আটক করেছে হেঁড়িয়া থানার পুলিশ ।

এবিষয়ে হেরিয়া থানার OC দীপক চক্রবর্তী জানিয়েছেন, বর্তমানে জাতীয় সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে । গাড়ির গতি দ্রুত থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে । গাড়িটিকে উদ্ধার করা হয়েছে ৷ পাশাপাশি, তিন পর্যটককে আটক করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।

হেরিয়া, 11 জুন : মন্দারমনি যাওয়ার পথে দুর্ঘটনা ৷ গুরুতর আহত 5 পর্যটক ৷ আজ বেলার দিকে দুর্ঘটনার জেরে 116 B জাতীয় ব্যাপক যানজট হয় ৷ স্থানীয়রা পুলিশে খবর দেয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে হাঁড়িয়া থানার পুলিশ ৷ স্থানীয়রাই আহতদের উদ্ধার করে হেরিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় ৷ এরপর পুলিশ যানজট নিয়ন্ত্রণে আনে ৷

কোরোনা সংক্রমণের মধ্যেও আনলক 1 - এ গত 8 জুন থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দারমনির হোটেল ,লজ ও রিসর্টগুলি । তেমনভাবে বাস না চলায় প্রথম দিন থেকেই ব্যক্তিগত গাড়িতে পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে মন্দারমনিতে । দীর্ঘদিন বন্দীদশা থেকে বেরিয়ে মুক্ত হাওয়ার খোঁজে মন্দারমনি বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হলেন 5 পর্যটক ।

জানা গেছে, আজ সকাল নাগাদ কলকাতার খিদিরপুর থেকে 5 পর্যটকের একটি দল মন্দারমনির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন । পথে 116 B দিঘা নন্দকুমার জাতীয় সড়কের হেরিয়ার কাছে পথে দুর্ঘটনার কবলে পড়ে পর্যটক বোঝাই গাড়িটি । হঠাৎই একটি ট্রাককে ওভারটেক করে দ্রুত গতিতে এগোনোর সময় গাড়ির সামনে চলে আসে একটি ষাঁড় । সজোরে ষাঁড়টিকে ধাক্কা মেরে পর্যটকদের গাড়িটি উলটে যায় পাশে থাকা নয়ানজুলিতে । নয়ানজুলিতে জল থাকায় পর্যটকরা গাড়ির মধ্যেই আটকে পড়েন । এরপর স্থানীয়দের তৎপরতায় তাদের উদ্ধার করে হেরিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । বর্তমানে আহত ব্যক্তিদের মধ্যে দু'জন সেখানেই চিকিৎসাধীন । গাড়ির ধাক্কায় ঘটনাস্থানেই মৃত্যু হয় ষাঁড়টির । ঘটনায় ইতিমধ্যেই 3 পর্যটককে আটক করেছে হেঁড়িয়া থানার পুলিশ ।

এবিষয়ে হেরিয়া থানার OC দীপক চক্রবর্তী জানিয়েছেন, বর্তমানে জাতীয় সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে । গাড়ির গতি দ্রুত থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে । গাড়িটিকে উদ্ধার করা হয়েছে ৷ পাশাপাশি, তিন পর্যটককে আটক করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.