এগরা, 11 ফেব্রিয়ারি : ঘন কুয়াশার জেরে পথ দুর্ঘটনায় প্রাণ হারাল এক যুবক । আহত একজন । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানা এলাকার ।
আজ সকালে এগরা থানা এলাকার কুদি ব্রিজের উপরে একটি লরির ধাক্কায় মৃত্য়ু হয় এক যুবকের । মৃত যুবকের নাম বাসুদেব দাস (28) । বাড়ি এগরা থানার রায়দা গ্রামে । মৃতের দাদা রবীন্দ্র দাস জানান, বাসুদেব দিঘায় একটি হোটেলে কাজ করতেন । সকালে দিঘা থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন । সেই সময় কুদি ব্রিজের কাছে একটি 12 চাকার লরি পেছন থেকে ধাক্কা মারে । বাইক থেকে পড়ে যায় বাসুদেব দাস । লরির পিছনের চাকা বাসুদেবের মাথার উপর দিয়ে চলে যায় । ঘটনাস্থনেই বাসুদেব দাসের মৃত্যু হয় । বাইকে থাকা সঙ্গীও গুরুতর আহত হয়েছেন । তাঁকে এগরা সুপার স্পেসিলিটি হাসপাতালে ভরতি করা হয়েছে ।
আরও পড়ুন : উত্তরপ্রদেশে দুর্ঘটনায় মৃত একই পরিবারের 6
স্থানীয়দের বক্তব্য, সকালের কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটেছে । এগরা থানার পুলিশ ঘটনাস্থান থেকে মৃতদেহ উদ্ধার করে । লরিটিকে আটক করে থানায় নিয়ে আসা হয় ।