ETV Bharat / state

গাড়ির ধাক্কায় মৃত্যুুু হেলমেটবিহীন দুই বাইক আরোহীর - 2 youth are died

গতরাতে বাইকে করে প্রদীপ ও বায়া রামনগর ইসলামপুর থেকে কাঁথি আসছিল পুজো দেখতে ৷ অন্যদিকে আর একটি পর্যটকের গাড়িও যাচ্ছিল দিঘার দিকে ৷ মহিষাগেটের কাছে আসতেই মোটরবাইকটির সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির ৷ হেলমেট পড়ে না থাকার কারণে ঘটনাস্থানেই মৃত্যু হয় ওই দুই বন্ধুর ৷

photo
author img

By

Published : Oct 28, 2019, 4:48 PM IST

Updated : Oct 28, 2019, 6:00 PM IST

মহিষাগোট , 28 অক্টোবর : পর্যটকদের গাড়ির ধাক্কায় মৃত্যু দুই যুবকের ৷ ঘটনাটি দিঘা নন্দকুমার রাস্তার 116 বি জাতীয় সড়ক সংলগ্ন কাঁথি থানার মহিষাগোট বাসস্ট্যান্ডের ৷ তাঁদের নাম প্রদীপ দাস ( 28) বায়া মান্না (27) ৷ ঘটনায় আটক করা হয়েছে গাড়ি ও ড্রাইভারকে ৷

দেখুন ভিডিয়ো

গতরাতে বাইকে করে প্রদীপ ও বায়া রামনগর ইসলামপুর থেকে কাঁথি আসছিল পুজো দেখতে ৷ অন্যদিকে আর একটি পর্যটকের গাড়ি যাচ্ছিল দিঘার দিকে ৷ মহিষাগেটের কাছে আসতেই মোটরবাইকটির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে গাড়িটির ৷ হেলমেট পড়ে না থাকার কারণে ঘটনাস্থানেই মৃত্যু হয় ওই দুই বন্ধুর ৷ ঘটনার জেরে অবরোধ হয়ে পড়ে দিঘা নন্দকুমার 116 বি জাতীয় সড়ক ৷ স্থানীয় বাসিন্দারা কাঁথি থানায় খবর দেয় ৷ পরে পুলিশ এসে যানজট মুক্ত করে দু'জনকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যায় । মৃতের বাড়িতে খবর দেওয়া হয়েছে ।

মহিষাগোট , 28 অক্টোবর : পর্যটকদের গাড়ির ধাক্কায় মৃত্যু দুই যুবকের ৷ ঘটনাটি দিঘা নন্দকুমার রাস্তার 116 বি জাতীয় সড়ক সংলগ্ন কাঁথি থানার মহিষাগোট বাসস্ট্যান্ডের ৷ তাঁদের নাম প্রদীপ দাস ( 28) বায়া মান্না (27) ৷ ঘটনায় আটক করা হয়েছে গাড়ি ও ড্রাইভারকে ৷

দেখুন ভিডিয়ো

গতরাতে বাইকে করে প্রদীপ ও বায়া রামনগর ইসলামপুর থেকে কাঁথি আসছিল পুজো দেখতে ৷ অন্যদিকে আর একটি পর্যটকের গাড়ি যাচ্ছিল দিঘার দিকে ৷ মহিষাগেটের কাছে আসতেই মোটরবাইকটির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে গাড়িটির ৷ হেলমেট পড়ে না থাকার কারণে ঘটনাস্থানেই মৃত্যু হয় ওই দুই বন্ধুর ৷ ঘটনার জেরে অবরোধ হয়ে পড়ে দিঘা নন্দকুমার 116 বি জাতীয় সড়ক ৷ স্থানীয় বাসিন্দারা কাঁথি থানায় খবর দেয় ৷ পরে পুলিশ এসে যানজট মুক্ত করে দু'জনকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যায় । মৃতের বাড়িতে খবর দেওয়া হয়েছে ।

Intro:পুজো আর দেখা হলো না, পর্যটকের গাড়ির ধাক্কায় রাস্তায় দুই বন্ধুর মৃত্যু ।

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর দীঘা নন্দকুমার রাস্তার ১১৬বি জাতীয় সড়ক কাঁথি থানার মহিষাগোট বাসস্ট্যান্ডের কাছে । গতকাল রাতে একটি বাইকে করে হেলমেট বিহীন দুই যুবক একটি বাইকে করে রামনগর ইসলাম পুর থেকে কাঁথির দিকে আসছিল পূজা দেখতে , আর একটি পর্যটকের গাড়ি দীঘার দিকে যাচ্ছিল । মহিষাগোটের কাছে দুইজনের ধাক্কায় ঘটনাস্থলে মোটরবাইকে থাকা দুই বন্ধু মারা যায়। যার ফলে অবরোধ হয়ে পড়ে দীঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়ক । স্থানীয় বাসিন্দা কাঁথি থানায় ফোন করলে পুলিশ গিয়ে যানজট মুক্ত করে মৃত দুই জনকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে আসে মযনা তদন্তের জন্য । মৃত দুই বন্ধু প্রদীপ দাস( 28) বায়া মান্না (27) থানার আইসি সুনয়ন বাসু বলেন গতকাল রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে যানজট মুক্ত করে মৃত দুই জনকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে আসে । মৃতের বাড়িতে জানানো হয়েছে । পর্যটকের গাড়ি ও ড্রাইভার কে আটক করা হয়েছে ।Body:পুজো আর দেখা হলো না, পর্যটকের গাড়ির ধাক্কায় রাস্তায় দুই বন্ধুর মৃত্যু ।

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর দীঘা নন্দকুমার রাস্তার ১১৬বি জাতীয় সড়ক কাঁথি থানার মহিষাগোট বাসস্ট্যান্ডের কাছে । গতকাল রাতে একটি বাইকে করে হেলমেট বিহীন দুই যুবক একটি বাইকে করে রামনগর ইসলাম পুর থেকে কাঁথির দিকে আসছিল পূজা দেখতে , আর একটি পর্যটকের গাড়ি দীঘার দিকে যাচ্ছিল । মহিষাগোটের কাছে দুইজনের ধাক্কায় ঘটনাস্থলে মোটরবাইকে থাকা দুই বন্ধু মারা যায়। যার ফলে অবরোধ হয়ে পড়ে দীঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়ক । স্থানীয় বাসিন্দা কাঁথি থানায় ফোন করলে পুলিশ গিয়ে যানজট মুক্ত করে মৃত দুই জনকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে আসে মযনা তদন্তের জন্য । মৃত দুই বন্ধু প্রদীপ দাস( 28) বায়া মান্না (27) থানার আইসি সুনয়ন বাসু বলেন গতকাল রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে যানজট মুক্ত করে মৃত দুই জনকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে আসে । মৃতের বাড়িতে জানানো হয়েছে । পর্যটকের গাড়ি ও ড্রাইভার কে আটক করা হয়েছে ।Conclusion:পুজো আর দেখা হলো না, পর্যটকের গাড়ির ধাক্কায় রাস্তায় দুই বন্ধুর মৃত্যু ।

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর দীঘা নন্দকুমার রাস্তার ১১৬বি জাতীয় সড়ক কাঁথি থানার মহিষাগোট বাসস্ট্যান্ডের কাছে । গতকাল রাতে একটি বাইকে করে হেলমেট বিহীন দুই যুবক একটি বাইকে করে রামনগর ইসলাম পুর থেকে কাঁথির দিকে আসছিল পূজা দেখতে , আর একটি পর্যটকের গাড়ি দীঘার দিকে যাচ্ছিল । মহিষাগোটের কাছে দুইজনের ধাক্কায় ঘটনাস্থলে মোটরবাইকে থাকা দুই বন্ধু মারা যায়। যার ফলে অবরোধ হয়ে পড়ে দীঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়ক । স্থানীয় বাসিন্দা কাঁথি থানায় ফোন করলে পুলিশ গিয়ে যানজট মুক্ত করে মৃত দুই জনকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে আসে মযনা তদন্তের জন্য । মৃত দুই বন্ধু প্রদীপ দাস( 28) বায়া মান্না (27) থানার আইসি সুনয়ন বাসু বলেন গতকাল রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে যানজট মুক্ত করে মৃত দুই জনকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে আসে । মৃতের বাড়িতে জানানো হয়েছে । পর্যটকের গাড়ি ও ড্রাইভার কে আটক করা হয়েছে ।
Last Updated : Oct 28, 2019, 6:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.