ETV Bharat / state

Demand for Concrete Dam in Ramnagar : গ্রামে ঢুকছে সমুদ্রের জল, কংক্রিটের বাঁধের দাবি রামনগরবাসীর - demand for concrete dam

ঘূর্ণিঝড় তো দূর অস্ত ৷ সামান্য কোটালের জেরেই সমুদ্রের জল প্রবেশ করে গ্রামে ৷ নোনা জলে ডুবে ক্ষতিগ্রস্ত হয় চাষের জমি ৷ সাজানো সংসার, ক্ষেত সবই ধুয়ে যায় সমুদ্রের জলে ৷ সমুদ্র যেন ওঁদের কাছে আতঙ্ক ৷ বোল্ডার টপকে জল ঢুকছে গ্রামে ৷ নষ্ট হচ্ছে ফসল ৷ তাই এবার কংক্রিট বাঁধ তৈরির দাবি জানাচ্ছেন রামনগর এক নম্বর ব্লকের বাসিন্দারা (Demand for Concrete Dam in Ramnagar) ৷

Demand for Concrete Dam
কংক্রিটের বাঁধ চাইছেন রামনগরের বাসিন্দারা
author img

By

Published : Dec 7, 2021, 2:30 PM IST

রামনগর, 7 ডিসেম্বর : যশের ঘা এখনও শোকায়নি ৷ তার উপর জাওয়াদ ৷ যদিও জাওয়াদ সেভাবে আঘাত হানতে পারেনি, তবুও দুশ্চিন্তায় রাত কাটাচ্ছেন রামনগর (Ramnagar News) 1 ব্লকের বাসিন্দারা ৷ ঘূর্ণিঝড় তো দূর অস্ত, সামান্য কোটাল হলেই সমুদ্রের জল ঢুকে যায় গ্রামে ৷ চাষের জমির দীর্ঘমেয়াদি ক্ষতি হয় নোনা জলে ৷ ফলে জীবন ও জীবিকা প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়ায় ৷ কিন্তু এভাবে আর কতদিন ?

বছরে কদিন ওঁরা নিজেদের ঘরে থাকেন আর কদিন ত্রাণ শিবিরে থাকেন তাই বুঝতে পারেন না ৷ একটু জল ঢুকলেই বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হয় ৷ জল শুকালে তবে ঘরে ফেরা ৷ আমরা কি প্রতি বছরই এমন করে কাটাব ? আর্তি অসহায় মানুষগুলোর ৷

যশের তাণ্ডবে কোলাঘাট, গেওখালি, হলদিয়া, নন্দীগ্রাম, কেঁদেমারি, খেজুরি, নিজ কসবা, ইজলি-সহ কাঁথির একাংশ ও রামনগরের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয় ৷ এবার জাওয়াদের জেরে সমুদ্রতট অপেক্ষা নিচু এলাকায় বসবাসকারী মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে । দুর্যোগ কেটে যাওয়ায় তাঁদের নিজের বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Jawad After Effect In Digha: জাওয়াদের পর হোটেলবন্দি দিঘার পর্যটকরা, শুনশান সমুদ্র সৈকত

রামনগর 1 ব্লকের পদিমা 1,পদিমা 2, তাজপুর, জলধা, জামড়া, শ্যামপুর, শংকরপুর, কাইমা, চাঁদপুর ও বাঁধিয়া প্রভৃতি অঞ্চলে সমুদ্রের জল ঢুকছে প্রতিনিয়ত ৷ সেভাবে আঘাত না হানলেও জাওয়াদের জেরে সামুদ্রিক জলোচ্ছ্বাসের কারণে সমুদ্রের জল বোল্ডার টপকে ঢুকে পড়েছে গ্রামে । ডুবিয়ে দিয়েছে চাষের জমি ৷ ফলে ধান চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ।

গ্রামে সমুদ্রের জল ঢোকা বন্ধ করতে কংক্রিটের বাঁধ চাইছেন রামনগরের বাসিন্দারা

স্থানীয়দের দাবি, বোল্ডার টপকে বারবারই সমুদ্রের জল গ্রামে ঢুকছে ৷ প্রশাসনকে বারবার কংক্রিটের বাঁধ (Demand for Concrete Dam in Ramnagar) তৈরির কথা বলা হলেও এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷

এই বিষয়ে সমস্ত এলাকা পরিদর্শন করে রামনগর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র বলেন, " সব জায়গায় ঘুরেছি ৷ জলোচ্ছাসের ফলে একাধিক গ্রামে জল ঢুকেছে ৷ আমি মেশিন বসিয়ে জমা জল বের করানোর নির্দেশ দিয়েছি । মানুষের সঙ্গে কথা বলেছি তাঁদের দাবিদাওয়া নিয়ে । ওঁরা এই বোল্ডার বা পাথরের বাঁধের বদলে কংক্রিটের স্থায়ী বাঁধ চাইছেন । গ্রামবাসীদের উপকারের জন্য কংক্রিটের বাঁধ (Demand for Concrete Dam) তৈরি করা হবে ৷"

আরও পড়ুন : সুন্দরবনের স্থায়ী নদী বাঁধের দাবীতে বিক্ষোভ সুন্দরবনে

রামনগর, 7 ডিসেম্বর : যশের ঘা এখনও শোকায়নি ৷ তার উপর জাওয়াদ ৷ যদিও জাওয়াদ সেভাবে আঘাত হানতে পারেনি, তবুও দুশ্চিন্তায় রাত কাটাচ্ছেন রামনগর (Ramnagar News) 1 ব্লকের বাসিন্দারা ৷ ঘূর্ণিঝড় তো দূর অস্ত, সামান্য কোটাল হলেই সমুদ্রের জল ঢুকে যায় গ্রামে ৷ চাষের জমির দীর্ঘমেয়াদি ক্ষতি হয় নোনা জলে ৷ ফলে জীবন ও জীবিকা প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়ায় ৷ কিন্তু এভাবে আর কতদিন ?

বছরে কদিন ওঁরা নিজেদের ঘরে থাকেন আর কদিন ত্রাণ শিবিরে থাকেন তাই বুঝতে পারেন না ৷ একটু জল ঢুকলেই বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হয় ৷ জল শুকালে তবে ঘরে ফেরা ৷ আমরা কি প্রতি বছরই এমন করে কাটাব ? আর্তি অসহায় মানুষগুলোর ৷

যশের তাণ্ডবে কোলাঘাট, গেওখালি, হলদিয়া, নন্দীগ্রাম, কেঁদেমারি, খেজুরি, নিজ কসবা, ইজলি-সহ কাঁথির একাংশ ও রামনগরের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয় ৷ এবার জাওয়াদের জেরে সমুদ্রতট অপেক্ষা নিচু এলাকায় বসবাসকারী মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে । দুর্যোগ কেটে যাওয়ায় তাঁদের নিজের বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Jawad After Effect In Digha: জাওয়াদের পর হোটেলবন্দি দিঘার পর্যটকরা, শুনশান সমুদ্র সৈকত

রামনগর 1 ব্লকের পদিমা 1,পদিমা 2, তাজপুর, জলধা, জামড়া, শ্যামপুর, শংকরপুর, কাইমা, চাঁদপুর ও বাঁধিয়া প্রভৃতি অঞ্চলে সমুদ্রের জল ঢুকছে প্রতিনিয়ত ৷ সেভাবে আঘাত না হানলেও জাওয়াদের জেরে সামুদ্রিক জলোচ্ছ্বাসের কারণে সমুদ্রের জল বোল্ডার টপকে ঢুকে পড়েছে গ্রামে । ডুবিয়ে দিয়েছে চাষের জমি ৷ ফলে ধান চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ।

গ্রামে সমুদ্রের জল ঢোকা বন্ধ করতে কংক্রিটের বাঁধ চাইছেন রামনগরের বাসিন্দারা

স্থানীয়দের দাবি, বোল্ডার টপকে বারবারই সমুদ্রের জল গ্রামে ঢুকছে ৷ প্রশাসনকে বারবার কংক্রিটের বাঁধ (Demand for Concrete Dam in Ramnagar) তৈরির কথা বলা হলেও এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷

এই বিষয়ে সমস্ত এলাকা পরিদর্শন করে রামনগর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র বলেন, " সব জায়গায় ঘুরেছি ৷ জলোচ্ছাসের ফলে একাধিক গ্রামে জল ঢুকেছে ৷ আমি মেশিন বসিয়ে জমা জল বের করানোর নির্দেশ দিয়েছি । মানুষের সঙ্গে কথা বলেছি তাঁদের দাবিদাওয়া নিয়ে । ওঁরা এই বোল্ডার বা পাথরের বাঁধের বদলে কংক্রিটের স্থায়ী বাঁধ চাইছেন । গ্রামবাসীদের উপকারের জন্য কংক্রিটের বাঁধ (Demand for Concrete Dam) তৈরি করা হবে ৷"

আরও পড়ুন : সুন্দরবনের স্থায়ী নদী বাঁধের দাবীতে বিক্ষোভ সুন্দরবনে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.