ETV Bharat / state

ফের রদবদল কাঁথি পৌরসভায়, গঠিত হল নতুন কমিটি - পূর্ব মেদিনীপুরের খবর

হাবিবুর রহমান ও শম্পা মাইতিকে সরিয়ে নতুন 6 জনের কমিটি তৈরি করা হয়েছে কাঁথি পৌরসভার প্রশাসনিক কাজের জন্য । তাতে নতুন সদস্যরা রয়েছেন -মাহমুদ হোসেন , সুপ্রকাশ গিরি , রত্নদ্বীপ মান্না ।

Contai Municipality
ছবি
author img

By

Published : Jan 15, 2021, 7:57 PM IST

Updated : Jan 15, 2021, 8:13 PM IST

কাঁথি, 15 জানুয়ারি : গত বছরের 29 ডিসেম্বর কাঁথি পৌরসভার প্রশাসনিক পদে থেকে সরানো হয়েছিল শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে । 5 জনের একটি কমিটি গঠন করা হয়েছিল । 31 ডিসেম্বর কাঁথি পৌরসভার পৌর প্রশাসক সিদ্ধার্থ মাইতি-সহ শেখ সাবুল, শম্পা মাইতি, হাবিবুর রহমান, সুবল মান্নাকে নিয়ে গঠিত হয় কমিটি । এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন সৌমেন্দু অধিকারী । এরপর আবার রদবদল করা হল কাঁথি পৌরসভার প্রশাসনিক পদে । গতকাল হাবিবুর রহমান ও শম্পা মাইতিকে সরিয়ে নতুন 6 জনের কমিটি তৈরি করা হয় । তাতে অন্তর্ভুক্ত হলেন নতুন তিনজন সদস্য - মাহমুদ হোসেন , সুপ্রকাশ গিরি , রত্নদ্বীপ মান্না ।

কী বললেন কাঁথি পৌরসভার প্রশাসনিক পদের নতুন সদস্য মাহমুদ হোসেন ?

আর নতুন কমিটিতে অন্তর্ভুক্ত হয়েই মাহমুদ হোসেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "কাঁথি পৌরসভাতে ভুরি ভুরি আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁদের কাছে ।" এইসব দুর্নীতির বিষয়ে উল্লেখ করতে গিয়ে তিনি বলেন , "কাঁথি পৌরসভা বেশকিছু অস্থায়ী কর্মীকে একটি পরিবার তাঁদের ব্যক্তিগত কাজে লাগান এবং এখনও লাগিয়ে চলেছেন । পৌর এলাকার মধ্যে যে সমস্ত স্টল তৈরি হয়েছে তা বন্টনের ক্ষেত্রে ব্যাপক হারে আর্থিক দুর্নীতি হয়েছে । এমনকি পৌরসভার উন্নয়ন প্রকল্পের টাকা খরচের ক্ষেত্রে কোনও একটি প্রকল্পকে কখনও গ্রীন সিটির প্রজেক্ট আবার কখনও পরিবহন দপ্তরের কোটার টাকায় তৈরি বলে দেখানো হয়েছে । এক একটি প্রকল্পের জন্য দু-তিনটি দপ্তরের টাকা খরচ করা হয়েছে ।" এই সমস্ত অভিযোগ সামনে এনে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন মাহমুদ হোসেন ।

আরও পড়ুন : কাঁথি পৌরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হল শুভেন্দু-র ভাই সৌমেন্দুকে

অপরদিকে কাঁথি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও প্রশাসক সৌমেন্দু অধিকারী বলেন, "অভিযোগ যে কেউ করতেই পারেন । তদন্ত করুন । তদন্তে সব কিছু বেরিয়ে আসবে। আর স্টল বিলির বণ্টনের ক্ষেত্রে তিনি বলেন, কিছুই অনিয়ম হয়নি । তদন্ত করে যে কেউ দেখতে পারেন ।"

কাঁথি, 15 জানুয়ারি : গত বছরের 29 ডিসেম্বর কাঁথি পৌরসভার প্রশাসনিক পদে থেকে সরানো হয়েছিল শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে । 5 জনের একটি কমিটি গঠন করা হয়েছিল । 31 ডিসেম্বর কাঁথি পৌরসভার পৌর প্রশাসক সিদ্ধার্থ মাইতি-সহ শেখ সাবুল, শম্পা মাইতি, হাবিবুর রহমান, সুবল মান্নাকে নিয়ে গঠিত হয় কমিটি । এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন সৌমেন্দু অধিকারী । এরপর আবার রদবদল করা হল কাঁথি পৌরসভার প্রশাসনিক পদে । গতকাল হাবিবুর রহমান ও শম্পা মাইতিকে সরিয়ে নতুন 6 জনের কমিটি তৈরি করা হয় । তাতে অন্তর্ভুক্ত হলেন নতুন তিনজন সদস্য - মাহমুদ হোসেন , সুপ্রকাশ গিরি , রত্নদ্বীপ মান্না ।

কী বললেন কাঁথি পৌরসভার প্রশাসনিক পদের নতুন সদস্য মাহমুদ হোসেন ?

আর নতুন কমিটিতে অন্তর্ভুক্ত হয়েই মাহমুদ হোসেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "কাঁথি পৌরসভাতে ভুরি ভুরি আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁদের কাছে ।" এইসব দুর্নীতির বিষয়ে উল্লেখ করতে গিয়ে তিনি বলেন , "কাঁথি পৌরসভা বেশকিছু অস্থায়ী কর্মীকে একটি পরিবার তাঁদের ব্যক্তিগত কাজে লাগান এবং এখনও লাগিয়ে চলেছেন । পৌর এলাকার মধ্যে যে সমস্ত স্টল তৈরি হয়েছে তা বন্টনের ক্ষেত্রে ব্যাপক হারে আর্থিক দুর্নীতি হয়েছে । এমনকি পৌরসভার উন্নয়ন প্রকল্পের টাকা খরচের ক্ষেত্রে কোনও একটি প্রকল্পকে কখনও গ্রীন সিটির প্রজেক্ট আবার কখনও পরিবহন দপ্তরের কোটার টাকায় তৈরি বলে দেখানো হয়েছে । এক একটি প্রকল্পের জন্য দু-তিনটি দপ্তরের টাকা খরচ করা হয়েছে ।" এই সমস্ত অভিযোগ সামনে এনে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন মাহমুদ হোসেন ।

আরও পড়ুন : কাঁথি পৌরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হল শুভেন্দু-র ভাই সৌমেন্দুকে

অপরদিকে কাঁথি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও প্রশাসক সৌমেন্দু অধিকারী বলেন, "অভিযোগ যে কেউ করতেই পারেন । তদন্ত করুন । তদন্তে সব কিছু বেরিয়ে আসবে। আর স্টল বিলির বণ্টনের ক্ষেত্রে তিনি বলেন, কিছুই অনিয়ম হয়নি । তদন্ত করে যে কেউ দেখতে পারেন ।"

Last Updated : Jan 15, 2021, 8:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.