কাঁথি, 4 এপ্রিল: পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে দলীয় পতাকা ছাড়াই অরাজনৈতিক ব্যানারে সভা করলেন শুভেন্দু অধিকারী ৷ আর এতেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে যে তবে কি দলবদলের পথে হাঁটছেন তিনি ৷ শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকাকালীন বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় অরাজনৈতিক ব্যানারে সভা করতেন । তারপর ধীরে ধীরে প্রথমে উনি মন্ত্রিত্ব ছাড়েন । তারপর বিধায়ক পদ । শেষে তৃণমূলের সদস্য পদ ছেড়ে পশ্চিম মেদিনীপুর কলেজ মাঠে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করেন । পদ্মের শুভেন্দুকেও দেখা গেল অরাজনৈতিক সভা করতে । যা নিয়ে কাঁথির রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন ৷
রবিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের বন্দেমাতরম ক্লাব সংলগ্ন একটি মাঠে অরাজনৈতিক সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu meeting in Kanthi)। এই অরাজনৈতিক সভায় বিজেপির দলীয় পতাকা ছাড়াই অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীত গাওয়ার জন্যই কিছু বুদ্ধিজীবী মানুষও উপস্থিত হন। তাঁদের সঙ্গে জাতীয় সংগীতে গলা মেলান বিরোধী দলনেতা শুভেন্দু । এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস, উত্তর কাঁথির বিধায়ক সুমিতা সিনহা, খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিক-সহ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সুদাম পণ্ডিত, সাধারণ সম্পাদক সৌমেন্দু অধিকারী-সহ বিজেপি নেতৃত্বরা । বিরোধী দলনেতা কে কাছে পেয়ে কাঁথি শহরে বেশ কিছু বাসিন্দারা তাঁদের সুখ দুঃখের কথা জানান।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিগ্রহের ঘটনা নিয়ে তিনি বলেন, "পশ্চিম বাংলার বাসিন্দা বাংলার মেয়ে এবং 500 টাকার লোভে ক্ষমতায় এনেছে তারাই বুঝুক ! শিক্ষাব্যবস্থা রাজ্যে গুণ্ডা ও বর্বরদের হাতে চলে গিয়েছে । এটা হল তৃণমূল ছাত্র পরিষদের মডেল । গত 5 বছর কলেজের নির্বাচন করতে দেয়নি মমতা বন্দ্য়ােপাধ্য়ায় ।"
এদিকে শুভেন্দুর অরাজনৈতিক সভা নিয়ে রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি বলেন, "ওদের পরিবারটাই সুবিধাবাদী রাজনীতি করে । ওর বাবা কখনও হাতি চিহ্ন নিয়ে ওর সভায় দাঁড়িয়েছেন কখনও আবার নির্দলে দাঁড়িয়ে ছিলেন । বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল ওরা করে থাকে । আবার তো দেখছি অরাজনীতিক ব্যানারে সভা করছেন । কিছু বদ উদ্দেশ্য তো আছেই । আমরা সে বিষয়ে নজর রাখছি । সব বিষয়ে পলিটিক্যাল ভাবে আমরা নজর রাখব ।" পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দ মিশ্র বলেন, "আসলে কাঁথিকে ওরা অধিকারী গড় বলে ডাকত । এবারে পৌরসভার মানুষ বুঝিয়ে দিয়েছেন কাঁথি মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় । নিজের মাটিতে হেরে গিয়ে উনি আবোল তাবোল বকতে শুরু করেছেন । তার কথা না বলাই ভাল ।"
যদিও বিষয়টি নিয়ে গুরুত্ব দিতে নারাজ কাঁথি সাংগঠনিক বিজেপির জেলা সভাপতি সুদাম পন্ডিত । তিনি বলেন, "কয়েকদিন আগে তৃণমূল একটি সভায় জাতীয় সংগীত ভুল গেয়ে অমান্য করেছিল । তাই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ আরও অন্যান্য লোকদের নিয়ে সঠিকভাবে আমরা জাতীয় সংগীত গেয়েছি ।"
আরও পড়ুন : Suvendu on Anubrata : জেরা নয়, অনুব্রতকে সরাসরি গ্রেফতার করা উচিত : শুভেন্দু