কাঁথি, 9 ফেব্রুয়ারি : "1998 সাল থেকে অখিল গিরির সঙ্গে তৃণমূল কংগ্রেস শুরু করি । তৃণমূল আর আগের মতো নেই ৷" আক্ষেপ কাঁথির তৃণমূলের পুরানো সৈনিকের । কাঁথিতে অধিকারী পরিবারের বিরুদ্ধে একের পর এক রাজনৈতিক কর্মসূচি করেছেন রামনগরের বিধায়ক মন্ত্রী অখিল গিরি । তাঁর ছায়াসঙ্গী হিসাবে সবসময় তাঁর পুরানো সঙ্গীকে কাছে পেয়েছেন । বর্তমান অখিল গিরির সেই দিনের সঙ্গী রত্নদীপ মান্না এখন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ৷ এবারে পৌরনির্বাচনে টিকিট না-পেয়ে ক্ষুব্ধ (TMC candidate list for Municipal Election 2022) ৷ দলীয় পদ থেকে ইস্তফা দেবেন বলে জানালেন ৷ শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তাঁর দায়ের করা ত্রিপল চুরির মামলাও তুলে নেবেন বলে কথাবার্তা শুরু করেছেন আইনজীবীর সঙ্গে ৷
রত্নদীপের দাবি, দীর্ঘদিন দল করার সুবাদে বহু অত্যাচার সহ্য করেছেন ৷ এবার কাঁথি পৌর নির্বাচনের 7 নম্বর ওয়ার্ডের তৃণমূলের টিকিটের দাবিদার ছিলেন তিনি । নিশ্চিত ছিলেন, দলের সেবা করার প্রতিদান স্বরূপ এই ইনাম তাঁর প্রাপ্য ৷ তবে তাঁর জায়গায় শুভেন্দু অধিকারীর অনুগামী অতনু গিরিকে দল এবারে টিকিট দিয়েছে । অতনু বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন । অতনু গিরি তৃণমূলের টিকিট পাওয়ার কয়েক ঘণ্টা আগেই পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিকের হাত ধরে দলে যোগ দেন ৷ অতনু গিরি-সহ এমন আরও কয়েকজন প্রাক্তন কাউন্সিলরও যোগদান করেই তৃণমূলের টিকিট পেয়েছেন । তারপর লাগাতার তিনদিন ধরে বিক্ষোভ চলছে ।
রত্নদীপ জানান, বিজেপি বা নির্দলের হয়ে কাজ করবেন না । নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, "আমি তৃণমূলেই থাকব ।" তারপর আক্ষেপের সুরে বলেন, "দল যখন আমার কথা ভাবেনি, আমি দলের কথা ভাবব কেন ? আমার বিপদ হলে তো দল আমাকে দেখবে না । তাই আমি আর ঝুঁকি নেব না । তাই মামলা তুলে নেওয়ার জন্য আমার আইনজীবীর সঙ্গে কথা বলেছি । আমার পাশে কেউ দাঁড়ায়নি কোনও নেতৃত্বের দেখা মেলেনি । এমনকি দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করার সময়ও কেউ ডাকেনি ৷ ফোন পর্যন্তও করেনি কেউ ।"
উল্লেখযোগ্য বিষয়, এই রত্নদীপ মান্নাই কাঁথি পৌরবোর্ডে প্রশাসক মণ্ডলীর সদস্য থাকাকালীন কাঁথি পৌরসভার গোডাউন থেকে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ত্রিপল চুরির অভিযোগ আনেন ৷ বলেন, শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা দিনেদুপুরে দাঁড়িয়ে থেকে ত্রিপল চুরি করেন ৷ সেই মর্মে অভিযোগও দায়ের হয় কাঁথি থানায় । সেই মামলা এখন কলকাতা হাইকোর্টে বিচারাধীন ।
শুভেন্দুর বিরুদ্ধে দায়ের করা ত্রিপল চুরির মামলা এবার তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রত্নদীপ । পাশাপাশি কাঁথি পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য পদ থেকেও অব্যাহতি চাইলেন তিনি । এই নিয়ে জেলা রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে ।
আরও পড়ুন : SK Sufian gets Anticipatory Bail : নন্দীগ্রামে মমতার নির্বাচনী এজেন্ট সুফিয়ানকে আগাম জামিন সুপ্রিম কোর্টের