কাঁথি, 12 সেপ্টেম্বর: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ছবিতে তাঁর কপালে লেখা 'চোর চোর চোট্টা' ৷ বিরোধী দলনেতার খাসতালুকে এই পোস্টার পড়ল (Poster against Suvendu)৷ এখানেই শেষ নয় ৷ সেই পোস্টারে আবার নন্দীগ্রামের বিধায়কের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিও জানানো হয়েছে ৷ এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷
পূর্ব মেদিনীপুর (East Midnapore) জেলার কাঁথিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে এই পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে । শিল্পনগরী হলদিয়ার পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানিয়ে পোস্টার পড়ল তাঁর নিজের গড়ে । বিজেপির নবান্ন অভিযানের আগেই এই পোস্টার ঘিরে শুভেন্দুর শহরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে শাসকদল ও বিরোধীদের মধ্যে ৷
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে, কাঁথি মহকুমাশাসকের দফতরের গেটের সামনে, কাঁথি চৌরঙ্গী মোড়ে , কাঁথি পৌরসভার গেটে ও শহরের অন্যান্য এলাকায় মিলেছে এই পোস্টার ৷ কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, তা এখনও পর্যন্ত যা জানা যায়নি । তবে একে শাসকদলের চক্রান্ত বলে দাবি করেছে বিজেপি । যদিও তৃণমূল পুরোপুরি এই অভিযোগ অস্বীকার করেছে ।
আরও পড়ুন: সিআইডি এখন মমতা-অভিষেকের দারোয়ান, দেবযানী কাণ্ডে কটাক্ষ শুভেন্দুর
কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা এগরার বিধায়ক তরুণ মাইতি বলেন, "সাধারণ মানুষ যদি তদন্ত চায়, তাহলে ভুল কিছু দেখতে পাচ্ছি না ৷ তদন্ত যে কেউ চাইতে পারেন । সাধারণ মানুষ টিভির পর্দায় কাগজে টাকা মুড়ে নিতে দেখছেন শুভেন্দু অধিকারীকে । বিরোধী দলনেতার কত সম্পত্তি বেড়েছে, আমরা কাগজে ও টিভিতে দেখেছি । তাই সাধারণ মানুষের কাছে প্রশ্ন জেগেছে, এত সম্পত্তি কী করে বাড়ল ? সম্পত্তি বৃদ্ধির কারণটা সিবিআই দেখুক ! কিছু মানুষ ব্যক্তিগত ভাবে চাইছেন । পোস্টার নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনও নির্দেশ দেওয়া হয়নি ।"
যদিও কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুদাম পণ্ডিত বলেন, "তৃণমূল চক্রান্ত করে এই পোস্টারিং করেছে । আর রাজ্যে যারা সরকার চালাচ্ছে, সেটা একটা চিটিংবাজের দল । জনসমক্ষে প্রমাণ হয়ে গিয়েছে, ওরা গণতন্ত্রের হত্যা করেছে । এদের পশ্চিমবাংলার মানুষ হিসেবে গণ্য করতে আমাদের লজ্জা লাগে । সাধারণ মানুষের টাকা নয়ছয় করেছে, যেটা প্রমাণ হয়ে গিয়েছে । সেগুলো ধামাচাপা দেওয়ার জন্যই এই চক্রান্ত করছে তারা ।"