ETV Bharat / state

পটাশপুরে BJP নেতার বাড়িতে বোমাবাজি, অভিযুক্ত তৃণমূল - Political conflict at Patashpur in Purba Medinipur

গতকাল পটাশপুর থানার এক নম্বর ব্লকের দুই নম্বর অঞ্চলের ২০২ বুথের কাটরঙ্কা এলাকায় BJP-র যুব মোর্চার নেতা শুভেন্দু মহাপাত্রের বাড়িতে বোমাবাজি ও হামলা ৷ তৃণমূল নেতা তাপস মাঝির নেতৃত্বে ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ BJP-র ৷

Political conflict at Patashpur in Purba Medinipur
রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত পটাশপুর
author img

By

Published : Jun 17, 2020, 5:54 AM IST

পটাশপুর, 16জুন : BJP-র যুব মোর্চার নেতার বাড়িতে তৃণমূলের সমর্থকরা বোমাবাজি চালায় বলে অভিযোগ BJP-র । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের জেলার পটাশপুর থানার কটরঙ্গা এলাকায় ।

গতকাল গভীর রাতে তৃণমূল নেতা তাপস মাঝির নেতৃত্বে শুভেন্দু মহাপাত্রের বাড়ির দরজা ভেঙে আসবাবপত্র তছনছ করে বলে অভিযোগ । কোন ক্রমে শুভেন্দু বাবু তাঁর পরিবারের সদস্যদের নিয়ে পিছনের রাস্তা দিয়ে পালিয়ে যায় । এমনকী বোমাবাজি চালায় বলে অভিযোগ BJP-র । যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল । উল্টে তৃণমূলের অভিযোগ BJP-র লোকেরা বিভিন্ন জায়গায় অশান্তি করার চেষ্টা করছিল । গ্রামবাসীরা মিলে তার প্রতিবাদ করেছে ।

এই বিষয়ে BJP-র কাঁথির সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, "গতকাল পটাশপুর থানার এক নম্বর ব্লকের দুই নম্বর অঞ্চলের ২০২ বুথের কাটরঙ্কা এলাকায় BJP-র যুব মোর্চার নেতা শুভেন্দু মহাপাত্রের বাড়িতে তৃণমূল নেতা তাপস মাঝির নেতৃত্বে বোমাবাজি ও হামলা চালানো হয় । শাসক দল কিছু উর্দি পরা অফিসারদের সঙ্গে নিয়ে এই সব ঘটনা ঘটাচ্ছে । মানুষ এই চোরেদের সরকারকে ঠিক সময় উপযুক্ত যোগ্য জবাব দেবে ।"

যদিও পটাশপুরের তৃণমূল নেতা তাপস মাঝি অভিযোগ অস্বীকার করে বলেন, "গতকাল এলাকায় একটি কোরোনা পজ়িটিভ ধরা পড়েছিল । স্বাস্থ্যবিভাগের কর্মী ও প্রশাসনিক কর্মকর্তারা তাকে তুলতে গেলে, BJP কর্মীরা হেনস্থা করে । তার পর গতকাল রাতে আমাদের কর্মীদের উপর তাঁরা চড়াও হয় । বোমা বন্দুকের গল্প পুরো মিথ্যা । আসলে CPIM থেকে যারা BJP-তে এসেছে তাঁরাই এলাকায় সবসময় অশান্তি করছে । তৃণমূল এখন মানুষের পরিষেবা নিয়ে ব্যস্ত আছে । আর ওরা খালি টিভিতে, খবর কাগজে নাম তোলায় ব্যস্ত । এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগাযোগ নেই ।"

পটাশপুর থানার OC চন্দ্রকান্ত শাসমল জানান, এলাকায় গতকাল রাতে BJP-র নেতার বাড়িতে বোমাবাজি হয়েছে বলে সকাল 11টার সময় BJP-র নেতারা ফোন করেছিল । ফোন করার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে । তবে এখনও পর্যন্ত কোনও অভিযোগ কেউ করেনি ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.