ETV Bharat / state

এগরায় গোপনে মদ বিক্রির অভিযোগ, আটক 1 - lockdown

লকডাউনে গোপনে মদ বিক্রির অভিযোগে আটক করা হল একজনকে ।

egara
এগারায়
author img

By

Published : Apr 13, 2020, 6:36 PM IST

এগারা ,13 এপ্রিল : পূর্ব মেদিনীপুরের এগরা থানার বালিঘাই বাজার থেকে গোপনে মদ বিক্রির অভিযোগে একজনকে আটক করা হল ৷ উদ্ধার হয়েছে কয়েকটি মদের পেটি ৷

চলছে লকডাউন । তাই নিত্যপ্রয়োজনীয় ছাড়া বন্ধ রয়েছে অন্য সব সামগ্রীর দোকান । বন্ধ মদের দোকানও । কিন্তু কয়েকজন ব্যবসায়ী এই সময়ও গোপনে মদ বিক্রি করে চলেছেন বলে অভিযোগ ৷ আর তা বিক্রি করছেন চার থেকে পাঁচ গুণ বেশি দামে । বেশিরভাগ ক্ষেত্রেই রাতে মদ পাচার হচ্ছে লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে ৷ গতরাতে এভাবেই পূর্ব মেদিনীপুরের এগরা থানার বালিঘাই বাজারের একটি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানের পিছন রাস্তা দিয়ে মদ পাচার করা হচ্ছিল ৷ ঠিক সেই সময় গ্রামের বাসিন্দারা তাদের হাতেনাতে ধরে ফেলেন ।

গ্রামের বাসিন্দারা কয়েকজনকে আটক করে এগরা থানায় খবর দেন ৷ এগরা থানার পুলিশ এসে বেশ কয়েকটি মদের পেটি এবং ওই মদ বিক্রেতাকে আটক করে নিয়ে যায় ।

এই বিষয়ে এগরা থানার OC কাশীনাথ চৌধুরি বলেন, "একজনকে আটক করা হয় ৷ দুটি মদের পেটি উদ্ধার করে নিয়ে আসা হয় । চলছে তদন্ত ।"

এগারা ,13 এপ্রিল : পূর্ব মেদিনীপুরের এগরা থানার বালিঘাই বাজার থেকে গোপনে মদ বিক্রির অভিযোগে একজনকে আটক করা হল ৷ উদ্ধার হয়েছে কয়েকটি মদের পেটি ৷

চলছে লকডাউন । তাই নিত্যপ্রয়োজনীয় ছাড়া বন্ধ রয়েছে অন্য সব সামগ্রীর দোকান । বন্ধ মদের দোকানও । কিন্তু কয়েকজন ব্যবসায়ী এই সময়ও গোপনে মদ বিক্রি করে চলেছেন বলে অভিযোগ ৷ আর তা বিক্রি করছেন চার থেকে পাঁচ গুণ বেশি দামে । বেশিরভাগ ক্ষেত্রেই রাতে মদ পাচার হচ্ছে লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে ৷ গতরাতে এভাবেই পূর্ব মেদিনীপুরের এগরা থানার বালিঘাই বাজারের একটি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানের পিছন রাস্তা দিয়ে মদ পাচার করা হচ্ছিল ৷ ঠিক সেই সময় গ্রামের বাসিন্দারা তাদের হাতেনাতে ধরে ফেলেন ।

গ্রামের বাসিন্দারা কয়েকজনকে আটক করে এগরা থানায় খবর দেন ৷ এগরা থানার পুলিশ এসে বেশ কয়েকটি মদের পেটি এবং ওই মদ বিক্রেতাকে আটক করে নিয়ে যায় ।

এই বিষয়ে এগরা থানার OC কাশীনাথ চৌধুরি বলেন, "একজনকে আটক করা হয় ৷ দুটি মদের পেটি উদ্ধার করে নিয়ে আসা হয় । চলছে তদন্ত ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.