ETV Bharat / state

পুলিশ অভিযানে মধুচক্র থেকে গ্রেপ্তার 3 - mondarmoni

পুলিশি অভিযানে দুই নাবালিকা সহ আটক ছয় যুবতি, গ্রেপ্তার তিন যুবক । শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুরের রামনগর বাজার ও তাজপুরের দুটি হোটেলে যৌথ তল্লাশি অভিযান চালায় রামনগর থানা ও মন্দারমণি কোস্টাল থানার পুলিশ ।

দেখুন
author img

By

Published : Nov 3, 2019, 1:12 AM IST

রামনগর, 2 নভেম্বর : গোপন সূত্রে খবর পেয়ে দুটি পৃথক মধুচক্রের আসরে তল্লাশি অভিযান চালায় পুলিশ । অভিযানে দুই নাবালিকা সহ 6 যুবতিকে আটক করা হয় । গ্রেপ্তার করা হয় তিন যুবককে ।

গতকাল গভীর রাতে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বাজার ও তাজপুরের দুটি হোটেলে যৌথভাবে অভিযান চালায় রামনগর ও মন্দারমণি কোস্টাল থানার পুলিশ । রামনগর থানার কাছে একটি হোটেলে হানা দেয় পুলিশ । সেখান থেকে দুই নাবালিকা সহ এক যুবতিকে আটক করা হয় । এছাড়া গ্রেপ্তার করা হয় দুই যুবককে ।

পাশাপাশি তাজপুরের একটি হোটেলে মধুচক্রের আসর থেকে 3 যুবতিকে উদ্ধারের পাশাপাশি 1 যুবককে গ্রেপ্তার করে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ । অভিযোগ, ওই হোটেলগুলিতে দীর্ঘদিন ধরে মুধচক্র চলছিল । আজ অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয় । আদালত তাদের জেল হেপাজতে পাঠায় । মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক চক্রবর্তী বলেন, "এমন অভিযান আগামীতেও চলবে ।"

রামনগর, 2 নভেম্বর : গোপন সূত্রে খবর পেয়ে দুটি পৃথক মধুচক্রের আসরে তল্লাশি অভিযান চালায় পুলিশ । অভিযানে দুই নাবালিকা সহ 6 যুবতিকে আটক করা হয় । গ্রেপ্তার করা হয় তিন যুবককে ।

গতকাল গভীর রাতে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বাজার ও তাজপুরের দুটি হোটেলে যৌথভাবে অভিযান চালায় রামনগর ও মন্দারমণি কোস্টাল থানার পুলিশ । রামনগর থানার কাছে একটি হোটেলে হানা দেয় পুলিশ । সেখান থেকে দুই নাবালিকা সহ এক যুবতিকে আটক করা হয় । এছাড়া গ্রেপ্তার করা হয় দুই যুবককে ।

পাশাপাশি তাজপুরের একটি হোটেলে মধুচক্রের আসর থেকে 3 যুবতিকে উদ্ধারের পাশাপাশি 1 যুবককে গ্রেপ্তার করে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ । অভিযোগ, ওই হোটেলগুলিতে দীর্ঘদিন ধরে মুধচক্র চলছিল । আজ অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয় । আদালত তাদের জেল হেপাজতে পাঠায় । মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক চক্রবর্তী বলেন, "এমন অভিযান আগামীতেও চলবে ।"

Intro:পর্যটন কেন্দ্রে হানা দিয়ে মধুচক্র থেকে উদ্ধার ছয় ও গ্রেফতার তিন ।

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা ও মান্দারমনি কোষ্টাল থানার পুলিশ যৌথ্য অভিযান চালিয়ে তাজপুর হোটেল ও রামনগর বাজার থেকে ছয় যুবতীকে উদ্ধার সহ তিন যুবককে গ্রেফতার করলো । পুলিশ সূত্রে জানা যায় রামনগর থানার কাছে একটি হোটেলে হানা দিয়ে দুই নাবালিকা ও এক যুবতীকে উদ্ধার করেছে ও দুই যুবক কে গ্রেফতার করল রামনগর ও মান্দারমনি কোষ্টাল থানার পুলিশ। হোটেলের ব্যবসার আড়ালে ওই হোটেল গুলোতে মধুচক্রের আসর চালানো হচ্ছিল বলে অভিযোগ।
পাশাপাশি শুক্রবার রাতে মান্দারমণি কোষ্টাল থানার পুলিশ যৌথ্য অভিযান চালিয়ে তাজপুরের একটি হোটেলে হানা দিয়ে মধুচক্রে জড়িত থাকার ৩ যুবতিকে উদ্ধারের পাশাপাশি এক যুবককে গ্রেফতার করেছে। শনিবার অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক জামিন নাকচ করে তাঁদের জেল হেপাজতের নির্দেশ দেন। মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক চক্রবর্তী বলেন শুক্রবার রাতে অভিযান চালিয়ে চার যুবতী সহ দুই নাবালিকাকে উদ্ধার করা হয়েছে । তার পাশাপাশি তিন যুবককে গ্রেফতার করা হয়েছে । তিনি আরো বলেন বেআইনি কাজ কর্মের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে ।Body:পর্যটন কেন্দ্রে হানা দিয়ে মধুচক্র থেকে উদ্ধার ছয় ও গ্রেফতার তিন ।

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা ও মান্দারমনি কোষ্টাল থানার পুলিশ যৌথ্য অভিযান চালিয়ে তাজপুর হোটেল ও রামনগর বাজার থেকে ছয় যুবতীকে উদ্ধার সহ তিন যুবককে গ্রেফতার করলো । পুলিশ সূত্রে জানা যায় রামনগর থানার কাছে একটি হোটেলে হানা দিয়ে দুই নাবালিকা ও এক যুবতীকে উদ্ধার করেছে ও দুই যুবক কে গ্রেফতার করল রামনগর ও মান্দারমনি কোষ্টাল থানার পুলিশ। হোটেলের ব্যবসার আড়ালে ওই হোটেল গুলোতে মধুচক্রের আসর চালানো হচ্ছিল বলে অভিযোগ।
পাশাপাশি শুক্রবার রাতে মান্দারমণি কোষ্টাল থানার পুলিশ যৌথ্য অভিযান চালিয়ে তাজপুরের একটি হোটেলে হানা দিয়ে মধুচক্রে জড়িত থাকার ৩ যুবতিকে উদ্ধারের পাশাপাশি এক যুবককে গ্রেফতার করেছে। শনিবার অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক জামিন নাকচ করে তাঁদের জেল হেপাজতের নির্দেশ দেন। মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক চক্রবর্তী বলেন শুক্রবার রাতে অভিযান চালিয়ে চার যুবতী সহ দুই নাবালিকাকে উদ্ধার করা হয়েছে । তার পাশাপাশি তিন যুবককে গ্রেফতার করা হয়েছে । তিনি আরো বলেন বেআইনি কাজ কর্মের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে ।Conclusion:পর্যটন কেন্দ্রে হানা দিয়ে মধুচক্র থেকে উদ্ধার ছয় ও গ্রেফতার তিন ।

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা ও মান্দারমনি কোষ্টাল থানার পুলিশ যৌথ্য অভিযান চালিয়ে তাজপুর হোটেল ও রামনগর বাজার থেকে ছয় যুবতীকে উদ্ধার সহ তিন যুবককে গ্রেফতার করলো । পুলিশ সূত্রে জানা যায় রামনগর থানার কাছে একটি হোটেলে হানা দিয়ে দুই নাবালিকা ও এক যুবতীকে উদ্ধার করেছে ও দুই যুবক কে গ্রেফতার করল রামনগর ও মান্দারমনি কোষ্টাল থানার পুলিশ। হোটেলের ব্যবসার আড়ালে ওই হোটেল গুলোতে মধুচক্রের আসর চালানো হচ্ছিল বলে অভিযোগ।
পাশাপাশি শুক্রবার রাতে মান্দারমণি কোষ্টাল থানার পুলিশ যৌথ্য অভিযান চালিয়ে তাজপুরের একটি হোটেলে হানা দিয়ে মধুচক্রে জড়িত থাকার ৩ যুবতিকে উদ্ধারের পাশাপাশি এক যুবককে গ্রেফতার করেছে। শনিবার অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক জামিন নাকচ করে তাঁদের জেল হেপাজতের নির্দেশ দেন। মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক চক্রবর্তী বলেন শুক্রবার রাতে অভিযান চালিয়ে চার যুবতী সহ দুই নাবালিকাকে উদ্ধার করা হয়েছে । তার পাশাপাশি তিন যুবককে গ্রেফতার করা হয়েছে । তিনি আরো বলেন বেআইনি কাজ কর্মের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.