ETV Bharat / state

কুরবান খুনে CID তদন্তে না, পুলিশে আস্থা রাখতে বললেন শুভেন্দু - suvendu rally

কুরবান শাহ-র খুনের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে শনিবার বিকেলে শুভেন্দুর নেতৃত্বে পাঁশকুড়ায় মিছিল করে তৃণমূল । কুরবানের খুনের ঘটনায় CID তদন্তের দাবি জানিয়েছিল তাঁর পরিবার । গতকাল সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, "আমি পুলিশের ওপর আস্থা রাখতে বলব । পুলিশ চেষ্টা করছে ।

কুরবান
author img

By

Published : Oct 14, 2019, 6:05 AM IST

Updated : Oct 14, 2019, 8:06 AM IST

পাঁশকুড়া, 14 অক্টোবর: পাঁশকুড়ার তৃণমূল কংগ্রেস নেতা কুরবান শাহ-র খুনের ঘটনায় পুলিশে আস্থা রাখতে বললেন শুভেন্দু অধিকারী । কুরবান তৃণমূল কংগ্রেসের পাঁশকুড়া ব্লক কার্যকরী সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ছিলেন । নবমীর রাতে মাইশোরাতে দলীয় কার্যালয়ে খুন হন তিনি । খুনের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে শনিবার বিকেলে শুভেন্দুর নেতৃত্বে পাঁশকুড়ায় মিছিল করে তৃণমূল । কুরবানের খুনের ঘটনায় CID তদন্তের দাবি জানিয়েছিল তাঁর পরিবার । গতকাল সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, "আমি পুলিশের ওপর আস্থা রাখতে বলব । পুলিশ চেষ্টা করছে । খুনিরা ভারতবর্ষের যেখানেই থাকুক, পুলিশ চাইলেই তাদের গ্রেপ্তার করতে পারে । "

পরিবারের দাবি রাজনৈতিক কারণেই কুরবান খুন হয়েছেন । কুরবানের বিবি সহ তাঁর পরিবার খুনের ঘটনায় আনিসুর রহমানের দিকে অভিযোগের আঙুল তুলেছে । আনিসুর তৃণমূলের যুব নেতা ছিলেন । বর্তমান তিনি BJP-তে রয়েছেন । আনিসুরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন শুভেন্দুও । আনিসুরকেই মূল আসামি করে পুলিশে খুনের মামলা দায়ের হয়েছে । বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । কিন্তু তদন্তে নেমে পুলিশ প্রথমেই গ্রেপ্তার করেছে পাঁশকুড়া ব্লক তৃণমূল নেতা খালেক খানকে । স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে তৃণমূল নেতৃত্ব । BJP-র তরফে কুরবানের খুনের ঘটনা তৃণমূলের দলীয় কোন্দলের ফল বলে দাবি করা হয়েছিল আগেই । পাশাপাশি প্রকৃত ঘটনা সামনে আনার জন্য আনিসুর নিজেও CBI তদন্তের দাবি জানিয়েছেন ।

kurban killed
শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পাঁশকুড়ায় মিছিল

তাই প্রাথমিকভাবে আনিসুরের দিকে অভিযোগের আঙুল তুললেও শুক্রবার কুরবানের শেষকৃত্যের অনুষ্ঠানে তাঁর বিবি তথা মাইশোরা পঞ্চায়েতের প্রধান সাবানা বিবি বলেন, "কুরবানের ঘনিষ্ঠদের মধ্যে কেউ কেউ খুনের ঘটনায় জড়িত থাকতে পারে ।" তবে কুরবানের পরিবার এখনও বলছে যে, মূল চক্রান্তকারী আনিসুর । গতকাল মিছিলের পর শুভেন্দুও আনিসুরকে ইঙ্গিত করে বলেন,"কান টানলেই মাথা আসবে । খুনের চক্রান্ত যে করেছে তাকে গ্রেপ্তার করলেই সব স্পষ্ট হবে ।"

দেখুন ভিডিয়ো

পুলিশের বিশেষ তদন্তকারী দল রাজ্যের পাশাপাশি ভিনরাজ্যেও খুনিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে । দ্রুত খুনের কিনারা হবে বলে আশ্বাস দিয়েছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ভি সলেমান নেশাকুমার ।

এদিন মিছিলে ছিলেন সৌমেন মহাপাত্র, ফিরোজা বিবি, নন্দ কুমার মিশ্র এবং কুরবান শাহ-র দাদা আফজাল আলি সহ আরও অনেকে ।

পাঁশকুড়া, 14 অক্টোবর: পাঁশকুড়ার তৃণমূল কংগ্রেস নেতা কুরবান শাহ-র খুনের ঘটনায় পুলিশে আস্থা রাখতে বললেন শুভেন্দু অধিকারী । কুরবান তৃণমূল কংগ্রেসের পাঁশকুড়া ব্লক কার্যকরী সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ছিলেন । নবমীর রাতে মাইশোরাতে দলীয় কার্যালয়ে খুন হন তিনি । খুনের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে শনিবার বিকেলে শুভেন্দুর নেতৃত্বে পাঁশকুড়ায় মিছিল করে তৃণমূল । কুরবানের খুনের ঘটনায় CID তদন্তের দাবি জানিয়েছিল তাঁর পরিবার । গতকাল সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, "আমি পুলিশের ওপর আস্থা রাখতে বলব । পুলিশ চেষ্টা করছে । খুনিরা ভারতবর্ষের যেখানেই থাকুক, পুলিশ চাইলেই তাদের গ্রেপ্তার করতে পারে । "

পরিবারের দাবি রাজনৈতিক কারণেই কুরবান খুন হয়েছেন । কুরবানের বিবি সহ তাঁর পরিবার খুনের ঘটনায় আনিসুর রহমানের দিকে অভিযোগের আঙুল তুলেছে । আনিসুর তৃণমূলের যুব নেতা ছিলেন । বর্তমান তিনি BJP-তে রয়েছেন । আনিসুরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন শুভেন্দুও । আনিসুরকেই মূল আসামি করে পুলিশে খুনের মামলা দায়ের হয়েছে । বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । কিন্তু তদন্তে নেমে পুলিশ প্রথমেই গ্রেপ্তার করেছে পাঁশকুড়া ব্লক তৃণমূল নেতা খালেক খানকে । স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে তৃণমূল নেতৃত্ব । BJP-র তরফে কুরবানের খুনের ঘটনা তৃণমূলের দলীয় কোন্দলের ফল বলে দাবি করা হয়েছিল আগেই । পাশাপাশি প্রকৃত ঘটনা সামনে আনার জন্য আনিসুর নিজেও CBI তদন্তের দাবি জানিয়েছেন ।

kurban killed
শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পাঁশকুড়ায় মিছিল

তাই প্রাথমিকভাবে আনিসুরের দিকে অভিযোগের আঙুল তুললেও শুক্রবার কুরবানের শেষকৃত্যের অনুষ্ঠানে তাঁর বিবি তথা মাইশোরা পঞ্চায়েতের প্রধান সাবানা বিবি বলেন, "কুরবানের ঘনিষ্ঠদের মধ্যে কেউ কেউ খুনের ঘটনায় জড়িত থাকতে পারে ।" তবে কুরবানের পরিবার এখনও বলছে যে, মূল চক্রান্তকারী আনিসুর । গতকাল মিছিলের পর শুভেন্দুও আনিসুরকে ইঙ্গিত করে বলেন,"কান টানলেই মাথা আসবে । খুনের চক্রান্ত যে করেছে তাকে গ্রেপ্তার করলেই সব স্পষ্ট হবে ।"

দেখুন ভিডিয়ো

পুলিশের বিশেষ তদন্তকারী দল রাজ্যের পাশাপাশি ভিনরাজ্যেও খুনিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে । দ্রুত খুনের কিনারা হবে বলে আশ্বাস দিয়েছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ভি সলেমান নেশাকুমার ।

এদিন মিছিলে ছিলেন সৌমেন মহাপাত্র, ফিরোজা বিবি, নন্দ কুমার মিশ্র এবং কুরবান শাহ-র দাদা আফজাল আলি সহ আরও অনেকে ।

Intro:পাঁশকুড়া, ১২ অক্টোবর: পাঁশকুড়ার ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কুরবান শাহ খুনের তদন্তে পুলিশে আস্থা রাখার কথা বললেন রাজ্যের পরিবহণ ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী।গত নবমীর রাতে মাইশোরাতে নিজের দলীয় কার্যালয়ে খুন হয়েছিলেন কুরবান।এই নৃশংস খুনের প্রতিবাদে শনিবার বিকেলে মন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পাঁশকুড়ায় বিশাল মিছিল সংগঠিত করে ব্লক তৃণমূল কংগ্রেস।ঘটনায় সিআইডি তদন্তের আবেদন জানিয়েছিলেন নিহত নেতার পরিবারের লোকেরা।শনিবার সেই তদন্ত প্রসঙ্গে বলতে গিয়ে মন্ত্রী বলেন, "আমি পুলিশের ওপর আস্থা রাখতে বলব।পুলিশ চেষ্টা করছে।ভারতবর্ষের যেখানেই থাকুক পুলিশ চাইলেই দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পারে।গ্রেপ্তার হলেই সব সমাধান হয়ে যাবে।"

Body:রাজনৈতিক কারণেই কুরবান খুন হয়েছেন বলে দাবি ছিল তাঁর পরিবারের পাশাপাশি তৃণমূল নেতৃত্বেরও।বিজেপি-র বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছিলেন তাঁরা।কুরবানের স্ত্রী-দাদার মতো প্রাক্তন তৃণমূল যুব নেতা এবং বর্তমান বিজেপি নেতা আনিসুর রহমানের দিকেই সরাসরি খুনের অভিযোগ তুলেছিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারীও।আনিসুরকেই মূল আসামি করে পুলিশে দায়ের হয়েছিল খুনের মামলা।বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিট গঠন করে ঘটনার তদন্তে নেমেছিল পুলিশ।ঘটনাচক্রে প্রথম আসামি হিসেবে পুলিশের হাতে ধরা পড়েছেন পাঁশকুড়া ব্লক তৃণমূলের নেতা খালেক খান।স্বাভাবিকভাবে দলের নেতা খুনে দলের ওপর নেতার নাম জড়িয়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছিলেন তৃণমূল নেতৃত্ব।গোটা ঘটনারই মোড় ঘুরে যায়।বিজেপি-র তরফে ঘটনা তৃণমূলের দলীয় কোন্দলের ফসল বলে দাবি করা হয়েছিল।অভিযোগ অস্বীকার করে ভিডিও বার্তায় ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন বিজেপি নেতা আনিসুর রহমানও।শুক্রবার কুরবানের শেষকৃত্যের অনুষ্ঠানে তাঁর স্ত্রী তথা মাইশোরা পঞ্চায়েতের প্রধান সাবানা বিবি জানিয়েছিলেন, কুরবান ঘনিষ্ঠরাও কেউ কেউ যুক্ত থাকতে পারে এই খুনের ঘটনায়।খালেক খান গ্রেপ্তার হওয়ার পরই এমন দাবি করেছিলেন তিনি।জানিয়েছিলেন, আনিসুরই খুন করেছে তাঁর স্বামীকে।কিন্তু এই খুন পরিকল্পনা করেই করা হয়েছে।আর সেই পরিকল্পনায় যুক্ত তার (কুরবানের) ঘনিষ্ঠ কেউ কেউ।পরিকল্পনা করে খুনের কথা এদিন মিছিল শেষেও শোনলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী।তিনি বলেন,"কান টানলেই মাথা আসবে।কে, কাকে দিয়ে খুন করিয়েছে ?মোটর সাইকেলে চেপে কারা এসেছিল? গুলি-বন্দুকের উৎস্য কী? সুপারি কিলারদের টাকা কোথা থেকে মেটানো হল? দ্বাতা কে? মূল কথা তো পরিকল্পনার।এই খুনের পরিকল্পনা যে করেছে তাকে ধরলেই সব পরিষ্কার হয়ে যাবে।"

Conclusion:ঘটনার তদন্তে গঠিত পুলিশের বিশেষ তদন্তকারীদল রাজ্যের পাশাপাশি ভিনরাজ্যেও খুনিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বলে দাবি করা হয়েছে জেলা পুলিশের তরফে।দ্রুত এই খুনের কিনারা হবে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ভি সলেমান নেশাকুমার।

এদিন মিছিল পাঁশকুড়ার পুরনো বাজার থেকে শুরু হয়ে প্রায় তিন কিলোমিটার ঘুরে শেষ হয় পাঁশকুড়া স্টেশন বাজারে। মিছিলে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের আরেক মন্ত্রী সৌমেন মহাপাত্র, বিধায়ক ফিরোজা বিবি, পাঁশকুড়া পৌরসভার পৌর প্রধান নন্দ কুমার মিশ্র ও নিহত কুরবান শাহর দাদা আফজাল আলি শাহ সহ আরো অনেকে।
Last Updated : Oct 14, 2019, 8:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.