ETV Bharat / state

SP-র নির্দেশে ঝাড়খণ্ডের যুুবকের হাতে খাদ্য সামগ্রী দিল পুলিশ - news on lock down

জেলায় আটকে পড়েছিলেন ট্রেনিংয়ে এসে । সঞ্চয়ের টাকা শেষ হয়ে যায় খাবার জোগান অসম্ভব হয়ে পড়েছিল । অবশেষে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায়ের নির্দেশে আজ ঝাড়খণ্ডের যুবকের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল পুলিশ ।

ছবি
ছবি
author img

By

Published : Mar 30, 2020, 9:40 PM IST

পটাশপুর, 30 মার্চ : পোস্টাল ডিপার্টমেন্টের ট্রেনিংয়ে পূর্ব মেদিনীপুর এসেছিলেন ঝাড়খণ্ডের এক যুবক । লকডাউনে বাড়ি ফিরতে পারেননি । ট্রেনিংও বন্ধ, টাকাও শেষ । জুটছিল না খাবার । আজ অবশেষে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায়ের নির্দেশে তাঁকে খাদ্য সামগ্রী তুলে দিল পুলিশ ।

পোস্টাল ডিপার্টমেন্টের ট্রেনিংয়ে কিছুদিন আগে পূর্ব মেদিনীপুরে এসেছিলেন ঝাড়খণ্ডের বিকাশ নগর থানার বিজ্ঞানেশ্বর দুবে (32) ।

12 দিনের পোস্টাল ডিপার্টমেন্টের ট্রেনিংয়ে প্রথম 6 দিন ছিলেন কাঁথি পৌরসভার ডরমেটরিতে । পরের 6 দিন ট্রেনিং হওয়ার কথা ছিল পটাশপুরের মাংলোমোড়ে । সেইমতো তিনি পটাশপুর থানার মংলোমোড়ে ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন ৷ পরে জানতে পারেন, কোরোনার জন্য চারিদিকে লকডাউন, হবে না ট্রেনিংও । যা টাকা-পয়সা নিয়ে এসেছিলেন, তা শেষ । বাড়িও যেতে পারছেন না । টাকার অভাবে অর্ধাহারে দিন কাটছিল তাঁর । পরে সমস্যার কথা পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায়কে বললেন তিনি সাহায্যের ব্যবস্থা করেন । পুলিশ আজ তাঁঁর হাতে তুলে দেয় প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ।

এবিষয়ে বিজ্ঞানেশ্বর দুবে বলেন, আমি সমস্যায় পড়ে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায়কে সব ঘটনা খুলে বলি । উনি লোকাল থানা থেকে আমার খাওয়া-দাওয়ার যাবতীয় ব্যবস্থা করে দিয়েছেন ।

পটাশপুর থানার OC চন্দ্রকান্ত শাসমল আজ বিজ্ঞানেশ্বরের বাড়িতে গিয়ে ডাল, আলু, বিস্কুট, কেক দিয়ে আসেন । এবিষয় প্রশ্ন করা হলে তিনি বলেন, বড় সাহেব (ইন্দিয়া মুখোপাধ্যায়) প্রথমে আমাকে জানান । আমি খোঁজ নিয়ে দেখতে পাই ঘটনাটি সত্যি । তারপর তাঁর নির্দেশ মতো চাল ,ডাল ,আলু, পিঁয়াজ , বিস্কুট, কেক, সাবান সমস্ত কিছু দিয়ে আসি । পাশাপাশি খোঁজ নিয়ে দেখা হচ্ছে, বাইরে থেকে আসা এখানে আর কেউ আটকে আছেন কি না । তাঁদেরও নিশ্চয়ই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে পটাশপুর থানার পক্ষ থেকে ।

পটাশপুর, 30 মার্চ : পোস্টাল ডিপার্টমেন্টের ট্রেনিংয়ে পূর্ব মেদিনীপুর এসেছিলেন ঝাড়খণ্ডের এক যুবক । লকডাউনে বাড়ি ফিরতে পারেননি । ট্রেনিংও বন্ধ, টাকাও শেষ । জুটছিল না খাবার । আজ অবশেষে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায়ের নির্দেশে তাঁকে খাদ্য সামগ্রী তুলে দিল পুলিশ ।

পোস্টাল ডিপার্টমেন্টের ট্রেনিংয়ে কিছুদিন আগে পূর্ব মেদিনীপুরে এসেছিলেন ঝাড়খণ্ডের বিকাশ নগর থানার বিজ্ঞানেশ্বর দুবে (32) ।

12 দিনের পোস্টাল ডিপার্টমেন্টের ট্রেনিংয়ে প্রথম 6 দিন ছিলেন কাঁথি পৌরসভার ডরমেটরিতে । পরের 6 দিন ট্রেনিং হওয়ার কথা ছিল পটাশপুরের মাংলোমোড়ে । সেইমতো তিনি পটাশপুর থানার মংলোমোড়ে ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন ৷ পরে জানতে পারেন, কোরোনার জন্য চারিদিকে লকডাউন, হবে না ট্রেনিংও । যা টাকা-পয়সা নিয়ে এসেছিলেন, তা শেষ । বাড়িও যেতে পারছেন না । টাকার অভাবে অর্ধাহারে দিন কাটছিল তাঁর । পরে সমস্যার কথা পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায়কে বললেন তিনি সাহায্যের ব্যবস্থা করেন । পুলিশ আজ তাঁঁর হাতে তুলে দেয় প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ।

এবিষয়ে বিজ্ঞানেশ্বর দুবে বলেন, আমি সমস্যায় পড়ে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায়কে সব ঘটনা খুলে বলি । উনি লোকাল থানা থেকে আমার খাওয়া-দাওয়ার যাবতীয় ব্যবস্থা করে দিয়েছেন ।

পটাশপুর থানার OC চন্দ্রকান্ত শাসমল আজ বিজ্ঞানেশ্বরের বাড়িতে গিয়ে ডাল, আলু, বিস্কুট, কেক দিয়ে আসেন । এবিষয় প্রশ্ন করা হলে তিনি বলেন, বড় সাহেব (ইন্দিয়া মুখোপাধ্যায়) প্রথমে আমাকে জানান । আমি খোঁজ নিয়ে দেখতে পাই ঘটনাটি সত্যি । তারপর তাঁর নির্দেশ মতো চাল ,ডাল ,আলু, পিঁয়াজ , বিস্কুট, কেক, সাবান সমস্ত কিছু দিয়ে আসি । পাশাপাশি খোঁজ নিয়ে দেখা হচ্ছে, বাইরে থেকে আসা এখানে আর কেউ আটকে আছেন কি না । তাঁদেরও নিশ্চয়ই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে পটাশপুর থানার পক্ষ থেকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.