ETV Bharat / state

BJP আর তৃণমূলের বিষ একই : বৃন্দা - karat

"তৃণমূলের বদল BJP আর BJP-র বদল তৃণমূল । আমি জিজ্ঞাসা করছি বিষের কোনও বদল হয় কি ? বিষের কোনও ব্র্যান্ড হয় কি ? সেটা BJP ব্র্যান্ডের বিষ হোক বা তৃণমূল ব্র্যান্ডের । আদিবাসীরা তাদের সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য, অধিকার ওদের মধ্যে বাঁচাতে পারবে না ।" জঙ্গলমহলে প্রচারে এসে একথা বললেন বৃন্দা কারাত ।

বৃন্দা কারাত
author img

By

Published : Apr 23, 2019, 7:15 PM IST

Updated : Apr 23, 2019, 7:21 PM IST

বেলপাহাড়ি, 23 এপ্রিল : "তৃণমূলের বদল BJP আর BJP-র বদল তৃণমূল । আমি জিজ্ঞাসা করছি বিষের কোনও বদল হয় কি ? বিষের কোনও ব্র্যান্ড হয় কি ? সেটা BJP ব্র্যান্ডের বিষ হোক বা তৃণমূল ব্র্যান্ডের । আদিবাসীরা তাদের সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য, অধিকার ওদের মধ্যে বাঁচাতে পারবে না ।" জঙ্গলমহলে প্রচারে এসে একথা বললেন বৃন্দা কারাত । আজ বেলপাহাড়িতে বামফ্রন্ট প্রার্থী দেবলিনা হেমব্রমের সমর্থনে প্রচারে এসে আদিবাসীদের সাথে নাচ-গানে মাতলেন তিনি ।

বৃন্দা বলেন, "বাংলায় মমতার নেতৃত্ব । তিনি মুখে অনেক বড় কথা বলেছেন । কাজের সময় দুর্নীতি করেছেন । কেন্দ্রে যেমন মোদি সংবিধানের অধিকার দুর্বল করেছেন তেমনই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন । গত পাঁচ বছরে চ্যালেঞ্জের সাথে বলছি BJP দিল্লিতে বসে আইন-কানুন তৈরি করেছে । এরমধ্যে তিনটি আইনে সরাসরি আদিবাসী মানুষের উপর হামলা হয়েছে । আর অন্য আইন-কানুন বড় বড় পুঁজিপতিদের জন্য হয়েছে । আদিবাসীদের জমি কেড়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার। নিজের প্রচার ও বিজ্ঞাপনের জন্য মোদি সাড়ে চার হাজার কোটি টাকা খরচ করছে । আদিবাসী ছেলে মেয়েদের বছরে দু'হাজার সাতশো কোটি টাকা খরচ করেছে । এই মমতার সরকার মোদির পথে চলছে । মমতার সরকার সবকিছু করতে পারে ।"

বৃন্দা কারাত (শুনুন বক্তব্য)

তিনি আরও বলেন, "বাংলায় এবার লাল ঝান্ডা আসবে । দুর্নীতিগ্রস্ত অফিসারদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ধরনায় বসতে পারেন । আদিবাসীদের জমিতে মোদি যখন হামলা করেছে, সেই সময় একটা চিঠিও লেখেনি । কারণ, মোদি যা করেছে, মমতা তাই করছে । মোদি মানুষকে বিভাজিত করেছে, মমতাও মানুষকে বিভাজিত করেছে । আমাদের অফিস দখল করেছে, আদিবাসীদের হত্যা করেছে । ওদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়েছে । তৃণমূলের আমলে জঙ্গলে বনজ সম্পদের দাম বাড়েনি । আমরা ল্যাম্পসের মাধ্যমে বনজ সম্পদের দাম দিয়েছি । এখন এক হাজার শালপাতা বিক্রি হয় মাত্র 90 টাকা টাকায় । এজন্য কমপক্ষে 150 টাকা পাওয়া দরকার ছিল । আদিবাসীদের জন্য একমাত্র CPI(M) লড়াই করেছে ।"

বেলপাহাড়ি, 23 এপ্রিল : "তৃণমূলের বদল BJP আর BJP-র বদল তৃণমূল । আমি জিজ্ঞাসা করছি বিষের কোনও বদল হয় কি ? বিষের কোনও ব্র্যান্ড হয় কি ? সেটা BJP ব্র্যান্ডের বিষ হোক বা তৃণমূল ব্র্যান্ডের । আদিবাসীরা তাদের সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য, অধিকার ওদের মধ্যে বাঁচাতে পারবে না ।" জঙ্গলমহলে প্রচারে এসে একথা বললেন বৃন্দা কারাত । আজ বেলপাহাড়িতে বামফ্রন্ট প্রার্থী দেবলিনা হেমব্রমের সমর্থনে প্রচারে এসে আদিবাসীদের সাথে নাচ-গানে মাতলেন তিনি ।

বৃন্দা বলেন, "বাংলায় মমতার নেতৃত্ব । তিনি মুখে অনেক বড় কথা বলেছেন । কাজের সময় দুর্নীতি করেছেন । কেন্দ্রে যেমন মোদি সংবিধানের অধিকার দুর্বল করেছেন তেমনই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন । গত পাঁচ বছরে চ্যালেঞ্জের সাথে বলছি BJP দিল্লিতে বসে আইন-কানুন তৈরি করেছে । এরমধ্যে তিনটি আইনে সরাসরি আদিবাসী মানুষের উপর হামলা হয়েছে । আর অন্য আইন-কানুন বড় বড় পুঁজিপতিদের জন্য হয়েছে । আদিবাসীদের জমি কেড়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার। নিজের প্রচার ও বিজ্ঞাপনের জন্য মোদি সাড়ে চার হাজার কোটি টাকা খরচ করছে । আদিবাসী ছেলে মেয়েদের বছরে দু'হাজার সাতশো কোটি টাকা খরচ করেছে । এই মমতার সরকার মোদির পথে চলছে । মমতার সরকার সবকিছু করতে পারে ।"

বৃন্দা কারাত (শুনুন বক্তব্য)

তিনি আরও বলেন, "বাংলায় এবার লাল ঝান্ডা আসবে । দুর্নীতিগ্রস্ত অফিসারদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ধরনায় বসতে পারেন । আদিবাসীদের জমিতে মোদি যখন হামলা করেছে, সেই সময় একটা চিঠিও লেখেনি । কারণ, মোদি যা করেছে, মমতা তাই করছে । মোদি মানুষকে বিভাজিত করেছে, মমতাও মানুষকে বিভাজিত করেছে । আমাদের অফিস দখল করেছে, আদিবাসীদের হত্যা করেছে । ওদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়েছে । তৃণমূলের আমলে জঙ্গলে বনজ সম্পদের দাম বাড়েনি । আমরা ল্যাম্পসের মাধ্যমে বনজ সম্পদের দাম দিয়েছি । এখন এক হাজার শালপাতা বিক্রি হয় মাত্র 90 টাকা টাকায় । এজন্য কমপক্ষে 150 টাকা পাওয়া দরকার ছিল । আদিবাসীদের জন্য একমাত্র CPI(M) লড়াই করেছে ।"

শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা বিক্ষোভ, ঘটনাস্থলে পুলিশ l শালবনির চক তারিণী র বাসিন্দা সেরাজুল শাহ বুকে, পেটে যন্ত্রনার উপসর্গ নিয়ে শালবনী সুপার স্পেশালিটিতে ডাক্তার দেখাতে যায় l ডাক্তার রোগীকে চিকিৎসা করে, ইনজেকশন দেয়, তারপরেই রোগীর মৃত্যু হয় l এই ঘটনায় ভুল চিকিৎসা হয়েছে বলে অভিযোগ করেন সিরাজুল এর স্ত্রী ছবি সাহ l ছবি দেবী জানান আমার স্বামী যখন যন্ত্রণায় ছটফট করে হাসপাতলে যায়, ডাক্তার তাকে না দেখে অন্য রোগী দেখতে থাকে l রোগী অসুস্থ বোধ করলে তাকে মেদিনীপুরে রেফারের কথা বলে ,ততক্ষণে রোগীর মৃত্যু হয় l সেরাজুল এর মেয়ে পূজা শাহের অভিযোগ আমার বাবা পেট ব্যথার উপসর্গ নিয়ে হাসপাতালে যায় l আউটডোরে ডাক্তার দেখায়, ডাক্তারবাবুবাবাকে দেখতে দেখতে অন্য প্রেসেন্ট দেখতে চলে যায় l ডাক্তার বাবু আমাকে ইনজেকশন আনতে পাঠায়, ইঞ্জেকশন দেওয়া হয়, ইনজেকশন দেওয়ার পরেই আমার বাবা মারা যায় ,ডাক্তারের ভুল চিকিৎসার ফলে মৃত্যু হয়েছে আমার বাবার l ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর খবর পেয়ে স্থানীয় লোকজন বিক্ষোভ দেখায় হাসপাতালে l উল্লেখ্য শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল জিন্দাল গোষ্ঠী ও রাজ্য সরকার যৌথভাবে পরিচালিত , যা হাসপাতালের যাবতীয় সুবিধা দেওয়ার জন্য তৈরি হয় l রোগী মৃত্যুর ঘটনায় "জিন্দাল তুমি দূর হটো হাসপাতাল থেকে" এই দাবিতে স্থানীয় মানুষজন হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় l হাসপাতাল চত্বরে উত্তেজনার খবর পেয়ে শালবনী থানা থেকে বিশাল পুলিশবাহিনী হাসপাতলে মোতায়েন করে l সালবনি হাসপাতালে ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিষেক মিদ্দা জানান সকালের দিকে বুকে ব্যথা নিয়ে একজন পেশেন্ট এসেছিলেন, তার চিকিৎসা করা হয়, খোঁজ নিয়ে জেনেছি সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে l পেশেন্টের অবস্থা গুরুতর বুঝেই ডাক্তারবাবু মেদিনীপুর মেডিকেল কলেজে রেফার করে, পাঠানোর জন্য গাড়ির ব্যবস্থা হচ্ছিল সেই সময়ের মধ্যেই মৃত্যু হয় l কিভাবে মৃত্যু হলো, বিভাগীয় তদন্ত হলে পূর্ণাঙ্গ কারণ জানা যাবে l
Last Updated : Apr 23, 2019, 7:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.