ETV Bharat / state

কুরবান খুনে অভিযুক্তদের গ্রেপ্তার করতে পোস্টার পুলিশের - TMC

পাঁশকুড়ায় তৃণমূল নেতা খুনের ঘটনায় দু'মাস পরও অধরা খুনের সাথে জড়িত দুই তৃণমূল কর্মী । এবার অভিযুক্তদের খোঁজে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে মাইসোরা এলাকায় পোস্টার টাঙাল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ । দুর্গাপুজোর নবমীর রাতে নিজের দলীয় কার্যালয়ে খুন হন কুরবান শাহ ৷ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দুষ্কৃতীরা তাঁকে গুলি করে । পাঁশকুড়া ব্লকের কার্যকরী সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ছিলেন তিনি ।

panskura tmc leader murder Case
অভিযুক্তদের পোস্টার
author img

By

Published : Dec 9, 2019, 10:36 PM IST

Updated : Dec 9, 2019, 11:09 PM IST

পাঁশকুড়া, 9 ডিসেম্বর: পাঁশকুড়ায় তৃণমূল নেতা খুনের ঘটনায় দু'মাস পরও অধরা খুনের সাথে জড়িত দুই তৃণমূল কর্মী । অভিযুক্ত দুই স্থানীয় তৃণমূল কর্মী শীতল মান্না ও গোলাম মেহেন্দির (কালু) । এবার অভিযুক্তদের খোঁজে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে মাইসোরা এলাকায় পোস্টার টাঙাল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ।

পাঁশকুড়া ব্লকের কার্যকরী সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ছিলেন কুরবান শাহ । দুর্গাপুজোর নবমীর রাতে নিজের দলীয় কার্যালয়ে খুন হন তিনি ৷ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে গুলি করে দুষ্কৃতীরা । ঘটনাস্থানে মৃত্যু হয় কুরবানের । খুনে জড়িত সন্দেহে 3 নভেম্বর মেচেদা স্টেশন সংলগ্ন এলাকা থেকে স্থানীয় BJP নেতা আনিসুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ । আনিসুর ছাড়াও আরও সাত জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ । ধৃতদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন স্থানীয় তৃণমূল কর্মীও । কিন্তু এখনও পর্যন্ত শীতল ও কালুকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ । তাই তাদের ধরতেই এবার ছবি সহ নাম ঠিকানা দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল পুলিশ ।

দেখুন ভিডিয়ো

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তৃণমূল নেতা কুরবানের সাথে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল শীতল ও কালুর । বিবাদের জেরে কুরবানের লোকজন একাধিকবার দু'জনকেই মারধরও করেছিল । যদিও পরবর্তীকালে সেই সমস্যা মিটে যায় । শীতলের স্ত্রী কাকলি মান্নাকে মাইসোরা গ্রাম পঞ্চায়েত থেকে দলীয় প্রার্থী করা হয় । কিন্তু অতীতের আক্রোশ থেকেই কুরবানকে খুনের ষড়যন্ত্র করে অভিযুক্তরা । খুন করতে সুপারি কিলার ভাড়া করে তারা । খড়গপুর থেকে থেকে তসলিম আরিফ ওরফে রাজাকে শুটার হিসেবে ভাড়া করা হয় । রাজাকে সবার চোখের আড়ালে রাখতে রাজশহর বাজার এলাকার দোকানে দু'দিন ধরে লুকিয়ে রেখেছিল শীতল । সেখানেই কুরবানকে খুনের ব্লু-প্রিন্ট তৈরি করে অভিযুক্তরা । ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশকে এমনই জানিয়েছেন কুরবান খুনের মূল অভিযুক্ত তথা শুটার রাজা । খুনি যে নিজের এলাকারই এবং নিজের দলের তা জানার পর শিউরে উঠছেন কুরবানের পরিবারের সদস্যরা । তাঁদের দাবি, দ্রুত পলাতক দুই অভিযুক্তকে গ্রেপ্তার করুক পুলিশ । অভিযুক্তদের ধরতে পারলেই তৃণমূল নেতা খুনে আর কারা জড়িত রয়েছে তাদের নাম প্রকাশে আসবে বলে মনে করছে কুরবানের পরিবার ।

কুরবানের দাদা তৃণমূল নেতা আবজল আলি শাহ বলেন, "পাঁশকুড়া থানার পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা করলেও এলাকারই ওই দুই অভিযুক্তকে এখনও ধরতে পারেনি । যে কারণে আমরাও খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছি । আমরা যখন বাইরে যাতায়াত করি তখনও আমরা আতঙ্কে থাকি । পুলিশ যত দ্রুত সম্ভব ওদের গ্রেপ্তার করুক । ওদের কাছ থেকে আমাদের এলাকায় আর কারা এই খুনের সাথে জড়িত রয়েছে তা জানা যাবে । সেই সঙ্গে কেনই বা ভাইকে খুন করা হল তাও প্রকাশ্যে আসবে ।"

অন্যদিকে, গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই খুন হয়েছিল তৃণমূল নেতা প্রথম থেকেই দাবি করে এসেছিল BJP। তৃণমূল নেতাদের নামে পুলিশের তরফে পোস্টার টাঙানোকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়েননি BJP-র তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়েক । তিনি বলেন, "প্রথম দিন থেকেই আমি বলেছিলাম দলীয় কোন্দলের ফলেই খুন হয়েছেন কুরবান । কিছু সৎ জেলার পুলিশ আধিকারিকরা একথা সে সময় স্বীকার করে নিয়েছিলেন । শেষ পর্যন্ত তৃণমূল কর্মীদেরই নাম উঠে এল । আজ তাদের নামে পুলিশকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হচ্ছে । আমাদের দাবি আনিসুর রহমানকে অহেতুক জেলে আটকে রাখা আর চলবে না । অবিলম্বে তাকে জেল থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুক পুলিশ আধিকারিকরা ।"

পাঁশকুড়া, 9 ডিসেম্বর: পাঁশকুড়ায় তৃণমূল নেতা খুনের ঘটনায় দু'মাস পরও অধরা খুনের সাথে জড়িত দুই তৃণমূল কর্মী । অভিযুক্ত দুই স্থানীয় তৃণমূল কর্মী শীতল মান্না ও গোলাম মেহেন্দির (কালু) । এবার অভিযুক্তদের খোঁজে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে মাইসোরা এলাকায় পোস্টার টাঙাল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ।

পাঁশকুড়া ব্লকের কার্যকরী সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ছিলেন কুরবান শাহ । দুর্গাপুজোর নবমীর রাতে নিজের দলীয় কার্যালয়ে খুন হন তিনি ৷ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে গুলি করে দুষ্কৃতীরা । ঘটনাস্থানে মৃত্যু হয় কুরবানের । খুনে জড়িত সন্দেহে 3 নভেম্বর মেচেদা স্টেশন সংলগ্ন এলাকা থেকে স্থানীয় BJP নেতা আনিসুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ । আনিসুর ছাড়াও আরও সাত জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ । ধৃতদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন স্থানীয় তৃণমূল কর্মীও । কিন্তু এখনও পর্যন্ত শীতল ও কালুকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ । তাই তাদের ধরতেই এবার ছবি সহ নাম ঠিকানা দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল পুলিশ ।

দেখুন ভিডিয়ো

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তৃণমূল নেতা কুরবানের সাথে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল শীতল ও কালুর । বিবাদের জেরে কুরবানের লোকজন একাধিকবার দু'জনকেই মারধরও করেছিল । যদিও পরবর্তীকালে সেই সমস্যা মিটে যায় । শীতলের স্ত্রী কাকলি মান্নাকে মাইসোরা গ্রাম পঞ্চায়েত থেকে দলীয় প্রার্থী করা হয় । কিন্তু অতীতের আক্রোশ থেকেই কুরবানকে খুনের ষড়যন্ত্র করে অভিযুক্তরা । খুন করতে সুপারি কিলার ভাড়া করে তারা । খড়গপুর থেকে থেকে তসলিম আরিফ ওরফে রাজাকে শুটার হিসেবে ভাড়া করা হয় । রাজাকে সবার চোখের আড়ালে রাখতে রাজশহর বাজার এলাকার দোকানে দু'দিন ধরে লুকিয়ে রেখেছিল শীতল । সেখানেই কুরবানকে খুনের ব্লু-প্রিন্ট তৈরি করে অভিযুক্তরা । ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশকে এমনই জানিয়েছেন কুরবান খুনের মূল অভিযুক্ত তথা শুটার রাজা । খুনি যে নিজের এলাকারই এবং নিজের দলের তা জানার পর শিউরে উঠছেন কুরবানের পরিবারের সদস্যরা । তাঁদের দাবি, দ্রুত পলাতক দুই অভিযুক্তকে গ্রেপ্তার করুক পুলিশ । অভিযুক্তদের ধরতে পারলেই তৃণমূল নেতা খুনে আর কারা জড়িত রয়েছে তাদের নাম প্রকাশে আসবে বলে মনে করছে কুরবানের পরিবার ।

কুরবানের দাদা তৃণমূল নেতা আবজল আলি শাহ বলেন, "পাঁশকুড়া থানার পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা করলেও এলাকারই ওই দুই অভিযুক্তকে এখনও ধরতে পারেনি । যে কারণে আমরাও খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছি । আমরা যখন বাইরে যাতায়াত করি তখনও আমরা আতঙ্কে থাকি । পুলিশ যত দ্রুত সম্ভব ওদের গ্রেপ্তার করুক । ওদের কাছ থেকে আমাদের এলাকায় আর কারা এই খুনের সাথে জড়িত রয়েছে তা জানা যাবে । সেই সঙ্গে কেনই বা ভাইকে খুন করা হল তাও প্রকাশ্যে আসবে ।"

অন্যদিকে, গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই খুন হয়েছিল তৃণমূল নেতা প্রথম থেকেই দাবি করে এসেছিল BJP। তৃণমূল নেতাদের নামে পুলিশের তরফে পোস্টার টাঙানোকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়েননি BJP-র তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়েক । তিনি বলেন, "প্রথম দিন থেকেই আমি বলেছিলাম দলীয় কোন্দলের ফলেই খুন হয়েছেন কুরবান । কিছু সৎ জেলার পুলিশ আধিকারিকরা একথা সে সময় স্বীকার করে নিয়েছিলেন । শেষ পর্যন্ত তৃণমূল কর্মীদেরই নাম উঠে এল । আজ তাদের নামে পুলিশকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হচ্ছে । আমাদের দাবি আনিসুর রহমানকে অহেতুক জেলে আটকে রাখা আর চলবে না । অবিলম্বে তাকে জেল থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুক পুলিশ আধিকারিকরা ।"

Intro:পাঁশকুড়া,৯ ডিসেম্বর: পাঁশকুড়া তৃণমূল নেতা খুনের ঘটনায় দুমাস পরেও অধরা খুনের সাথে জড়িত দুই তৃণমূল কর্মী। মাইসোর এলাকারই অভিযুক্ত দুই তৃণমূল কর্মী শীতল মান্না ও গোলাম মেহেন্দির(কালু) খোঁজে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পোস্টার টাঙালো পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। অপরদিকে অভিযুক্তরা এখনও পুলিশের হাতে অধরা থাকায় আতঙ্কে রয়েছেন নিহত কুরবানের পরিবারের সদস্যরা। প্রসঙ্গত পাঁশকুড়া ব্লকের কার্যকরী সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কুরবান শাহকে ‌ গত নবমীর রাতে নিজের দলীয় কার্যালয় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা।‌ ঘটনায় বিজেপি নেতা আনিসুর রহমানসহ মোট আট জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। কিন্তু পুলিশের নাগালের বাইরে এখনো এই দুই অভিযুক্ত তাই তাদের ধরতেই এবার ছবি সহ নাম ঠিকানা দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলা হল জেলা পুলিশের তরফে।Body:পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তৃণমূল নেতা কুরবানের সাথে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল শীতল ও গোলামের। বিবাদের জেরে কুরবানের লোকজন একাধিকবার দু'জনকেই মারধোরও করেছিল। যদিও পরবর্তীকালে আলোচনার মধ্য দিয়ে সেই সমস্যা মিটে যাওয়া শীতলের স্ত্রী কাকলি মান্নাকে মাইসোর গ্রাম পঞ্চায়েত থেকে দলীয় প্রার্থী করা হয়। কিন্তু অতীতের আক্রোশ থেকেই কুরবান কে খুনের ষড়যন্ত্র করে অভিযুক্ত অধরা দুই তৃণমূল কর্মী। আর যে কারণেই কুরবান কে খুন করার জন্য খড়গপুর থেকে থেকে তসলিম আরিফ ওরফে রাজা কে শুটার হিসেবে ভাড়া করে তারা। পরে শীতল নিজের রাজশহর বাজার এলাকার দোকানে দুদিন ধরে রেখে রাজার সাথে কুরবান কে খুনের পরিকল্পনা করে। ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশকে এমনটাই জানিয়েছেন কুরবান খুনের মূল অভিযুক্ত তথা শুটার রাজা। স্বাভাবিকভাবেই খুনি যে নিজের এলাকারই এবং নিজের দলের তা জানার পর শিঁউরে উঠছেন কুরবানের পরিবারের সদস্যরা। তাদের দাবি দ্রুত এই দুই অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করুক। এদের ধরতে পারলেই এলাকার আর কারা জড়িত রয়েছে কুরবানের খুনের সাথে তাদের নাম ও প্রকাশে আসবে।
Conclusion:এ বিষয়ে মৃত কুরবানের দাদা তৃণমূল নেতা আবজল আলী শাহ জানিয়েছেন, পাঁশকুড়া থানার পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা করলেও এলাকারই দুই অভিযুক্তকে এখনো ধরতে পারেনি। যে কারণে আমরাও খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছি। আমরা যখন বাইরে যাতায়াত করি তখনও আমরা আতঙ্কে থাকি। পুলিশ যত দ্রুত সম্ভব ওদের গ্রেপ্তার করুক। ওদের কাছ থেকে আমাদের এলাকায় আর কারা জড়িত রয়েছে এই খুনের সাথে তা জানা যাবে। সেই সঙ্গে কেনইবা ভাইকে খুন করা হলো তাও প্রকাশ্যে আসবে।

গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই খুন হয়েছিল তৃণমূল নেতা প্রথম থেকেই দাবি করে এসেছিল বিজেপি। তৃণমূল নেতাদের নামে পুলিশের তরফে হুলিয়া জারি হওয়াকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়েক। তিনি জানিয়েছেন, প্রথম দিন থেকেই আমি বলেছিলাম দলীয় কোন্দলের ফলেই খুন হয়েছে কুরবান। কিছু সৎ জেলার পুলিশ আধিকারিকরা একথা সে সময় স্বীকার করে নিয়েছিলেন।শেষ পর্যন্ত তৃণমূল কর্মীদেরই নাম উঠে এলো।আজ তাদের নামে পুলিশকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হচ্ছে । আমাদের দাবি আনিসুর রহমানকে অহেতুক জেলেরা আটকে রাখা আর চলবে না। অবিলম্বে তাকে জেল থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুক পুলিশ আধিকারিকরা।
Last Updated : Dec 9, 2019, 11:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.