ETV Bharat / state

কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের আধিকারিককে মারধরের ঘটনায় গ্রেপ্তার তৃণমূল নেতা - Kolaghat Thermal Power Plant

অভিযোগের ভিত্তিতে গতরাতে তৃণমূল নেতা গৌর মাজিকে গ্রেপ্তার করে পুলিশ । গৌর মাজি শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ৷ তাঁর বিরুদ্ধে কোলাঘাট থানায় সরকারি কাজে বাধা, কর্তব্যরত সরকারি কর্মীকে মারধর, সরকারি সম্পত্তি ভাঙচুরসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে । ধৃতকে আজ তমলুক জেলা আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিন নাকচ করেন ৷ 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ।

tmc leader
গৌড় মাজি
author img

By

Published : Feb 7, 2020, 11:39 PM IST

তমলুক, 7 ফেব্রুয়ারি : কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের আধিকারিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার করা হল তৃণমূল কংগ্রেসের এক নেতাকে । গতকাল গভীর রাতে তমলুক ও কোলাঘাট থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ডিমারি থেকে তাঁকে গ্রেপ্তার করে । আজ তাঁকে তমলুক জেলা আদালতে তোলা হয় ৷ বিচারক 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন ৷

শুক্রবার দুপুরে শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা এবং শান্তিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সেলিম আলিসহ অন্য তৃণমূল কংগ্রেসের নেতারা অস্থায়ী কর্মীদের সঙ্গে মিটিং করার জন্য প্লান্টের ভিতরে ঢোকে । সে সময় নিরাপত্তারক্ষীরা তাঁদের গাড়ি চেক করতে গেলে উভয়পক্ষের মধ্যে বচসা বাধে ৷ বচসা থামানোর জন্য অফিস থেকে ছুটে আসেন প্লান্টের হিউম্যান রিসোর্স বিভাগের ম্যানেজার সিদ্ধার্থ ঘোষ । অভিযোগ, সে সময় তাঁকে বেধড়ক মারধর করেন তৃণমূল নেতারা ।

আরও পড়ুন : কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে তৃণমূল নেতার গাড়ি চেকিং, আধিকারিককে মারধর

এই ঘটনায় গতকালই তাপবিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় ৷ অভিযোগ দায়ের করেন প্লান্টের জেনেরাল ম্যানেজার কৃষ্ণেন্দু চক্রবর্তী । সেই অভিযোগের ভিত্তিতে গতরাতে তৃণমূল নেতা গৌর মাজিকে গ্রেপ্তার করে পুলিশ । গৌর মাজি শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ৷ তাঁর বিরুদ্ধে কোলাঘাট থানায় সরকারি কাজে বাধা, কর্তব্যরত সরকারি কর্মীকে মারধর, সরকারি সম্পত্তি ভাঙচুরসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে । ধৃতকে আজ তমলুক জেলা আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিন নাকচ করেন ৷ 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ।

কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের আধিকারিককে মারধরের ঘটনায় গ্রেপ্তার তৃণমূল নেতার 14 দিনের জেল হেপাজত

এই ঘটনায় গতকালই জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শিশির অধিকারী দিবাকর জানা এবং সেলিম আলিকে দল থেকে শোকজ় ও সাসপেন্ড করেন ৷ এবং এক সপ্তাহের মধ্যে শোকজ়ের উত্তর চেয়ে পাঠান । অপরদিকে প্রশাসন সূত্রে খবর, পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা যে লাইসেন্স প্রাপ্ত বন্দুক ব্যবহার করতেন ইতিমধ্যেই সেই লাইসেন্স বাতিল করেছেন জেলাশাসক । সেইসঙ্গে তমলুক থানায় বন্দুক জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । যদিও ঘটনার পর থেকেই পলাতক দিবাকর জানাসহ তাঁর অন্য সঙ্গীরা ৷ তাঁদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ ।

এই বিষয়ে সরকারি পক্ষের আইনজীবী শফিউল আলি খান বলেন, "কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের সরকারি আধিকারিককে মারধর করার ঘটনায় গৌর মাজিকে গ্রেপ্তার করে আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিন নাকচ করেন ৷ 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন । সেইসঙ্গে বিচারক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সোমবার তমলুক উপ সংশোধনাগারে TI প্যারেড করানোর নির্দেশ দিয়েছেন । "

যদিও আদালতে যাওয়ার পথে গৌর মাজি দাবি করেন, সরকারি আধিকারিককে মারধরের ঘটনার সঙ্গে তিনি জড়িত নন ৷

তমলুক, 7 ফেব্রুয়ারি : কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের আধিকারিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার করা হল তৃণমূল কংগ্রেসের এক নেতাকে । গতকাল গভীর রাতে তমলুক ও কোলাঘাট থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ডিমারি থেকে তাঁকে গ্রেপ্তার করে । আজ তাঁকে তমলুক জেলা আদালতে তোলা হয় ৷ বিচারক 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন ৷

শুক্রবার দুপুরে শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা এবং শান্তিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সেলিম আলিসহ অন্য তৃণমূল কংগ্রেসের নেতারা অস্থায়ী কর্মীদের সঙ্গে মিটিং করার জন্য প্লান্টের ভিতরে ঢোকে । সে সময় নিরাপত্তারক্ষীরা তাঁদের গাড়ি চেক করতে গেলে উভয়পক্ষের মধ্যে বচসা বাধে ৷ বচসা থামানোর জন্য অফিস থেকে ছুটে আসেন প্লান্টের হিউম্যান রিসোর্স বিভাগের ম্যানেজার সিদ্ধার্থ ঘোষ । অভিযোগ, সে সময় তাঁকে বেধড়ক মারধর করেন তৃণমূল নেতারা ।

আরও পড়ুন : কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে তৃণমূল নেতার গাড়ি চেকিং, আধিকারিককে মারধর

এই ঘটনায় গতকালই তাপবিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় ৷ অভিযোগ দায়ের করেন প্লান্টের জেনেরাল ম্যানেজার কৃষ্ণেন্দু চক্রবর্তী । সেই অভিযোগের ভিত্তিতে গতরাতে তৃণমূল নেতা গৌর মাজিকে গ্রেপ্তার করে পুলিশ । গৌর মাজি শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ৷ তাঁর বিরুদ্ধে কোলাঘাট থানায় সরকারি কাজে বাধা, কর্তব্যরত সরকারি কর্মীকে মারধর, সরকারি সম্পত্তি ভাঙচুরসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে । ধৃতকে আজ তমলুক জেলা আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিন নাকচ করেন ৷ 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ।

কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের আধিকারিককে মারধরের ঘটনায় গ্রেপ্তার তৃণমূল নেতার 14 দিনের জেল হেপাজত

এই ঘটনায় গতকালই জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শিশির অধিকারী দিবাকর জানা এবং সেলিম আলিকে দল থেকে শোকজ় ও সাসপেন্ড করেন ৷ এবং এক সপ্তাহের মধ্যে শোকজ়ের উত্তর চেয়ে পাঠান । অপরদিকে প্রশাসন সূত্রে খবর, পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা যে লাইসেন্স প্রাপ্ত বন্দুক ব্যবহার করতেন ইতিমধ্যেই সেই লাইসেন্স বাতিল করেছেন জেলাশাসক । সেইসঙ্গে তমলুক থানায় বন্দুক জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । যদিও ঘটনার পর থেকেই পলাতক দিবাকর জানাসহ তাঁর অন্য সঙ্গীরা ৷ তাঁদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ ।

এই বিষয়ে সরকারি পক্ষের আইনজীবী শফিউল আলি খান বলেন, "কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের সরকারি আধিকারিককে মারধর করার ঘটনায় গৌর মাজিকে গ্রেপ্তার করে আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিন নাকচ করেন ৷ 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন । সেইসঙ্গে বিচারক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সোমবার তমলুক উপ সংশোধনাগারে TI প্যারেড করানোর নির্দেশ দিয়েছেন । "

যদিও আদালতে যাওয়ার পথে গৌর মাজি দাবি করেন, সরকারি আধিকারিককে মারধরের ঘটনার সঙ্গে তিনি জড়িত নন ৷

Intro:তমলুক,৭ ফেব্রুয়ারি: কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের আধিকারিক কে মারধর করার অভিযোগে গ্রেপ্তার করা হলো তৃণমূল কংগ্রেসের এক নেতাকে। গতকাল গভীর রাতে তাকে ডিমারি একটি মেলা থেকে তমলুক ও কোলাঘাট থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। ধৃত তমলুকের শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ গৌর মাজিকে আজ তমলুক জেলা আদালতে তোলা হলে বিচারক তার জেল হেফাজতের নির্দেশ দেন।Body:প্রসঙ্গত, শুক্রবার দুপুর নাগাদ শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা ও শান্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেলিম আলী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা অস্থায়ী কর্মীদের নিয়ে মিটিং করার জন্য প্লান্টের ভেতরে ঢোকেন। সে সময় নিরাপত্তারক্ষীরা তাঁদের গাড়ি চেক করতে এলে তৃণমূল কর্মীরা উত্তেজিত হয়ে মারধর করেন। নিরাপত্তারক্ষী ও তৃণমূল নেতাদের মধ্যে বচসা শুরু হওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে তাপবিদ্যুৎ কেন্দ্রের অফিস চত্বর। উভয়পক্ষকে থামানোর জন্য অফিস থেকে ছুটে আসেন প্লান্টের হিউম্যান রিসোর্স বিভাগের ম্যানেজার সিদ্ধার্থ ঘোষ। অভিযোগ সেসময় ওই সরকারি কর্মীকে বেদম মারধর করে তৃণমূল নেতারা। ঘটনায় গতকালই তাপবিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্ল্যান্টের জানালে ম্যানেজার কৃষ্ণেন্দু চক্রবর্তী। সেই অভিযোগের ভিত্তিতে গতকাল গভীর রাতে তৃণমূল নেতা গৌড় মাজিকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে কোলাঘাট থানায় সরকারি কাজে বাধা, কর্তব্যরত সরকারি কর্মীকে মারধর , সরকারি সম্পত্তি ভাংচুরসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃত তৃণমূল নেতা গৌর মাজি কে আজ তমলুক জেলা আদালতে তোলা হলে বিচারক তার জামিন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনায় গতকালই জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শিশির অধিকারী দিবাকর জানা ও সেলিম আলী কে দল থেকে শোকজ ও সাসপেন্ড করে এক সপ্তাহের মধ্যে শোকজের উত্তর চেয়ে পাঠান। অপরদিকে প্রশাসন সূত্রে খবর পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা যে লাইসেন্স প্রাপ্ত বন্দুক ব্যবহার করতেন ইতিমধ্যেই তার লাইসেন্স ক্যানসেল করেছেন জেলাশাসক। সেই সঙ্গে তমলুক থানায় বন্দুক জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও ঘটনার পর থেকেই পলাতক দিবাকর জানা সহ তার সঙ্গী সাথীরা তাদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।Conclusion:এ বিষয়ে সরকারি পক্ষের আইনজীবী শফিউল আলী খান বলেন, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের সরকারি আধিকারিক কে মারধর করার ঘটনায় গৌর মাজিকে গ্রেপ্তার করে আদালতে তোলা হলে বিচারক তার জামিন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। সেই সঙ্গে বিচারক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সোমবার তমলুক উপ সংশোধনাগারে টিআই প্যারেড করানোর নির্দেশ দিয়েছেন। মামলায় অভিযুক্ত দিবাকর জানা, সেলিম আলী , অসিত চক্রবর্তী সহ অন্যান্যরা পলাতক রয়েছ সে বিষয়ে পুলিশ তদন্ত করছে।

যদিও আদালতে যাওয়ার পথে তৃণমূল নেতা গৌর মাজি সরকারি আধিকারিক কে মারধরের ঘটনার সাথে জড়িত নয় বলে দাবি করে বলেন তিনি নির্দোষ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.