ETV Bharat / state

নিউ ব্যারাকপুরের মা-মেয়েকে পুড়িয়ে মারার ঘটনায় গ্রেপ্তার আরও 1

author img

By

Published : Mar 4, 2020, 4:55 AM IST

আগেই গ্রেপ্তার হয়েছিল মূল অভিযুক্ত । তাকে জিজ্ঞাসাবাদের পর উঠে আসে অনেকের নাম । হলদিয়ার ঝিকুরখালিতে মা ও মেয়েকে পুড়িয়ে মারার ঘটনায় এবার গ্রেপ্তার করা হল আরও একজনকে ।

new barrackpore twin murder
নিউ ব্যারাকপুরের বাসিন্দা মা-মেয়েকো পুড়িয়ে মারার ঘটনায় গ্রেপ্তার আরও একজন

হলদিয়া, 4 মার্চ : হলদিয়ার ঝিকুরখালির হুগলি নদীর পাড়ে নিউ ব্যারাকপুরের বাসিন্দা মা-মেয়ে রমা দে ও রিয়া দে-কে নৃশংসভাবে পুড়িয়ে খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল দুর্গাচক থানার পুলিশ । ধৃতের নাম আমিনুর হোসেন । সে হলদিয়ার দুর্গাচক কলোনি মার্কেট এলাকার বাসিন্দা । সোমবার ভোররাতে পুলিশ তাকে মোবাইলের টাওয়ার লোকেশনের সূত্র ধরে মুম্বই থেকে গ্রেপ্তার করে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্ত আমিনুর হোসেন ওরফে সিন্টু ঢাকা দিয়েছিল । ঘটনার মূল অভিযুক্ত শেখ সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসাবাদেই উঠে আসে আমিনুরের নাম । তারপর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছিল পূর্ব মেদিনীপুর পুলিশের তরফে । এলাকা ছেড়ে গা ঢাকা দেওয়ায় কিছুতেই হাতের নাগালে পাওয়া যাচ্ছিল না তাকে। এরপর মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে জানা যায় আমিনুর ঝাড়খণ্ড এলাকায় রয়েছে । খবর পেয়ে জেলা পুলিশের একটি দল ঝাড়খণ্ডের উদ্দেশে রওনা দিলে সে ফের স্থান বদল করে মুম্বইয়ে পৌঁছায় । এরপর সোমবার ভোররাতে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ এবং জেলা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিমের প্রতিনিধিরা তাকে গ্রেপ্তার করে । ঘটনায় এখনও পর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে । গতকাল অভিযুক্তকে মুম্বইয়ের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের বোরিভলি আদালতে তোলা হলে বিচারক চলতি মাসের সাত তারিখ পর্যন্ত ট্রানজ়িট রিমান্ডের নির্দেশ দেন । এরপরই তদন্তের স্বার্থে তাকে নিয়ে পূর্ব মেদিনীপুর এর উদ্দেশে রওনা দেয় বিশেষ তদন্তকারী দল ।

এই সংক্রান্ত আরও পড়ুন : হলদিয়ায় জোড়া খুনে অভিযুক্ত দলীয় নেতাদের ফাঁসির দাবিতে মিছিল তৃণমূলের, ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা ?

এই বিষয়ে দুর্গাচক থানার OC বিপ্লব হালদার জানিয়েছেন, গত 18 ই ফেব্রুয়ারি কলকাতার বাসিন্দা মা ও মেয়েকে হলদিয়ায় পুড়িয়ে খুনের ঘটনায় জড়িত প্রধান চার অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে । মুম্বই থেকে আমিনুরকে নিয়ে বিমানে করে জেলার উদ্দেশে রওনা দিয়েছে পুলিশ । তদন্ত প্রক্রিয়া প্রায় শেষের পথে । দ্রুততার সঙ্গে আদালতে আমরা চার্জশিট জমা করব ।

এই সংক্রান্ত আরও পড়ুন : হলদিয়ায় জোড়া খুনে ধৃত 2

হলদিয়া, 4 মার্চ : হলদিয়ার ঝিকুরখালির হুগলি নদীর পাড়ে নিউ ব্যারাকপুরের বাসিন্দা মা-মেয়ে রমা দে ও রিয়া দে-কে নৃশংসভাবে পুড়িয়ে খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল দুর্গাচক থানার পুলিশ । ধৃতের নাম আমিনুর হোসেন । সে হলদিয়ার দুর্গাচক কলোনি মার্কেট এলাকার বাসিন্দা । সোমবার ভোররাতে পুলিশ তাকে মোবাইলের টাওয়ার লোকেশনের সূত্র ধরে মুম্বই থেকে গ্রেপ্তার করে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্ত আমিনুর হোসেন ওরফে সিন্টু ঢাকা দিয়েছিল । ঘটনার মূল অভিযুক্ত শেখ সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসাবাদেই উঠে আসে আমিনুরের নাম । তারপর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছিল পূর্ব মেদিনীপুর পুলিশের তরফে । এলাকা ছেড়ে গা ঢাকা দেওয়ায় কিছুতেই হাতের নাগালে পাওয়া যাচ্ছিল না তাকে। এরপর মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে জানা যায় আমিনুর ঝাড়খণ্ড এলাকায় রয়েছে । খবর পেয়ে জেলা পুলিশের একটি দল ঝাড়খণ্ডের উদ্দেশে রওনা দিলে সে ফের স্থান বদল করে মুম্বইয়ে পৌঁছায় । এরপর সোমবার ভোররাতে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ এবং জেলা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিমের প্রতিনিধিরা তাকে গ্রেপ্তার করে । ঘটনায় এখনও পর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে । গতকাল অভিযুক্তকে মুম্বইয়ের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের বোরিভলি আদালতে তোলা হলে বিচারক চলতি মাসের সাত তারিখ পর্যন্ত ট্রানজ়িট রিমান্ডের নির্দেশ দেন । এরপরই তদন্তের স্বার্থে তাকে নিয়ে পূর্ব মেদিনীপুর এর উদ্দেশে রওনা দেয় বিশেষ তদন্তকারী দল ।

এই সংক্রান্ত আরও পড়ুন : হলদিয়ায় জোড়া খুনে অভিযুক্ত দলীয় নেতাদের ফাঁসির দাবিতে মিছিল তৃণমূলের, ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা ?

এই বিষয়ে দুর্গাচক থানার OC বিপ্লব হালদার জানিয়েছেন, গত 18 ই ফেব্রুয়ারি কলকাতার বাসিন্দা মা ও মেয়েকে হলদিয়ায় পুড়িয়ে খুনের ঘটনায় জড়িত প্রধান চার অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে । মুম্বই থেকে আমিনুরকে নিয়ে বিমানে করে জেলার উদ্দেশে রওনা দিয়েছে পুলিশ । তদন্ত প্রক্রিয়া প্রায় শেষের পথে । দ্রুততার সঙ্গে আদালতে আমরা চার্জশিট জমা করব ।

এই সংক্রান্ত আরও পড়ুন : হলদিয়ায় জোড়া খুনে ধৃত 2

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.