পটাশপুর, 15 মার্চ : এলাকা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ হয় BJP ও তৃণমূলের মধ্যে ৷ ঘটনায় জখম হন একজন BJP কর্মী ৷ ঘটনাটি পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার চকগোপালপুর গ্রামের ৷
গতকাল সকাল থেকে এলাকা দখল নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয় দুই দলের মধ্যে । ঘটনায় এলাকার BJP কর্মী শ্রীমন্ত দাসকে তৃণমূলের দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ । শ্রীমন্ত বর্তমানে এগরা সুপার স্পেসিলিটি হাসপাতালে চিকিৎসাধীন । পটাশপুর যুব মোর্চার নেতা অরূপ দাস বলেন, "গতকাল তৃণমূল আশ্রীত দুষ্কৃতীরা লোহার রড, বাঁশ, পাইপ দিয়ে শ্রীমন্তকে মারধর করে । বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে । আমরা অবশ্যই রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে পরবর্তী পদক্ষেপ নেব ।" তিনি আরও বলেন, "আজ যে পরিস্থিতি পটাশপুরে দাঁড়িয়েছে, তৃণমূল বুঝতে পেরেছে তাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে । তাই আমাদের কর্মকর্তাদের উপরে হামলা করছে । এর জন্য আমরা তীব্র নিন্দা ও ধিক্কার জানাই ।"
যদিও BJP-র এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে পটাশপুর 1 নম্বর ব্লকের তৃণমূল নেতা ও পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস মাঝি বলেন, "কয়েক দিন আগে এই এলাকায় দিলীপ ঘোষ সভা করতে এসে উস্কানিমূলক কথাবার্তা বলেন । তারপর থেকেই দফায় দফায় BJP কর্মী-সমর্থক আমাদের দলীয় কর্মী-সমর্থকদের উপর হামলা চালাচ্ছে ।"