ETV Bharat / state

Nandakumar Agitation: পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে সিপিএমের জয়ী সদস্যকে আটক পুলিশের, উত্তেজনা নন্দকুমারে - উত্তেজনা নন্দকুমারে

Unrest in Nandakumar due to CPIM-BJP Agitation: পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের শীতলপুর 10 নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হল সেখানে ৷ সিপিএমের সদস্যকে পুলিশের আটক করে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে গোলমাল হয় ৷ পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ ৷ পালটা পুলিশ লাঠিচার্জ করে বলেও অভিযোগ উঠেছে ৷

Nandakumar Agitation
Nandakumar Agitation
author img

By

Published : Aug 11, 2023, 5:06 PM IST

Updated : Aug 11, 2023, 6:19 PM IST

পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে সিপিএমের জয়ী সদস্যকে আটক পুলিশের, উত্তেজনা নন্দকুমারে

নন্দকুমার, 11 অগস্ট: পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার শীতলপুর 10 নম্বর গ্রাম পঞ্চায়েত ।

শীতলপুর 10 নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা 23টি । তার মধ্যে তৃণমূল পায় 11টি আসন । বিজেপি পায় পাঁচটি আসন । সিপিএম পায় পাঁচটি আসন । নির্দল পায় দু’টি আসন । সিপিএম, নির্দল ও বিজেপি মিলিত হয়ে বোর্ড গঠন করার প্রক্রিয়া শুরু হয়৷ কথা রয়েছিল । সেই মতো প্রধান প্রজেক্ট করা হয়েছিল সিপিএমের তরফ থেকে শেখ জাফ্ফারকে । কিন্তু পঞ্চায়েত বোর্ড গঠনের আগেই পুলিশ সিপিএমের শেখ জাফ্ফারকে পুলিশ আটক করে নিয়ে যায় ।

এর প্রতিবাদে সিপিএম, বিজেপি ও নির্দলের কর্মী-সমর্থকরা পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন । সেই বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ এমনকি বেশ কয়েকটি পুলিশের গাড়ি ও ভাঙচুর করা হয় বলে অভিযোগ । বেশ কয়েকটি মোটরবাইক ও সাইকেল ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে ।

তারপর পুলিশ এলাকায় শান্ত করার চেষ্টা করে । কিন্তু স্থানীয় বাসিন্দারা পুলিশের কথা না শোনায় পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ । তখন ওই এলাকা আরও উত্তপ্ত হয়ে ওঠে ৷ পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধও হয় ৷ পরে পুলিশ আরও চারজনকে আটক করে ৷

এদিকে ওই সিপিএম সদস্যকে কেন আটক করা হয়েছে, তা জানা যায়নি ৷ তবে সিপিএম ও বিজেপির অভিযোগ, তৃণমূলকে বোর্ড গঠনে সাহায্য করতেই পুলিশ এই কাজ করেছে ৷ এই বিষয়ে পুলিশের তরফে কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷

আরও পড়ুন: পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে রণক্ষেত্র খেজুরি, গুলিবিদ্ধ তিনজন

উল্লেখ্য, শীতলপুর 10 নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট আসন 23 হওয়ায় সেখানে বোর্ড গঠনে প্রয়োজনীয় সংখ্যা 12 ৷ যা সিপিএম, বিজেপি ও নির্দলের জোটের কাছে রয়েছে ৷ কিন্তু তৃণমূলের বোর্ড গঠনে প্রয়োজন আরও এক সদস্যের ৷ সেই কারণেই কি একজনকে পুলিশকে দিয়ে আটক করা হয়েছে, প্রশ্ন তুলছে বিরোধীরা ?

পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে সিপিএমের জয়ী সদস্যকে আটক পুলিশের, উত্তেজনা নন্দকুমারে

নন্দকুমার, 11 অগস্ট: পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার শীতলপুর 10 নম্বর গ্রাম পঞ্চায়েত ।

শীতলপুর 10 নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা 23টি । তার মধ্যে তৃণমূল পায় 11টি আসন । বিজেপি পায় পাঁচটি আসন । সিপিএম পায় পাঁচটি আসন । নির্দল পায় দু’টি আসন । সিপিএম, নির্দল ও বিজেপি মিলিত হয়ে বোর্ড গঠন করার প্রক্রিয়া শুরু হয়৷ কথা রয়েছিল । সেই মতো প্রধান প্রজেক্ট করা হয়েছিল সিপিএমের তরফ থেকে শেখ জাফ্ফারকে । কিন্তু পঞ্চায়েত বোর্ড গঠনের আগেই পুলিশ সিপিএমের শেখ জাফ্ফারকে পুলিশ আটক করে নিয়ে যায় ।

এর প্রতিবাদে সিপিএম, বিজেপি ও নির্দলের কর্মী-সমর্থকরা পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন । সেই বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ এমনকি বেশ কয়েকটি পুলিশের গাড়ি ও ভাঙচুর করা হয় বলে অভিযোগ । বেশ কয়েকটি মোটরবাইক ও সাইকেল ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে ।

তারপর পুলিশ এলাকায় শান্ত করার চেষ্টা করে । কিন্তু স্থানীয় বাসিন্দারা পুলিশের কথা না শোনায় পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ । তখন ওই এলাকা আরও উত্তপ্ত হয়ে ওঠে ৷ পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধও হয় ৷ পরে পুলিশ আরও চারজনকে আটক করে ৷

এদিকে ওই সিপিএম সদস্যকে কেন আটক করা হয়েছে, তা জানা যায়নি ৷ তবে সিপিএম ও বিজেপির অভিযোগ, তৃণমূলকে বোর্ড গঠনে সাহায্য করতেই পুলিশ এই কাজ করেছে ৷ এই বিষয়ে পুলিশের তরফে কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷

আরও পড়ুন: পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে রণক্ষেত্র খেজুরি, গুলিবিদ্ধ তিনজন

উল্লেখ্য, শীতলপুর 10 নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট আসন 23 হওয়ায় সেখানে বোর্ড গঠনে প্রয়োজনীয় সংখ্যা 12 ৷ যা সিপিএম, বিজেপি ও নির্দলের জোটের কাছে রয়েছে ৷ কিন্তু তৃণমূলের বোর্ড গঠনে প্রয়োজন আরও এক সদস্যের ৷ সেই কারণেই কি একজনকে পুলিশকে দিয়ে আটক করা হয়েছে, প্রশ্ন তুলছে বিরোধীরা ?

Last Updated : Aug 11, 2023, 6:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.