ETV Bharat / state

বঙ্গসফরের আগের সন্ধ্য়ায় বাংলায় টুইট প্রধানমন্ত্রীর - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

রবিবার হলদিয়ায় আসছেন প্রধানমন্ত্রী৷ তার আগে শনিবার সন্ধ্য়ায় বাংলায় টুইট করে নিজের সফরসূচি জানালেন নরেন্দ্র মোদি৷ সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্পগুলির ছবিও পোস্ট করলেন তিনি৷

west bengal assembly election 2021_modi tweets in bengali before his visit to the poll bound state
বঙ্গসফরের আগের সন্ধ্য়ায় বাংলায় টুইট প্রধানমন্ত্রীর
author img

By

Published : Feb 6, 2021, 7:46 PM IST

কলকাতা, 6 ফেব্রুয়ারি: বঙ্গসফরের আগে বাংলায় টুইট প্রধানমন্ত্রীর৷ আগামীকাল একদিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন নরেন্দ্র মোদি৷ কলাইকুণ্ডা থেকে হলদিয়া শিল্পাঞ্চল এবং মেদিনীপুর হয়ে ফের কলাইকুণ্ডা থেকেই দিল্লি রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর৷ তার আগের সন্ধ্য়ায় নিজের টুইটার হ্য়ান্ডেলে রবিবারের কর্মসূচির বিস্তারিত বিবরণ দিলেন তিনি৷ বাংলায় করা একের পর এক টুইটে জানানো হয়েছে, রবিবার কোথায় কী, কী করবেন তিনি৷

একটি টুইটে প্রধানমন্ত্রী জানিয়েছেন, রবিবার হলদিয়ায় থাকবেন তিনি৷ সেখানে একটি অনুষ্ঠানে জনসাধারণের জন্য একটি টানেল উৎসর্গ করবেন তিনি৷ এছাড়া, ধোবি-দুর্গাপুর প্রাকৃতিক গ্য়াস লাইনটিও জাতির উদ্দেশে উৎসর্গ করার কথা বলেছেন নরেন্দ্র মোদি৷ সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্পগুলির ছবিও পোস্ট করেছেন তিনি৷

  • আগামীকাল সন্ধ্যায়, আমি পশ্চিমবঙ্গের হলদিয়ায় থাকব। সেখানে একটি অনুষ্ঠানে , বিপিসিএল নির্মিত এলপিজি আমদানি টার্মিনালটি জাতির উদ্দেশে উৎসর্গ করবো।একই সঙ্গে প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা প্রকল্পের অন্তর্গত ধোবি - দুর্গাপুর প্রাকৃতিক গ্যাস পাইপলাইন বিভাগ জাতির উদ্দেশে উৎসর্গ করবো। pic.twitter.com/Fkl8E3uGjL

    — Narendra Modi (@narendramodi) February 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: দেশের স্বার্থকে বরাবরই অগ্রাধিকার দিয়েছে ভারতের বিচারব্যবস্থা : মোদি

আরও একটি টুইটে হলদিয়ায় একটি প্রকল্পের শিলান্যাস করার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ ওই টুইটেই তিনি জানান, রানিচকে একটি 4 লেনের উড়ালপুল উদ্বোধন করবেন তিনি৷

  • হলদিয়া পরিশোধনাগারের দ্বিতীয় ক্যাটালিটিক-আইসোডিওয়াকসিং ইউনিটের শিলান্যাস করা হবে।একই সঙ্গে ৪১ নম্বর জাতীয় সড়কে হলদিয়ার রানীচকে রেললাইনের ওপর ৪ লেনের উড়ালপুলটির উদ্বোধন করা হবে। https://t.co/4vUTEbWjeH

    — Narendra Modi (@narendramodi) February 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কলকাতা, 6 ফেব্রুয়ারি: বঙ্গসফরের আগে বাংলায় টুইট প্রধানমন্ত্রীর৷ আগামীকাল একদিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন নরেন্দ্র মোদি৷ কলাইকুণ্ডা থেকে হলদিয়া শিল্পাঞ্চল এবং মেদিনীপুর হয়ে ফের কলাইকুণ্ডা থেকেই দিল্লি রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর৷ তার আগের সন্ধ্য়ায় নিজের টুইটার হ্য়ান্ডেলে রবিবারের কর্মসূচির বিস্তারিত বিবরণ দিলেন তিনি৷ বাংলায় করা একের পর এক টুইটে জানানো হয়েছে, রবিবার কোথায় কী, কী করবেন তিনি৷

একটি টুইটে প্রধানমন্ত্রী জানিয়েছেন, রবিবার হলদিয়ায় থাকবেন তিনি৷ সেখানে একটি অনুষ্ঠানে জনসাধারণের জন্য একটি টানেল উৎসর্গ করবেন তিনি৷ এছাড়া, ধোবি-দুর্গাপুর প্রাকৃতিক গ্য়াস লাইনটিও জাতির উদ্দেশে উৎসর্গ করার কথা বলেছেন নরেন্দ্র মোদি৷ সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্পগুলির ছবিও পোস্ট করেছেন তিনি৷

  • আগামীকাল সন্ধ্যায়, আমি পশ্চিমবঙ্গের হলদিয়ায় থাকব। সেখানে একটি অনুষ্ঠানে , বিপিসিএল নির্মিত এলপিজি আমদানি টার্মিনালটি জাতির উদ্দেশে উৎসর্গ করবো।একই সঙ্গে প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা প্রকল্পের অন্তর্গত ধোবি - দুর্গাপুর প্রাকৃতিক গ্যাস পাইপলাইন বিভাগ জাতির উদ্দেশে উৎসর্গ করবো। pic.twitter.com/Fkl8E3uGjL

    — Narendra Modi (@narendramodi) February 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: দেশের স্বার্থকে বরাবরই অগ্রাধিকার দিয়েছে ভারতের বিচারব্যবস্থা : মোদি

আরও একটি টুইটে হলদিয়ায় একটি প্রকল্পের শিলান্যাস করার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ ওই টুইটেই তিনি জানান, রানিচকে একটি 4 লেনের উড়ালপুল উদ্বোধন করবেন তিনি৷

  • হলদিয়া পরিশোধনাগারের দ্বিতীয় ক্যাটালিটিক-আইসোডিওয়াকসিং ইউনিটের শিলান্যাস করা হবে।একই সঙ্গে ৪১ নম্বর জাতীয় সড়কে হলদিয়ার রানীচকে রেললাইনের ওপর ৪ লেনের উড়ালপুলটির উদ্বোধন করা হবে। https://t.co/4vUTEbWjeH

    — Narendra Modi (@narendramodi) February 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.