কাঁথি, 30 মে : কথিত আছে, পাপ কোনওদিন বাপকেও ছাড়ে না ! বোমা-বন্দুক নিয়ে বিরোধীদের রুখে দেওয়ার উপহার দিয়েছে দল । স্বীকারোক্তি কাঁথি সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি-এর সভাপতি বিকাশ চন্দ্র বেজের (INTTUC Meeting)। অবশেষে বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ নিজের মুখে স্বীকার করলেন শ্রমিক তৃণমূলের জেলা সভাপতি । বললেন, বোমা-বন্দুক নিয়ে বিরোধীদের রুখে দেওয়ার জন্য দল তাঁকে উপহার দিয়েছে । এমন ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ।
রাজ্যে তৃণমূল সরকার আসার পর বিরোধীদের একাধিক বার বলি হতে হয়েছে । সেই নিয়ে পুলিশের কাছেই সুবিচার না পেয়ে সুবিচারের আশায় মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নির্যাতিত নিপীড়িত পরিবারগুলির সদস্যরা । যদিও কোর্ট সেই আবেদনে সাড়া দিয়ে সরেজমিনে খতিয়ে দেখতে কমিটি পাঠিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ।
আরও পড়ুন : মুখ্যমন্ত্রী পৌঁছনোর আগেই দুর্গাপুরে প্রকাশ্যে তৃণমূলের শ্রমিক সংগঠনের দ্বন্দ্ব
পূর্ব মেদিনীপুর জেলায় একাধিক জায়গা নন্দীগ্রাম, খেজুরি, ভগবানপুর, পটাসপুর, ময়না, ভূপতিনগর-সহ আরও অনেক জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে । এবার সেই সব ঘটনার পেছনে ঘাসফুল নেতাদের মদত রয়েছে তা সভা মঞ্চেই মাইক হাতে নিয়ে আইএনটিটিইউসি-র কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি বিকাশ বেজের স্বীকার করে নেন । এক কর্মিসভায় বিকাশ চন্দ্র বেচকে বলতে শোনা যায়, বোমা-বন্ধুক নিয়ে বিরোধীদের রুখে দেওয়ার জন্য । বাহবা জানালেন কাঁথি তিন নম্বর ব্লকের অর্জুননগর অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি বলাই মাইতিকে । সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হতেই বিরোধীরা কটাক্ষ করতে শুরু করেছে ।