ETV Bharat / state

Salim slams Mamata : ‘ভাইপোকে রক্ষা করতেই প্রধানমন্ত্রীর দ্বারস্থ’, মমতাকে কটাক্ষ সেলিমের

author img

By

Published : May 1, 2022, 8:46 AM IST

Updated : May 1, 2022, 9:03 AM IST

কয়লাপাচার কাণ্ডে ভাইপোকে রক্ষা করতেই দিল্লি সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ প্রধানমন্ত্রীর কাছে সেই আর্জিই জানিয়েছেন ৷ বিজ্ঞান ভবনের অনুষ্ঠানে মোদি-মমতা সাক্ষাৎকে এভাবেই কটাক্ষ করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim slams Mamata Banerjee) ৷

Md Salim criticizes Mamata Banerjee
মমতাকে কটাক্ষ সেলিমের

নিমতৌড়ি (পূর্ব মেদিনীপুর), 1 মে : দিল্লি সফরে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিজ্ঞান ভবনে প্রধান বিচারপতিদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছে তাঁকে । সৌজন্য সাক্ষাৎ সেরেছেন যোগী আদিত্যনাথের সঙ্গেও ৷ এরপরেই সিপিআইএমের তরফ থেকে ছুড়ে দেওয়া হল একাধিক কটাক্ষ (Md Salim slams Mamata Banerjee over her meeting with Narendra Modi) ।

তমলুকের নিমতৌড়িতে দলীয় কর্মসূচিতে আসেন সিপিআইএমের নয়া রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় কয়লাপাচার কাণ্ডে ভাইপোকে রক্ষা করতে প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন । অনুব্রত মণ্ডলকে জামিন নিয়ে বলবেন । আর এদিকে সবাইকে রামপুরহাট থেকে ব্যারাকপুরের দিকে ছুটিয়ে দিয়েছেন । কারণ ওখানে সেটেলমেন্ট হয়ে গেছে ।"

মোদি-মমতা সাক্ষাৎকে কটাক্ষ করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

অন্যদিকে, পাটশিল্পের হাল ফেরাতে মমতা-সহ চার রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন অর্জুন সিং ৷ যদিও শনিবার রাতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীষূষ গোয়েলের সঙ্গে দেখা করে সুর খানিক ‘নরম’ করেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ ৷ যা নিয়ে সেলিম বলেন, "জুট, ঝুট এসব হচ্ছে বাহানা । বিজেপি ও তৃণমূলের কাছে এগুলো বাহানামাত্র । আসল কথা হচ্ছে জুট মিল তো বাহানা হ্যায়, একদল সে দুসরে দল মে যানা হ্যায় ।"

আরও পড়ুন : পাটশিল্পের হাল ফেরাতে মমতা-সহ চার রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন অর্জুন

একইসঙ্গে কেন্দ্রকেও কটাক্ষ করেছেন তিনি ৷ সিপিআইএমের রাজ্য সম্পাদক বলেন, "কেন্দ্র আর রাজ্য সরকার মদ আর জ্বালানির উপরেই আয় করছে । একে অপরকে দোষারোপ করছে কিন্তু উৎসাহও দিচ্ছে । সূঁচ বলছে চালুনিকে, আর চালুনি বলছে সূঁচকে ।"

নিমতৌড়ি (পূর্ব মেদিনীপুর), 1 মে : দিল্লি সফরে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিজ্ঞান ভবনে প্রধান বিচারপতিদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছে তাঁকে । সৌজন্য সাক্ষাৎ সেরেছেন যোগী আদিত্যনাথের সঙ্গেও ৷ এরপরেই সিপিআইএমের তরফ থেকে ছুড়ে দেওয়া হল একাধিক কটাক্ষ (Md Salim slams Mamata Banerjee over her meeting with Narendra Modi) ।

তমলুকের নিমতৌড়িতে দলীয় কর্মসূচিতে আসেন সিপিআইএমের নয়া রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় কয়লাপাচার কাণ্ডে ভাইপোকে রক্ষা করতে প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন । অনুব্রত মণ্ডলকে জামিন নিয়ে বলবেন । আর এদিকে সবাইকে রামপুরহাট থেকে ব্যারাকপুরের দিকে ছুটিয়ে দিয়েছেন । কারণ ওখানে সেটেলমেন্ট হয়ে গেছে ।"

মোদি-মমতা সাক্ষাৎকে কটাক্ষ করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

অন্যদিকে, পাটশিল্পের হাল ফেরাতে মমতা-সহ চার রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন অর্জুন সিং ৷ যদিও শনিবার রাতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীষূষ গোয়েলের সঙ্গে দেখা করে সুর খানিক ‘নরম’ করেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ ৷ যা নিয়ে সেলিম বলেন, "জুট, ঝুট এসব হচ্ছে বাহানা । বিজেপি ও তৃণমূলের কাছে এগুলো বাহানামাত্র । আসল কথা হচ্ছে জুট মিল তো বাহানা হ্যায়, একদল সে দুসরে দল মে যানা হ্যায় ।"

আরও পড়ুন : পাটশিল্পের হাল ফেরাতে মমতা-সহ চার রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন অর্জুন

একইসঙ্গে কেন্দ্রকেও কটাক্ষ করেছেন তিনি ৷ সিপিআইএমের রাজ্য সম্পাদক বলেন, "কেন্দ্র আর রাজ্য সরকার মদ আর জ্বালানির উপরেই আয় করছে । একে অপরকে দোষারোপ করছে কিন্তু উৎসাহও দিচ্ছে । সূঁচ বলছে চালুনিকে, আর চালুনি বলছে সূঁচকে ।"

Last Updated : May 1, 2022, 9:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.