ETV Bharat / state

বাঁধ ভেঙে প্লাবিত ইটভাটা, কর্মহীন শ্রমিকরা - নষ্ট হয়েছে লক্ষ লক্ষ টাকার কাঁচা ইট

পূর্ব মেদিনীপুরের হলদিয়ার রূপনারায়ণ নদীর তীরে প্রায় কয়েকশো ইটভাটা ৷ বাঁধ ভেঙে সমুদ্রের জল ঢুকে গিয়েছে ইটভাটাগুলিতে ৷ নষ্ট হয়েছে লক্ষ লক্ষ টাকার কাঁচা ইট, কয়লা । ঘূর্ণিঝড় যশের জেরে কাজ হারাতে হয়েছে কয়েক হাজার শ্রমিককে ৷

বাঁধ ভেঙে প্লাবিত ইটভাটা
বাঁধ ভেঙে প্লাবিত ইটভাটা
author img

By

Published : Jun 6, 2021, 5:19 PM IST

হলদিয়া, 6 জুন : ঘূর্ণিঝড় যশের তাণ্ডবে বেশ অনেক এলাকার নদীবাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক গ্রাম ৷ ব্যাহত হয়েছে জনজীবন ৷ যশের জেরে কাজ হারিয়েছে বহু মানুষ ৷ প্রায় একই রকম ছবি পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার রূপনারায়ণ নদীর তীরবর্তী এলাকার ৷ যশের তাণ্ডবে প্লাবিত ইট ভাটাগুলি । আর তার জেরেই কাজ হারিয়ে দিশাহারা শ্রমিকেরা ৷

পূর্ব মেদিনীপুরের হলদিয়ার রূপনারায়ণ নদীর তীরে প্রায় কয়েকশো ইটভাটা ৷ তাতেই কাজ করে প্রায় কয়েক হাজার শ্রমিক ৷ কিন্তু ঘূর্ণিঝড় যশের জেরে কাজ হারাতে হয়েছে তাঁদের ৷ বাঁধ ভেঙে সমুদ্রের জল ঢুকে গিয়েছে ইটভাটাগুলিতে ৷ নষ্ট হয়েছে লক্ষ লক্ষ টাকার কাঁচা ইট, কয়লা । এমনকি ইটভাটার চুল্লিগুলির মধ্যেও সমুদ্রের জল ঢুকে পড়ে । সেই কারণেই প্রায় কয়েক কোটি টাকার ক্ষতির মুখে ইটভাটার মালিকেরা । ইটভাটার চুল্লিগুলির মধ্যে জল ঢুকে পড়ায় অনির্দিষ্টকালের জন্য ভাটি বন্ধ করতে বাধ্য হয়েছেন ইটভাটার মালিকেরা । এই অবস্থায় ভাটা পুনরায় চালু করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে মালিকদের । মালিকেরা সরকারের কাছে অনুরোধ জানান, সরকার যেন কিছু ব্যবস্থা গ্রহণ করেন ।

বাঁধ ভেঙে প্লাবিত ইটভাটা, কর্মহীন শ্রমিকরা

আরও পড়ুন : কালিম্পংয়ে পানীয় জলের সমস্যা মেটাতে উদ্যোগী বিধায়ক রুদেন সাদা লেপচা

অন্যদিকে ইটভাটা বন্ধ হওয়ায় কাজ হারিয়ে দিশেহারা শ্রমিকরা ৷ লকডাউনের কারণে ভিনরাজ্যে গিয়েও কর্মসংস্থানের সুযোগ নেই ৷ ফলে সংসার চালানো দায় হয়ে পড়েছে ৷ কবে সারাই হবে বাঁধ ৷ কবেই বা ফিরে আসবে ইটভাটার পুরানো শ্রী ৷ আশায় দিন গুনছেন ইটভাটার মালিক থেকে শ্রমিক ৷

হলদিয়া, 6 জুন : ঘূর্ণিঝড় যশের তাণ্ডবে বেশ অনেক এলাকার নদীবাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক গ্রাম ৷ ব্যাহত হয়েছে জনজীবন ৷ যশের জেরে কাজ হারিয়েছে বহু মানুষ ৷ প্রায় একই রকম ছবি পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার রূপনারায়ণ নদীর তীরবর্তী এলাকার ৷ যশের তাণ্ডবে প্লাবিত ইট ভাটাগুলি । আর তার জেরেই কাজ হারিয়ে দিশাহারা শ্রমিকেরা ৷

পূর্ব মেদিনীপুরের হলদিয়ার রূপনারায়ণ নদীর তীরে প্রায় কয়েকশো ইটভাটা ৷ তাতেই কাজ করে প্রায় কয়েক হাজার শ্রমিক ৷ কিন্তু ঘূর্ণিঝড় যশের জেরে কাজ হারাতে হয়েছে তাঁদের ৷ বাঁধ ভেঙে সমুদ্রের জল ঢুকে গিয়েছে ইটভাটাগুলিতে ৷ নষ্ট হয়েছে লক্ষ লক্ষ টাকার কাঁচা ইট, কয়লা । এমনকি ইটভাটার চুল্লিগুলির মধ্যেও সমুদ্রের জল ঢুকে পড়ে । সেই কারণেই প্রায় কয়েক কোটি টাকার ক্ষতির মুখে ইটভাটার মালিকেরা । ইটভাটার চুল্লিগুলির মধ্যে জল ঢুকে পড়ায় অনির্দিষ্টকালের জন্য ভাটি বন্ধ করতে বাধ্য হয়েছেন ইটভাটার মালিকেরা । এই অবস্থায় ভাটা পুনরায় চালু করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে মালিকদের । মালিকেরা সরকারের কাছে অনুরোধ জানান, সরকার যেন কিছু ব্যবস্থা গ্রহণ করেন ।

বাঁধ ভেঙে প্লাবিত ইটভাটা, কর্মহীন শ্রমিকরা

আরও পড়ুন : কালিম্পংয়ে পানীয় জলের সমস্যা মেটাতে উদ্যোগী বিধায়ক রুদেন সাদা লেপচা

অন্যদিকে ইটভাটা বন্ধ হওয়ায় কাজ হারিয়ে দিশেহারা শ্রমিকরা ৷ লকডাউনের কারণে ভিনরাজ্যে গিয়েও কর্মসংস্থানের সুযোগ নেই ৷ ফলে সংসার চালানো দায় হয়ে পড়েছে ৷ কবে সারাই হবে বাঁধ ৷ কবেই বা ফিরে আসবে ইটভাটার পুরানো শ্রী ৷ আশায় দিন গুনছেন ইটভাটার মালিক থেকে শ্রমিক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.