ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ব্যবসায়ীর - কোরোনা সংক্রমণ

ওই ব্যক্তির ছেলে ও স্ত্রী-র নমুনা ইতিমধ্যেই কাঁথি মহকুমা হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । আজ সকালেই কাঁথি পৌরসভা ও দমকল বিভাগের কর্মীরা ওই ব্যক্তির দোকান ও বাড়ি স্যানিটাইজ় করে ।

corona death
corona death
author img

By

Published : Jul 24, 2020, 8:17 PM IST

কাঁথি, 24 জুলাই : বেশ কয়েকদিন ধরেই জ্বর, শ্বাসকষ্ট সর্দি-কাশিতে ভুগছিলেন ওই ব্যবসায়ী । গতকাল কোরোনা হাসপাতলে ভরতি করা হয় । আজ দুপুরে মৃত্যু হয় ওই ব্যক্তির ।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির চৌরঙ্গি মোড়ের এক জ়েরক্সের দোকানের মালিক ওই ব্যক্তি বেশ কিছুদিন ধরেই জ্বর, শ্বাসকষ্টে ভুগছিলেন । কয়েকদিন আগে কাঁথি মহকুমা হাসপাতালে তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । বুধবার সন্ধ্যায় তাঁর রিপোর্টে কোরোনা পজ়িটিভ আসে । এরপর গতকাল ওই ব্যক্তিকে জেলা স্বাস্থ্য দপ্তর বড়মা কোরোনা হাসপাতালে ভরতি করা হয় ।

ওই ব্যক্তির ছেলে ও স্ত্রী-র নমুনা ইতিমধ্যেই কাঁথি মহকুমা হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । আজ সকালেই কাঁথি পৌরসভা ও দমকল বিভাগের কর্মীরা ওই ব্যক্তির দোকান ও বাড়ি স্যানিটাইজ় করে ।

এই বিষয়ে তমলুকের CMOH নিতাই চরণ মণ্ডল বলেন, “জ্বর, শ্বাসকষ্ট, সর্দি-কাশি নিয়ে বাড়িতেই ছিলেন ওই ব্যক্তি । কয়েকদিন আগে কাঁথি মহকুমা হাসপাতালে তাঁর লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । আমার মনে হয়, চিকিৎসা যদি কিছুদিন আগে থেকে শুরু করা যেত, হয়তো উনি বাঁচতেন । তাঁর সংস্পর্শে আসা বাকিদের চিহ্নিত করা হচ্ছে ।”

কাঁথি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দিলীপ মাইতি বলেন, “উনি আমার ওয়ার্ডের বাসিন্দা । যতদূর জানি, ওই ব্যক্তি বাইরে কোথাও যাননি । সকালেই আমরা দাঁড়িয়ে থেকে ওই বাড়ি ও দোকান স্যানিটাইজ় করিয়েছি । দুপুর দেড়টা নাগাদ ওঁর মৃত্যু হয়েছে ।”

কাঁথি, 24 জুলাই : বেশ কয়েকদিন ধরেই জ্বর, শ্বাসকষ্ট সর্দি-কাশিতে ভুগছিলেন ওই ব্যবসায়ী । গতকাল কোরোনা হাসপাতলে ভরতি করা হয় । আজ দুপুরে মৃত্যু হয় ওই ব্যক্তির ।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির চৌরঙ্গি মোড়ের এক জ়েরক্সের দোকানের মালিক ওই ব্যক্তি বেশ কিছুদিন ধরেই জ্বর, শ্বাসকষ্টে ভুগছিলেন । কয়েকদিন আগে কাঁথি মহকুমা হাসপাতালে তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । বুধবার সন্ধ্যায় তাঁর রিপোর্টে কোরোনা পজ়িটিভ আসে । এরপর গতকাল ওই ব্যক্তিকে জেলা স্বাস্থ্য দপ্তর বড়মা কোরোনা হাসপাতালে ভরতি করা হয় ।

ওই ব্যক্তির ছেলে ও স্ত্রী-র নমুনা ইতিমধ্যেই কাঁথি মহকুমা হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । আজ সকালেই কাঁথি পৌরসভা ও দমকল বিভাগের কর্মীরা ওই ব্যক্তির দোকান ও বাড়ি স্যানিটাইজ় করে ।

এই বিষয়ে তমলুকের CMOH নিতাই চরণ মণ্ডল বলেন, “জ্বর, শ্বাসকষ্ট, সর্দি-কাশি নিয়ে বাড়িতেই ছিলেন ওই ব্যক্তি । কয়েকদিন আগে কাঁথি মহকুমা হাসপাতালে তাঁর লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । আমার মনে হয়, চিকিৎসা যদি কিছুদিন আগে থেকে শুরু করা যেত, হয়তো উনি বাঁচতেন । তাঁর সংস্পর্শে আসা বাকিদের চিহ্নিত করা হচ্ছে ।”

কাঁথি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দিলীপ মাইতি বলেন, “উনি আমার ওয়ার্ডের বাসিন্দা । যতদূর জানি, ওই ব্যক্তি বাইরে কোথাও যাননি । সকালেই আমরা দাঁড়িয়ে থেকে ওই বাড়ি ও দোকান স্যানিটাইজ় করিয়েছি । দুপুর দেড়টা নাগাদ ওঁর মৃত্যু হয়েছে ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.