ETV Bharat / state

kolaghat News : পারিবারিক অশান্তির জেরে স্ত্রী-কে খুন করে আত্মঘাতী ব্যক্তি - kolaghat News

পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে মেরে আত্মঘাতী স্বামী ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার খুনের অস্ত্র ৷ জোড়া মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Man Died by Suicide After killing Wife) ৷

Man Died by Suicide After killing his Wife
স্ত্রী কে মেরে আত্মঘাতী স্বামী
author img

By

Published : May 2, 2022, 10:50 PM IST

কোলাঘাট, 2 মে : স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী ৷ মৃতদের নাম শম্পা মান্না ও শংকর মান্না ৷ সোমবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানা এলাকায় ঘটনাটি ঘটে ৷ জোড়া মৃত্যুতে এলাকায় শোকের ছায়া (Man Died by Suicide After killing his Wife) ৷

জানা গিয়েছে, 15 বছর আগে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা শম্পা মান্নার সঙ্গে বিয়ে হয় শংকর মান্নার ৷ বিয়ের পর থেকে শংকর মান্না শ্বশুরবাড়িতেই থাকতেন ৷ তাঁদের একটি 10 বছরের মেয়ে এবং 5 বছরের ছেলে আছে ৷ প্রায় তাঁদের মধ্য অশান্তি লেগে থাকত ৷ সোমবার অশান্তি চরমে পৌঁছলে শংকর প্রথমে ঘরের দরজা বন্ধ করে দেয় ৷ তারপর স্ত্রী শম্পা মান্নার গলার নলি কেটে খুন করে ৷ পরে বিষ খেয়ে এবং মৃত্যু নিশ্চিত করতে নিজের পেটে ছুরি চালিয়ে হাতের শিরা কেটে ফেলেন শংকর মান্না ৷ রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃ্ত্যু হয় ৷

আরও পড়ুন : স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন, আত্মঘাতী স্বামী

এরপর স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন ৷ পুলিশ এসে ঘটনাস্থল থেকে খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ শম্পা মান্না পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি ৷

কোলাঘাট, 2 মে : স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী ৷ মৃতদের নাম শম্পা মান্না ও শংকর মান্না ৷ সোমবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানা এলাকায় ঘটনাটি ঘটে ৷ জোড়া মৃত্যুতে এলাকায় শোকের ছায়া (Man Died by Suicide After killing his Wife) ৷

জানা গিয়েছে, 15 বছর আগে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা শম্পা মান্নার সঙ্গে বিয়ে হয় শংকর মান্নার ৷ বিয়ের পর থেকে শংকর মান্না শ্বশুরবাড়িতেই থাকতেন ৷ তাঁদের একটি 10 বছরের মেয়ে এবং 5 বছরের ছেলে আছে ৷ প্রায় তাঁদের মধ্য অশান্তি লেগে থাকত ৷ সোমবার অশান্তি চরমে পৌঁছলে শংকর প্রথমে ঘরের দরজা বন্ধ করে দেয় ৷ তারপর স্ত্রী শম্পা মান্নার গলার নলি কেটে খুন করে ৷ পরে বিষ খেয়ে এবং মৃত্যু নিশ্চিত করতে নিজের পেটে ছুরি চালিয়ে হাতের শিরা কেটে ফেলেন শংকর মান্না ৷ রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃ্ত্যু হয় ৷

আরও পড়ুন : স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন, আত্মঘাতী স্বামী

এরপর স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন ৷ পুলিশ এসে ঘটনাস্থল থেকে খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ শম্পা মান্না পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.