কান্দি, 27 মে: কান্দির দোহালিয়া বাইপাস এলাকায় এক বাসিন্দাকে মারধরের অভিযোগ উঠল পরিযায়ী শ্রমিকের বিরুদ্ধে । অভিযোগ, ওই ব্যক্তিকে ব্যাপক মারধর করা হয় । গুরুতর জখম অবস্থায় তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে।
আক্রান্ত ব্যক্তির নাম অনুপ কুমার দাস। আজ কেরালা থেকে ডোমকলগামী একটি পরিযায়ী শ্রমিকদের বাস যাচ্ছিল এলাকা দিয়ে। সেই সময় কান্দি দোহালিয়া বাইপাস এলাকার রাস্তাটিতে যানজট তৈরি হয়। যানজটে পরিযায়ী শ্রমিকদের বাসটিও আটকে যায়। এরপরই যানজটে বিরক্ত হয়ে বাস থেকে নেমে পড়েন কয়েকজন । এর মধ্যেই কোনও কারণে স্থানীয় বাইপাস এলাকার বাসিন্দা অনুপ কুমার দাসের সঙ্গে কয়েকজন শ্রমিক বচসায় জড়িয়ে পড়েন । বচসা থেকেই হাতাহাতি শুরু হয় । অভিযোগ, এরপরই অনুপ কুমার দাসকে ব্যাপক মারধর করা হয় ।
কান্দি থানার পুলিশ ঘটনাস্থানে এসে গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভরতি করে। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
এই প্রসঙ্গে কান্দি থানার পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে । কী কারণে স্থানীয় বাসিন্দাকে মারধরের ঘটনা ঘটল তা তদন্তের জন্যই পরিযায়ী শ্রমিকদের বাসটিকে আটক করা হয়েছে।