ETV Bharat / state

Mamata in East Midnapore: পূর্ব মেদিনীপুরে 878.5 কোটি টাকার 95 প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর - পূর্ব মেদিনীপুর সফরে মমতা

পূর্ব মেদিনীপুরে 878 কোটি 50 লক্ষ টাকার 95 প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ এ দিন জেলার পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে (Mamata Banerjee inaugurates Rs 878 crore project) বেশকিছু নির্দেশ দিয়েছেন তিনি (Mamata in East Midnapore)৷

Mamata Banerjee inaugurates Rs 878 crore project in East Midnapore
পূর্ব মেদিনীপুরে 878 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর
author img

By

Published : Sep 14, 2022, 8:12 PM IST

নিমতৌড়ি, 14 সেপ্টেম্বর: পূর্ব মেদিনীপুর সফরে গিয়ে 878 কোটি 50 লক্ষ টাকার 95টি প্রকল্প উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিমতৌড়ি জেলা প্রশাসনিক ভবনে তিনি পুলিশ ও প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন (Mamata in East Midnapore)। কিন্তু সেই বৈঠকে উপস্থিত ছিলেন না জেলা বিজেপির 7 জন বিধায়ক (Mamata Banerjee inaugurates Rs 878 crore project)৷

নায়াচরে প্রকল্প তৈরি করা নিয়ে প্রশাসনের আধিকারিকদের এ দিন নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রত্যেক বিধবা যাতে বিধবা ভাতার আওতায় আসেন, তা নিশ্চিত করার জন্য নির্দেশ দেন জেলা প্রশাসনকে । কাঁথি, শিল্পনগরী হলদিয়া ও সৈকত শহরগুলিতে বিশেষ করে পুজোতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে দিকেও খেয়াল রাখতে বলেন মুখ্যমন্ত্রী ৷ বিশেষ করে দিঘায় বাড়তি নজরদারি রাখতে বলেছেন তিনি ৷

প্রশাসনিক বৈঠক থেকেই এ দিন নবান্ন অভিযান নিয়ে বিজেপিকে একহাত নেন মমতা । তিনি বলেন, "গতকাল নবান্ন অভিযানে অনেক পুলিশ কর্মী আহত হয়েছেন আন্দোলনের নামে । আমিও বহু আন্দোলন করেছি । আন্দোলন করতে কে না করছে ? গতকাল পুলিশ চাইলে গুলি চালাতে পারত, সেটা কোনওদিন কাম্য নয় । বিজেপি আন্দোলনের নামে ব্যাগে বোমা নিয়ে এসেছিল । এমনকী বাইরের রাজ্য থেকে ট্রেনে করে লোকও এনেছিল গুন্ডামি করার জন্য ।"

আরও পড়ুন: বিজেপির 'হিংস্র' কর্মীদের উপর গুলি চালাতে পারত পুলিশ, তবে সরকার সংযম দেখিয়েছে: মমতা

এ দিন বেপরোয়া চালকদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি জেলা প্রশাসনকে তিনি সতর্ক করেছেন ডেঙ্গি নিয়ে ৷ বর্ষার আগেই ডেঙ্গি নিয়ে বাড়তি নজরদারি দেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেন তিনি । জনপ্রতিনিধিদের পুজোর সময় জেলার বাইরে যেতে বারণ করেছেন মুখ্যমন্ত্রী ।

গতকাল রঘুনাথপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তারক জানাকে মারধরের ঘটনায় তাঁর খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কাঁথি পৌরসভা ও সমবায় ব্যাংকগুলিতে বাড়তি নজরদারির জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

নিমতৌড়ি, 14 সেপ্টেম্বর: পূর্ব মেদিনীপুর সফরে গিয়ে 878 কোটি 50 লক্ষ টাকার 95টি প্রকল্প উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিমতৌড়ি জেলা প্রশাসনিক ভবনে তিনি পুলিশ ও প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন (Mamata in East Midnapore)। কিন্তু সেই বৈঠকে উপস্থিত ছিলেন না জেলা বিজেপির 7 জন বিধায়ক (Mamata Banerjee inaugurates Rs 878 crore project)৷

নায়াচরে প্রকল্প তৈরি করা নিয়ে প্রশাসনের আধিকারিকদের এ দিন নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রত্যেক বিধবা যাতে বিধবা ভাতার আওতায় আসেন, তা নিশ্চিত করার জন্য নির্দেশ দেন জেলা প্রশাসনকে । কাঁথি, শিল্পনগরী হলদিয়া ও সৈকত শহরগুলিতে বিশেষ করে পুজোতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে দিকেও খেয়াল রাখতে বলেন মুখ্যমন্ত্রী ৷ বিশেষ করে দিঘায় বাড়তি নজরদারি রাখতে বলেছেন তিনি ৷

প্রশাসনিক বৈঠক থেকেই এ দিন নবান্ন অভিযান নিয়ে বিজেপিকে একহাত নেন মমতা । তিনি বলেন, "গতকাল নবান্ন অভিযানে অনেক পুলিশ কর্মী আহত হয়েছেন আন্দোলনের নামে । আমিও বহু আন্দোলন করেছি । আন্দোলন করতে কে না করছে ? গতকাল পুলিশ চাইলে গুলি চালাতে পারত, সেটা কোনওদিন কাম্য নয় । বিজেপি আন্দোলনের নামে ব্যাগে বোমা নিয়ে এসেছিল । এমনকী বাইরের রাজ্য থেকে ট্রেনে করে লোকও এনেছিল গুন্ডামি করার জন্য ।"

আরও পড়ুন: বিজেপির 'হিংস্র' কর্মীদের উপর গুলি চালাতে পারত পুলিশ, তবে সরকার সংযম দেখিয়েছে: মমতা

এ দিন বেপরোয়া চালকদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি জেলা প্রশাসনকে তিনি সতর্ক করেছেন ডেঙ্গি নিয়ে ৷ বর্ষার আগেই ডেঙ্গি নিয়ে বাড়তি নজরদারি দেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেন তিনি । জনপ্রতিনিধিদের পুজোর সময় জেলার বাইরে যেতে বারণ করেছেন মুখ্যমন্ত্রী ।

গতকাল রঘুনাথপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তারক জানাকে মারধরের ঘটনায় তাঁর খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কাঁথি পৌরসভা ও সমবায় ব্যাংকগুলিতে বাড়তি নজরদারির জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.