কলকাতা, 3 এপ্রিল: রাজ্যের দাবি-দাওয়া নিয়ে গত মাসের শেষেই রেড রোডে দুদিন টানা 31 ঘণ্টা ধরনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যের বিরুদ্ধে বঞ্চনার দাবিতে সেখান থেকে সরব হয়েছিলেন তিনি । সোমবার খেজুরির ঠাকুরনগর হেলিপ্যাড গ্রাউন্ড থেকে 100 দিনের কাজ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা না দেওয়ার জন্য কেন্দ্রকে কড়া আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে এই দাবি তুলে এ দিন মমতা বলেন, এখন জিএসটি একটাই ট্যাক্স । দিল্লি বাংলা থেকে তুলে নিয়ে যায় । শাড়ি কিনতে গেলেও জিএসটির ট্যাক্স নেওয়া হয় । কিন্তু সেই অর্থ বাংলা পায় না । কেন্দ্র সব তুলে নিয়ে যায় । সেখান থেকে রাজ্য যাতে প্রাপ্যটা পেতে পারে সে কথা বলা আছে । তবুও কেন্দ্র সব বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী ।
এরপরই 100 দিনের প্রসঙ্গের অবতারণা করে মমতা বলেন, "পাপিষ্ঠ এরা ৷ এদের অভীষ্ট কোনওদিন সিদ্ধ হবে না । 100 দিনে গরিব মানুষ কাজ করেছে ৷ 17 লক্ষ লোকের টাকা দেয়নি । বেইমান, লুঠেরা, চোর, ডাকাত । যে গরিব লোক রাস্তা তৈরি করে, মাঠের ধান কাটে, বাড়ি তৈরি করে । মেয়েরা মাথায় করে মাটি তোলে, তাদের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার । গ্রামবাংলায় আপনাদের যে বাড়ি করে দিতাম আমরা বাংলার বাড়ি, তার টাকাও বন্ধ করে দিয়েছে । আর রাস্তা করার টাকাও বন্ধ করে দিয়েছে ।"
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে যে বারো হাজার কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে তার টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না । এককভাবে এই অর্থ খরচ করছে রাজ্য সরকার । তাঁর তোপ, "এই টাকাটা আমাদের টাকা, কোনও গদ্দারের টাকা নয় । কন্ট্রাকটররা শুনে রাখুন, এটা রাজ্য সরকারের টাকা ৷ রাজ্য সরকার পেমেন্ট করবে । কেউ কেউ আপনাদের ভুল বোঝানোর চেষ্টা করছে । তাতে পা দেবেন না ।" সোমবার এ ভাবেই সাধারণ মানুষ থেকে শুরু করে কন্ট্রাক্টারদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী ।
এ দিন মুখ্যমন্ত্রী অনেকটা চ্যালেঞ্জের সুরেই বলেন, "দিল্লি আমাকে তোমরা ভাতে মারার চেষ্টা করলেও, আমি তোমাদের সেই সুযোগ দেব না । দরকার হলে পান্তা ভাত খেয়ে থাকব, তাও তোমার কাছে মাথা বিক্রি করব না ।"
মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছেন কেন্দ্রীয় সরকার বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে যে অর্থনৈতিক অবরোধ তৈরি করেছে তা হয়তো আগামী 2024 এর লোকসভা নির্বাচন পর্যন্ত চলবে । তবে ধীরে ধীরে রাজ্য সব ব্যবস্থা করবে বলে জানিয়েছেন তিনি । তাঁর কথায়, "কোথার থেকে কী টাকা এনে দিতে পারি তার জন্য আমরা পরিকল্পনা করছি, চিন্তা করবেন না ।" মুখ্যমন্ত্রী তথ্য পরিসংখ্যান দিয়ে জানান, 100 দিনের কাজের সঙ্গে যুক্ত প্রায় 40 লক্ষ মানুষের কাজের সংস্থান রাজ্য সরকার করেছে । বাকিদের ক্ষেত্রেও করা হবে ।
এ দিন মুখ্যমন্ত্রীর মুখ থেকে একটি তাৎপর্যপূর্ণ বক্তব্য পাওয়া যায় । তিনি বলেন, 100 দিনের কাজ-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বাংলা বছরের পর বছর এক নম্বর হয়েছে । বাংলার বাড়ি এবং রাস্তা তৈরির ক্ষেত্রেও এ রাজ্য ছিল এক নম্বর । আর বাংলারই সব টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র । তাঁর দাবি, "এমনটা করা হয়েছে শুধু আমরা বিজেপি করি না বলে । শুধু বলবে ওরা অডিট দেয়নি । ওরা ঠিকমত প্রকল্প রূপায়ণ করেনি, চুরি করেছে । আর সে কারণেই পশ্চিমবঙ্গকে টাকা দেওয়া হচ্ছে না ।"
এই মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের দিকে চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, "আমি চ্যালেঞ্জ করছি, কোনও কিছুই রাজ্যের কাছে পেন্ডিং নেই । আর কোনও কিছুই রাজ্যের বিরুদ্ধে বলার নেই ।" মমতা বলেন, 107 টা কেন্দ্রীয় দল রাজ্যে এসেছে । তারা ফাইভ স্টার হোটেলে থেকেছে । ভালো-মন্দ খেয়েছে, অশান্তি বাধিয়েছে, বিজেপির ঘরে গিয়ে মিটিং করেছে, বাড়ি ফিরে গিয়েছে । তিনি সাধারণ মানুষকে বলেছেন, "বাংলায় বিজেপি নেতারা এলেই বলবেন, 100 দিনের টাকা দাও ৷ তারপরে বাংলায় আসবে অশান্তি করতে ।"
আরও পড়ুন: সংখ্যালঘুদের রক্ষায় হিন্দুদের কাছে আবেদন মমতার, 6 তারিখ সতর্ক থাকার বার্তা