মারিশদা, 22 অগস্ট: আবারও দুর্ঘটনার কবলে পড়ল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় (Lorry hits the car of Suvendu Adhikari convoy at Purba medinipur)৷ লরির সঙ্গে কনভয়ের একটি গাড়ির সংঘর্ষে আহত দু'জন নিরাপত্তারক্ষী ৷ লরির চালক পালিয়ে গেলেও পুলিশ খালাসিকে আটক করেছে ৷
কলকাতা যাওয়ার সময় সোমবার বিকেলে পূর্ব মেদিনীপুরের দিঘা-নন্দকুমার 116 বি জাতীয় সড়কের মারিশদা থানার বেতালিয়ার কাছে দুর্ঘটনার কবলে পড়ে শুভেন্দু অধিকারীর কনভয় ৷ হলদিয়া থেকে প্লাস্টিক বোঝাই 14 চাকার একটি লরি ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল । এরপর দিঘা নন্দকুমার জাচীয় সড়কের কাছে ওই লরির সংঘর্ষ হয় বিরোধী দলনেতার কনভয়ের শেষ গাড়িটির । যার ফলে ওই গাড়িতে থাকা দু'জন নিরাপত্তারক্ষী আহত হন ৷ এই ঘটনায় সাময়িকভাবে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক ৷ এরপর অন্য একটি গাড়িতে করে শুভেন্দু অধিকারী নিরাপত্তারক্ষীরা রওনা দেন ।
তবে সুস্থ রয়েছেন শুভেন্দু অধিকারী ৷ এই দুর্ঘটনার জেরে একটু বিলম্ব হলেও তারপর তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন । সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে মারিশদা ও কাঁথি থানার পুলিশ ।
যদিও এই বিষয়ে লরির খালাসির বক্তব্য, লরিটি বাঁদিকেই ছিল ৷ কনভয়ের শেষ গাড়িটি ডানদিকের একটি গাড়িতে ধাক্কা মারার পর বাঁদিকে থাকা লরিটিতে ধাক্কা মারে ৷
আরও পড়ুন : মেদিনীপুরের পর কলকাতা, ফের দুর্ঘটনার কবলে শুভেন্দুর কনভয়