ETV Bharat / state

Moyna Murder Protest: ময়না-কাণ্ডের প্রতিবাদে কাঁথিতে পথ অবরোধ, পুলিশের লাঠিচার্জে আহত বিজেপির একাধিক কর্মী - আহত বিজেপি কর্মী

ময়না-কাণ্ডের প্রতিবাদে পটাশপুরে পথ অবরোধ করতে গিয়ে পুলিশের লাঠিচার্জে আহত হলেন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সহ-সভাপতি-সহ একাধিক কর্মী ৷

Moyna Murder Protest ETV bharat
ময়না-কাণ্ডের প্রতিবাদে কাঁথিতে পথ অবরোধ
author img

By

Published : May 3, 2023, 3:03 PM IST

Updated : May 3, 2023, 3:25 PM IST

পুলিশের লাঠিচার্জে আহত বিজেপির একাধিক কর্মী

পটাশপুর, 3 মে: ময়নায় বিজেপি কর্মী খুনের ঘটনার প্রতিবাদে বিজেপির ডাকা পথ অবরোধ কর্মসূচি ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ৷ পুলিশের অনুরোধেও বিজেপি কর্মীরা অবরোধ না তোলায় পুলিশ লাঠিচার্জ করে ৷ এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ ৷

ময়নায় বিজেপির 234 নম্বর বুথের গোড়ামহল এলাকার বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুইয়াঁ (61)-কে 'অপহরণ করে খুনে'র ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ 12 ঘণ্টা ময়না এলাকায় বনধের ডাক দিয়েছিলেন । পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে বুধবার 10টা থেকে 11টা পর্যন্ত এক ঘণ্টা 100টি জায়গায় পথ অবরোধ করার ডাক দিয়েছিলেন তিনি । সেইমতো বুধবার সকাল থেকে ময়না এলাকায় পথ অবরোধ শুরু হলেও সকাল 10টা থেকে 11টা পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে পথ অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা ।

এ দিন পটাশপুর বাজকুল রাজ্য সড়কের টেপর পাড়া মাংলামোড়ে বিজেপির কর্মী সমর্থকরা কাঁথি সাংগঠনিক জেলার সহ-সভাপতি মোহনলাল শিরের নেতৃত্বে পথ অবরোধ শুরু করেন । অভিযোগ, পুলিশ এসে সেই অবরোধ তুলতে বলে । কিন্তু বিজেপি নেতাকর্মীরা জানান, এক ঘণ্টা তাঁদের অবরোধ কর্মসূচি রয়েছে । তাই এক ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করার পরই তাঁরা অবরোধ তুলবেন বলে জানিয়ে দেন বিজেপি কর্মী-সমর্থকরা ৷

কিন্তু পুলিশ তাতে রাজি হয়নি ৷ এরপরই পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বচসা বাঁধে । বাগ-বিতণ্ডা থেকে শুরু হয় হাতাহাতি ৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় ৷

অভিযোগ, বিজেপির কাঁথির সাংগঠনিক জেলার সহ সভাপতি মোহনলাল শির এবং অন্যান্য বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা হয় । পুলিশের লাঠির ঘায়ে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে । তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে । এ ছাড়াও কিছুতেই অবরোধ তুলতে না চাওয়ায় একাধিক বিজেপি কর্মীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ ।

আরও পড়ুন: ময়নার বিজেপি কর্মী খুনের ঘটনায় দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের

পুলিশের লাঠিচার্জে আহত বিজেপির একাধিক কর্মী

পটাশপুর, 3 মে: ময়নায় বিজেপি কর্মী খুনের ঘটনার প্রতিবাদে বিজেপির ডাকা পথ অবরোধ কর্মসূচি ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ৷ পুলিশের অনুরোধেও বিজেপি কর্মীরা অবরোধ না তোলায় পুলিশ লাঠিচার্জ করে ৷ এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ ৷

ময়নায় বিজেপির 234 নম্বর বুথের গোড়ামহল এলাকার বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুইয়াঁ (61)-কে 'অপহরণ করে খুনে'র ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ 12 ঘণ্টা ময়না এলাকায় বনধের ডাক দিয়েছিলেন । পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে বুধবার 10টা থেকে 11টা পর্যন্ত এক ঘণ্টা 100টি জায়গায় পথ অবরোধ করার ডাক দিয়েছিলেন তিনি । সেইমতো বুধবার সকাল থেকে ময়না এলাকায় পথ অবরোধ শুরু হলেও সকাল 10টা থেকে 11টা পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে পথ অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা ।

এ দিন পটাশপুর বাজকুল রাজ্য সড়কের টেপর পাড়া মাংলামোড়ে বিজেপির কর্মী সমর্থকরা কাঁথি সাংগঠনিক জেলার সহ-সভাপতি মোহনলাল শিরের নেতৃত্বে পথ অবরোধ শুরু করেন । অভিযোগ, পুলিশ এসে সেই অবরোধ তুলতে বলে । কিন্তু বিজেপি নেতাকর্মীরা জানান, এক ঘণ্টা তাঁদের অবরোধ কর্মসূচি রয়েছে । তাই এক ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করার পরই তাঁরা অবরোধ তুলবেন বলে জানিয়ে দেন বিজেপি কর্মী-সমর্থকরা ৷

কিন্তু পুলিশ তাতে রাজি হয়নি ৷ এরপরই পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বচসা বাঁধে । বাগ-বিতণ্ডা থেকে শুরু হয় হাতাহাতি ৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় ৷

অভিযোগ, বিজেপির কাঁথির সাংগঠনিক জেলার সহ সভাপতি মোহনলাল শির এবং অন্যান্য বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা হয় । পুলিশের লাঠির ঘায়ে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে । তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে । এ ছাড়াও কিছুতেই অবরোধ তুলতে না চাওয়ায় একাধিক বিজেপি কর্মীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ ।

আরও পড়ুন: ময়নার বিজেপি কর্মী খুনের ঘটনায় দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের

Last Updated : May 3, 2023, 3:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.