ETV Bharat / state

কুরবান শাহ খুনে গ্রেপ্তার স্থানীয় তৃণমূল নেতা

পাঁশকুড়ার তৃণমূল নেতা কুরবান শাহকে খুনের ঘটনায় অন্য এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতের নাম আবদুল খালেক খান । তিনি পাঁশকুড়ার শিমুলহন্ডা এলাকার বাসিন্দা । পাঁশকুড়া থানার পুলিশ আজ তাঁকে তমলুক আদালতে তোলে ।

ছবি
author img

By

Published : Oct 10, 2019, 2:25 PM IST

Updated : Oct 10, 2019, 3:33 PM IST

তমলুক, 10 অক্টোবর : পাঁশকুড়ার তৃণমূল নেতা কুরবান শাহকে খুনের ঘটনায় অন্য এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতের নাম আবদুল খালেক খান । তিনি পাঁশকুড়ার শিমুলহন্ডা এলাকার বাসিন্দা । পাঁশকুড়া থানার পুলিশ আজ তাঁকে তমলুক আদালতে তোলে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, খালেক দীর্ঘদিন ধরেই পাঁশকুড়া ব্লকের তৃণমূল নেতা বলে পরিচিত । তাঁর ছেলে ওসিউর রহমান খান বর্তমানে কেশাপাট গ্রাম পঞ্চায়েতের সদস্য । কেশাপাট গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের সময় প্রধান হতে না পারায় দলের সঙ্গে দূরত্ব বাড়ে তাঁদের । যদিও দল পরিবর্তন করে অন্য কোনও দলে যোগদান করেননি তাঁরা ।

ঘটনাস্থানের ভিডিয়ো

7 অক্টোবর পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কুরবান শাহকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় । অভিযোগ ওঠে BJP আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে খুন করেছে । গতকাল পরিবারের তরফে আনিসুর রহমানসহ পাঁচজনের জনের নামে অভিযোগ করা হয় । ঘটনার দিন রাতেই খালেক ও আরও দু'জনকে আটক করে পাঁশকুড়া থানার পুলিশ । আজ বাকি দু'জনকে ছেড়ে দেওয়া হলেও খালেককে গ্রেপ্তার করে তমলুক জেলা আদালতে পাঠানো হয় । পুলিশ জানিয়েছে, আবদুল খালেক খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির খুন , খুনের ষড়যন্ত্র ও অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে । বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে সঙ্গে ভিনরাজ্যেও । পাঁশকুড়া থানার OC অজয় মিশ্র জানান, ধৃতকে পাঁচদিন পুলিশ হেপাজতে রাখার আবেদন মঞ্জুর করেছেন বিচারক ৷

অন্যদিকে, দলনেতা খুনে দলেরই আর এক নেতার নাম জড়ানোয় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে দলীয় নেতৃত্ব । এই বিষয়ে পাঁশকুড়া ব্লক সভাপতি দীপ্তি কুমার জানার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, " পুলিশ ঘটনার তদন্ত করছে । যাঁকে অভিযুক্ত বলে প্রশাসনের মনে হয়েছে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে । তিনি দলের হতে পারেন বা দলের বাইরে লোক হতে পারেন । আমি কোনও মন্তব্য করব না । প্রশাসনের সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপও করব না ।"

তমলুক, 10 অক্টোবর : পাঁশকুড়ার তৃণমূল নেতা কুরবান শাহকে খুনের ঘটনায় অন্য এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতের নাম আবদুল খালেক খান । তিনি পাঁশকুড়ার শিমুলহন্ডা এলাকার বাসিন্দা । পাঁশকুড়া থানার পুলিশ আজ তাঁকে তমলুক আদালতে তোলে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, খালেক দীর্ঘদিন ধরেই পাঁশকুড়া ব্লকের তৃণমূল নেতা বলে পরিচিত । তাঁর ছেলে ওসিউর রহমান খান বর্তমানে কেশাপাট গ্রাম পঞ্চায়েতের সদস্য । কেশাপাট গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের সময় প্রধান হতে না পারায় দলের সঙ্গে দূরত্ব বাড়ে তাঁদের । যদিও দল পরিবর্তন করে অন্য কোনও দলে যোগদান করেননি তাঁরা ।

ঘটনাস্থানের ভিডিয়ো

7 অক্টোবর পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কুরবান শাহকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় । অভিযোগ ওঠে BJP আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে খুন করেছে । গতকাল পরিবারের তরফে আনিসুর রহমানসহ পাঁচজনের জনের নামে অভিযোগ করা হয় । ঘটনার দিন রাতেই খালেক ও আরও দু'জনকে আটক করে পাঁশকুড়া থানার পুলিশ । আজ বাকি দু'জনকে ছেড়ে দেওয়া হলেও খালেককে গ্রেপ্তার করে তমলুক জেলা আদালতে পাঠানো হয় । পুলিশ জানিয়েছে, আবদুল খালেক খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির খুন , খুনের ষড়যন্ত্র ও অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে । বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে সঙ্গে ভিনরাজ্যেও । পাঁশকুড়া থানার OC অজয় মিশ্র জানান, ধৃতকে পাঁচদিন পুলিশ হেপাজতে রাখার আবেদন মঞ্জুর করেছেন বিচারক ৷

অন্যদিকে, দলনেতা খুনে দলেরই আর এক নেতার নাম জড়ানোয় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে দলীয় নেতৃত্ব । এই বিষয়ে পাঁশকুড়া ব্লক সভাপতি দীপ্তি কুমার জানার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, " পুলিশ ঘটনার তদন্ত করছে । যাঁকে অভিযুক্ত বলে প্রশাসনের মনে হয়েছে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে । তিনি দলের হতে পারেন বা দলের বাইরে লোক হতে পারেন । আমি কোনও মন্তব্য করব না । প্রশাসনের সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপও করব না ।"

Intro:তমলুক,১০ অক্টোবর: পাঁশকুড়ার তৃণমূল নেতা কুরবান শাহ কে খুনের ঘটনায় এক তৃণমূল নেতাকেই গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম খালেক খান। তিনি পাঁশকুড়ার শিমুলহন্ডা এলাকার বাসিন্দা। পাঁশকুড়া থানার পুলিশ যে তোকে আজ তমলুক আদালতে তোলে।Body:স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খালেক দীর্ঘদিন ধরেই পাঁশকুড়া ব্লকের তৃণমূল নেতা বলে পরিচিত। তাঁর ছেলে ওসিউর রহমান খান বর্তমানে কেশাপাট গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য। কেশাপাট গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের সময় প্রধান হতে না পারায় দলের সঙ্গে দূরত্ব বাড়ে তাদের। যদিও দল পরিবর্তন করে অন্য কোন দলে যোগদান করেননি।
প্রসঙ্গত, গত ৭ ই অক্টোবর পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কুরবান শাহ কে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়। অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতিরাই তাকে খুন করেছে। গতকালই পরিবারের তরফে আনিসুর রহমানসহ পাঁচজনের জনের নামে অভিযোগ করা হয়। ঘটনার দিন রাতেই খালেক সহ আরো দুজনকে আটক করে পাঁশকুড়া থানার পুলিশ। আজ বাকি দুজনকে ছেড়ে দেওয়া হলেও খালেককে গ্রেফতার করে তমলুক জেলা আদালতে পাঁশকুড়া থানার পুলিশ। পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির খুন ,খুনের ষড়যন্ত্র ও অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে তথা ভিন্ রাজ্যেও।

দলনেতা খুনে দলেরই আরেক নেতার নাম জড়ানোয় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে দলীয় নেতৃত্বরা। এ বিষয়ে পাঁশকুড়া ব্লক সভাপতি দীপ্তি কুমার জানার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুলিশ ঘটনার তদন্ত করছে। যাকে অভিযুক্ত বলে প্রশাসনের মনে হয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে দলের হতে পারে বা দলের বাইরে লোক হতে পারে। এ বিষয়ে আমি কোন মন্তব্য করব না। প্রশাসনের সিদ্ধান্তে আমি কোনো হস্তক্ষেপ করব না।Conclusion:
এ বিষয়ে পাঁশকুড়া থানার‌ ওসি অজয় মিশ্র জানিয়েছেন, কুরবান শাহ খুনের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে আজ তমলুক আদালতে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে বিচারকের কাছে পাঁচদিনের পুলিশ হেফাজতে আবেদন জানানো হবে।
Last Updated : Oct 10, 2019, 3:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.