ETV Bharat / state

Teacher Died by Suicide: এসএসসি'র ভুয়ো শিক্ষকদের তালিকায় নাম থাকার আশঙ্কা, আত্মঘাতী নন্দীগ্রামের শিক্ষিকা - আত্মঘাতী নন্দীগ্রামের শিক্ষিকা

ভুয়ো শিক্ষকদের তালিকায় নাম রয়েছে, সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভুল তালিকা দেখে আশঙ্কায় ভুগছিলেন টুম্পারানি মণ্ডল নামে এক শিক্ষিকা ৷ রবিবার তিনি আত্মঘাতী হন (lady teacher from Nandigram died by suicide)৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 5, 2022, 9:48 PM IST

কলকাতা, 5 ডিসেম্বর: সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে নবম ও দশম শ্রেণির 183 জন ভুয়ো শিক্ষকের নাম প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি (SSC) ৷ অভিযোগ, এই শিক্ষকেরা অযোগ্য হয়েও ঘুর পথে স্কুলে চাকরি পেয়েছিলেন ৷ এই তালিকাতেই তাঁর নাম রয়েছে এই আশঙ্কায় আত্মঘাতী হলেন এক শিক্ষিকা (lady teacher from Nandigram died by suicide) ৷ মৃতার নাম টুম্পারানি মণ্ডল ৷

যদিও জানা গিয়েছে, এসএসসি প্রকাশিত ভুয়ো শিক্ষকদের তালিকায় ওই শিক্ষিকার নাম ছিল না (SSC Recruitment Scam) ৷ কিন্তু সোসাল মিডিয়ায় এই নিয়ে ভুয়ো তালিকা ছড়িয়েছে, তা দেখেই আশঙ্কায় ভুগছিলেন তিনি (list of SSC fake teachers) ৷ এরজেরেই এই চরম পথ ওই শিক্ষিকা বেছে নিয়েছেন বলে দাবি তাঁর পরিবারের (Teacher Died by Suicide) ৷

আরও পড়ুন: এসএসসি নিয়োগে 21 হাজার পদে দুর্নীতি, আদালতে জানাল সিবিআই

টুম্পারানি মণ্ডল নন্দীগ্রামের দেবীপুর মিলন বিদ্যাপীঠ স্কুলে বাংলার শিক্ষিকা ছিলেন বলে জানা গিয়েছে ৷ 2019 সালে তিনি চাকরি যোগ দেন ৷ মৃতার বাড়ি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার অন্তর্গত বরুন্দা গ্রামে ৷ রবিবার রাতে বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় বলে জানা গিয়েছে ৷

কলকাতা, 5 ডিসেম্বর: সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে নবম ও দশম শ্রেণির 183 জন ভুয়ো শিক্ষকের নাম প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি (SSC) ৷ অভিযোগ, এই শিক্ষকেরা অযোগ্য হয়েও ঘুর পথে স্কুলে চাকরি পেয়েছিলেন ৷ এই তালিকাতেই তাঁর নাম রয়েছে এই আশঙ্কায় আত্মঘাতী হলেন এক শিক্ষিকা (lady teacher from Nandigram died by suicide) ৷ মৃতার নাম টুম্পারানি মণ্ডল ৷

যদিও জানা গিয়েছে, এসএসসি প্রকাশিত ভুয়ো শিক্ষকদের তালিকায় ওই শিক্ষিকার নাম ছিল না (SSC Recruitment Scam) ৷ কিন্তু সোসাল মিডিয়ায় এই নিয়ে ভুয়ো তালিকা ছড়িয়েছে, তা দেখেই আশঙ্কায় ভুগছিলেন তিনি (list of SSC fake teachers) ৷ এরজেরেই এই চরম পথ ওই শিক্ষিকা বেছে নিয়েছেন বলে দাবি তাঁর পরিবারের (Teacher Died by Suicide) ৷

আরও পড়ুন: এসএসসি নিয়োগে 21 হাজার পদে দুর্নীতি, আদালতে জানাল সিবিআই

টুম্পারানি মণ্ডল নন্দীগ্রামের দেবীপুর মিলন বিদ্যাপীঠ স্কুলে বাংলার শিক্ষিকা ছিলেন বলে জানা গিয়েছে ৷ 2019 সালে তিনি চাকরি যোগ দেন ৷ মৃতার বাড়ি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার অন্তর্গত বরুন্দা গ্রামে ৷ রবিবার রাতে বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.