ETV Bharat / state

Mamata in Khejuri: সংখ্যালঘুদের রক্ষায় হিন্দুদের কাছে আবেদন মমতার, 6 তারিখ সতর্ক থাকার বার্তা - খেজুড়িতে মমতা

রামনবমীর মিছিল কেন 5 দিন ধরে হবে, খেজুরির সভা থেকে এই প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি এ দিন সংখ্যালঘুদের রক্ষায় হিন্দু ভাইবোনেদের এগিয়ে আসার আবেদন জানিয়েছেন তিনি ৷

Mamata Banerjee ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Apr 3, 2023, 2:00 PM IST

Updated : Apr 3, 2023, 7:24 PM IST

খেজুড়ি, 3 এপ্রিল: রামনবমীর মিছিল 5 দিন হবে কেন ? এই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ খেজুরিতে পরিষেবা প্রদানের কর্মসূচিতে গিয়ে সংখ্যালঘুদের রক্ষা করার জন্য হিন্দুদের কাছে আবেদন জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি আগামী 6 তারিখ হনুমান জয়ন্তীতে যাতে কোনও অশান্তি না ছড়ায়, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মমতা ৷ আর অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে এ দিন ফের জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

6 তারিখ রাজ্যে বড়সড় কোনও ঘটনা ঘটতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এ দিন খেজুড়ির সভায় 6 তারিখ নিয়ে প্রত্যেক জেলার মানুষকে সতর্ক থাকার ডাক দিয়েছেন তিনি ৷ একইসঙ্গে, তিনি হিন্দু ভাইবোনেদের সংখ্যালঘুদের রক্ষা করার কথা বলেছেন ৷

এ দিন রামনবমী নিয়েও মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর প্রশ্ন, "তোমরা এমনি মিছিল করো আপত্তি নেই ৷ আমি তো কোনও বাধা দিইনি ৷ কিন্তু বন্দুক নিয়ে মিছিল কেন !" রিষড়ায় ফের অশান্তি হয়েছে ৷ এই ধরনের ঘটনা কেন বারবার ঘটছে বলে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী ৷

এ দিন সংখ্যালঘুদের রক্ষার জন্য হিন্দুদের কাছে আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "রমজান মাস চলছে ৷ এই সময়ে হিন্দু ভাইবোনেদের কাছে আবেদন করছি, তাঁরা সংখ্যালঘুদের পাশে দাঁড়ান ৷ তাঁদের রক্ষা করুন ৷ যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে দিকে নজর দিন ৷"

একইসঙ্গে রাজ্য়ে কন্যাশ্রী ও রূপশ্রী পাওয়া সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে বলেছেন তিনি ৷ রাজ্যের সাম্প্রদায়িক পরিবেশ যাতে বজায় থাকে সে দিকে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, যাঁরা অশান্তি করছেন, তাঁরা কোনও ভাবেই ছাড় পাবেন না ৷ তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যাঁরা গাড়ি পুড়িয়েছেন ও সরকারি সম্পত্তি নষ্ট করেছেন, তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: চলছে নাকা চেকিং-মাইকিং, মাজারে পুজো দিয়ে সম্প্রীতির বার্তা; রিষড়ায় শান্তি ফেরাতে উদ্যোগ

খেজুড়ি, 3 এপ্রিল: রামনবমীর মিছিল 5 দিন হবে কেন ? এই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ খেজুরিতে পরিষেবা প্রদানের কর্মসূচিতে গিয়ে সংখ্যালঘুদের রক্ষা করার জন্য হিন্দুদের কাছে আবেদন জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি আগামী 6 তারিখ হনুমান জয়ন্তীতে যাতে কোনও অশান্তি না ছড়ায়, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মমতা ৷ আর অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে এ দিন ফের জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

6 তারিখ রাজ্যে বড়সড় কোনও ঘটনা ঘটতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এ দিন খেজুড়ির সভায় 6 তারিখ নিয়ে প্রত্যেক জেলার মানুষকে সতর্ক থাকার ডাক দিয়েছেন তিনি ৷ একইসঙ্গে, তিনি হিন্দু ভাইবোনেদের সংখ্যালঘুদের রক্ষা করার কথা বলেছেন ৷

এ দিন রামনবমী নিয়েও মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর প্রশ্ন, "তোমরা এমনি মিছিল করো আপত্তি নেই ৷ আমি তো কোনও বাধা দিইনি ৷ কিন্তু বন্দুক নিয়ে মিছিল কেন !" রিষড়ায় ফের অশান্তি হয়েছে ৷ এই ধরনের ঘটনা কেন বারবার ঘটছে বলে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী ৷

এ দিন সংখ্যালঘুদের রক্ষার জন্য হিন্দুদের কাছে আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "রমজান মাস চলছে ৷ এই সময়ে হিন্দু ভাইবোনেদের কাছে আবেদন করছি, তাঁরা সংখ্যালঘুদের পাশে দাঁড়ান ৷ তাঁদের রক্ষা করুন ৷ যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে দিকে নজর দিন ৷"

একইসঙ্গে রাজ্য়ে কন্যাশ্রী ও রূপশ্রী পাওয়া সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে বলেছেন তিনি ৷ রাজ্যের সাম্প্রদায়িক পরিবেশ যাতে বজায় থাকে সে দিকে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, যাঁরা অশান্তি করছেন, তাঁরা কোনও ভাবেই ছাড় পাবেন না ৷ তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যাঁরা গাড়ি পুড়িয়েছেন ও সরকারি সম্পত্তি নষ্ট করেছেন, তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: চলছে নাকা চেকিং-মাইকিং, মাজারে পুজো দিয়ে সম্প্রীতির বার্তা; রিষড়ায় শান্তি ফেরাতে উদ্যোগ

Last Updated : Apr 3, 2023, 7:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.