ETV Bharat / state

Husband Killed Wife: স্ত্রীকে 'খুন' করে পলাতক স্বামী, তদন্তে পুলিশ - Husband Killed Wife

সম্পত্তি নিয়ে ঝগড়ার জেরে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে(Husband Killed Wife)৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার দক্ষিণ সাগারবার গ্রামের বেলডাঙা পাড়ায় ৷

ETV Bharat
স্বামীর হাতে খুন স্ত্রী
author img

By

Published : Nov 22, 2022, 2:28 PM IST

কোলাঘাট, 22 নভেম্বর: কথা কাটাকাটি আর ঝামেলার জেরে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে(Husband Killed Wife in Kolaghat)৷ সোমবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার দক্ষিণ সাগারবার গ্রামের বেলডাঙা পাড়ায় ৷

সোমবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয় । তারপর চরম আকার ধারণ করে ৷ যার জেরে এই ঘটনা ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেখ জামিরুল নামে এক যুবক ভিনদেশে ফার্নিচারের কাজ করেন । দু'তিন বছর অন্তর বাড়িতে ফেরেন । গত কয়েকদিন আগে বাড়িতে ফিরেছিলেন জামিরুল । তারপর হঠাৎ সোমবার রাতে জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া লাগে । রাগের মাথায় জামিরুল পাশে পড়ে থাকা একটি বাঁশ দিয়ে স্ত্রী রোজিনার মাথায় সজোরে আঘাত করলে মাটিতে লুকিয়ে পড়েন রোজিনা । এরপর সুযোগ বুঝে চম্পট দেয় জামিরুল ।

স্থানীয়রা হৈ-হুল্লা শুনে জামিরুলের বাড়িতে এসে দেখেন রোজিনা পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থায় । খবর পেয়েই কোলাঘাট থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ৷ পলাতক জামিরুলের খোঁজে শুরু হয়েছে তল্লাশি ৷ তবে এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি মৃতের পরিবারের তরফে ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জামিরুল এলেই প্রতিনিয়ত জায়গা জমি সংক্রান্ত নিয়ে ঝগড়া লাগত ।

আরও পড়ুন : গৃহবধূকে খুন করে দেহ পোড়ানোর অভিযোগ, গ্রেফতার স্বামী-সহ 3

কোলাঘাট, 22 নভেম্বর: কথা কাটাকাটি আর ঝামেলার জেরে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে(Husband Killed Wife in Kolaghat)৷ সোমবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার দক্ষিণ সাগারবার গ্রামের বেলডাঙা পাড়ায় ৷

সোমবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয় । তারপর চরম আকার ধারণ করে ৷ যার জেরে এই ঘটনা ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেখ জামিরুল নামে এক যুবক ভিনদেশে ফার্নিচারের কাজ করেন । দু'তিন বছর অন্তর বাড়িতে ফেরেন । গত কয়েকদিন আগে বাড়িতে ফিরেছিলেন জামিরুল । তারপর হঠাৎ সোমবার রাতে জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া লাগে । রাগের মাথায় জামিরুল পাশে পড়ে থাকা একটি বাঁশ দিয়ে স্ত্রী রোজিনার মাথায় সজোরে আঘাত করলে মাটিতে লুকিয়ে পড়েন রোজিনা । এরপর সুযোগ বুঝে চম্পট দেয় জামিরুল ।

স্থানীয়রা হৈ-হুল্লা শুনে জামিরুলের বাড়িতে এসে দেখেন রোজিনা পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থায় । খবর পেয়েই কোলাঘাট থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ৷ পলাতক জামিরুলের খোঁজে শুরু হয়েছে তল্লাশি ৷ তবে এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি মৃতের পরিবারের তরফে ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জামিরুল এলেই প্রতিনিয়ত জায়গা জমি সংক্রান্ত নিয়ে ঝগড়া লাগত ।

আরও পড়ুন : গৃহবধূকে খুন করে দেহ পোড়ানোর অভিযোগ, গ্রেফতার স্বামী-সহ 3

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.