ETV Bharat / state

প্রশাসনকে তোয়াক্কা নয়, দিঘা-শংকরপুরে যথেচ্ছ প্লাস্টিকের ব্যবহার ! - পূর্ব মেদিনীপুর

দিন কয়েক আগেই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এবং দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফে সমুদ্র উপকূলবর্তী এলাকায় প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহারের উপর 500 টাকা জরিমানা ধার্য করা হয়েছিল । ফলত প্রথম কয়েকদিন প্লাস্টিকমুক্ত ছিল সমুদ্র শহর ৷ কিন্তু গতকাল রাজ্যের বিভিন্ন প্রান্ত ও প্রতিবেশী রাজ্য ওড়িশা থেকে বহু মানুষ দিঘায় বেড়াতে এসেছিল ৷ তাদের নিষিদ্ধ প্লাস্টিকের সামগ্রী ব্যবহার করতে দেখা গেছে ৷ যার জেরে প্লাস্টিক দূষণের সম্ভবনার আশঙ্কা করছেন পরিবেশবিদদের একাংশ ৷

huge amount of Plastic metarials are used by  people in Digha
বড়দিনে দিঘা-শংকরপুরে চলেছে প্লাস্টিক সামগ্রীর ব্যবহার
author img

By

Published : Dec 26, 2019, 12:40 PM IST

দিঘা, 26 ডিসেম্বর : প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে দিঘা, শংকরপুরের সমুদ্রতটে রমরমিয়ে চলছে প্লাস্টিকের ব্যবহার ৷ গতকাল বড়দিন উপলক্ষে পর্যটকদের ভিড় অন্যদিনের তুলনায় বেশি ছিল ৷ পিকনিক করতে এসেছিলেন অনেকে ৷ তাদের মধ্যে বেশিরভাগ মানুষকে নিষিদ্ধ প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করতে দেখা গেছে ৷

দিন কয়েক আগেই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এবং দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফে সমুদ্র উপকূলবর্তী এলাকায় প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহারের উপর 500 টাকা জরিমানা ধার্য করা হয়েছিল । ফলত প্রথম কয়েকদিন প্লাস্টিকমুক্ত ছিল সমুদ্র শহর ৷ কিন্তু গতকাল রাজ্যের বিভিন্ন প্রান্ত ও প্রতিবেশী রাজ্য ওড়িশা থেকে বহু মানুষ দিঘায় বেড়াতে এসেছিলেন ৷ তাদের নিষিদ্ধ প্লাস্টিকের সামগ্রী ব্যবহার করতে দেখা গেছে ৷ ফলে প্লাস্টিক দূষণের সম্ভবনার আশঙ্কা করছেন পরিবেশবিদদের একাংশ ৷

huge amount of Plastic metarials are used by  people in Digha and Shankarpur
দিঘা-শংকরপুরে রমরমিয়ে চলছে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগের ব্যবহার

এ বিষয়ে পিকনিক করতে আসা এক পর্যটক স্বর্ণময়ী মাইতিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমরা তো জানি না ৷ কী করব ৷ পিছাবনিতে বাজার করেছিলাম সেখানেই দিয়েছে ৷ "

দেখুন ভিডিয়ো...

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস জানান, পর্যটকরা প্লাস্টিক নিয়ে এসেছে ৷ সেগুলি বাজেয়াপ্ত করা হচ্ছে ৷ কিন্তু এত ভিড়ে প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ করাটা কঠিন ৷ তবে নজরদারি চালানো হচ্ছে ৷ লাগাতার কর্মসূচি রয়েছে ৷ দিঘাকে প্লাস্টিকমুক্ত করা হবেই ৷ বলেন, "স্থানীয় দোকনদাররা প্লাস্টিক ক্যারি ব্যবহার করছে না ৷ কিন্তু দোকানে যে সামগ্রীগুলি আসছে সেগুলি প্লাস্টিকের মোড়কে আসছে ৷ সমস্যা সেখানেই হচ্ছে ৷ তবে সচেতনতা অভিযান লাগাতার চালানো হচ্ছে ৷ "

এ বিষয়ে দিঘা থানার OC বাসুকি বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হয় ৷ জানান, আগের বারের তুলনায় কম পরিমাণ পলিব্যাগ ব্যবহার হয়েছে । পুলিশের কড়া নজরদারি ছিল ৷ DSDA-র তরফে অভিযান চালানো হয়েছে ৷ DSDA টিম অনেক প্লাস্টিক বর্জ্য বাজেয়াপ্ত করেছে ৷ কয়েকজনকে জরিমানাও করা হয়েছে ।

দিঘা, 26 ডিসেম্বর : প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে দিঘা, শংকরপুরের সমুদ্রতটে রমরমিয়ে চলছে প্লাস্টিকের ব্যবহার ৷ গতকাল বড়দিন উপলক্ষে পর্যটকদের ভিড় অন্যদিনের তুলনায় বেশি ছিল ৷ পিকনিক করতে এসেছিলেন অনেকে ৷ তাদের মধ্যে বেশিরভাগ মানুষকে নিষিদ্ধ প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করতে দেখা গেছে ৷

দিন কয়েক আগেই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এবং দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফে সমুদ্র উপকূলবর্তী এলাকায় প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহারের উপর 500 টাকা জরিমানা ধার্য করা হয়েছিল । ফলত প্রথম কয়েকদিন প্লাস্টিকমুক্ত ছিল সমুদ্র শহর ৷ কিন্তু গতকাল রাজ্যের বিভিন্ন প্রান্ত ও প্রতিবেশী রাজ্য ওড়িশা থেকে বহু মানুষ দিঘায় বেড়াতে এসেছিলেন ৷ তাদের নিষিদ্ধ প্লাস্টিকের সামগ্রী ব্যবহার করতে দেখা গেছে ৷ ফলে প্লাস্টিক দূষণের সম্ভবনার আশঙ্কা করছেন পরিবেশবিদদের একাংশ ৷

huge amount of Plastic metarials are used by  people in Digha and Shankarpur
দিঘা-শংকরপুরে রমরমিয়ে চলছে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগের ব্যবহার

এ বিষয়ে পিকনিক করতে আসা এক পর্যটক স্বর্ণময়ী মাইতিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমরা তো জানি না ৷ কী করব ৷ পিছাবনিতে বাজার করেছিলাম সেখানেই দিয়েছে ৷ "

দেখুন ভিডিয়ো...

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস জানান, পর্যটকরা প্লাস্টিক নিয়ে এসেছে ৷ সেগুলি বাজেয়াপ্ত করা হচ্ছে ৷ কিন্তু এত ভিড়ে প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ করাটা কঠিন ৷ তবে নজরদারি চালানো হচ্ছে ৷ লাগাতার কর্মসূচি রয়েছে ৷ দিঘাকে প্লাস্টিকমুক্ত করা হবেই ৷ বলেন, "স্থানীয় দোকনদাররা প্লাস্টিক ক্যারি ব্যবহার করছে না ৷ কিন্তু দোকানে যে সামগ্রীগুলি আসছে সেগুলি প্লাস্টিকের মোড়কে আসছে ৷ সমস্যা সেখানেই হচ্ছে ৷ তবে সচেতনতা অভিযান লাগাতার চালানো হচ্ছে ৷ "

এ বিষয়ে দিঘা থানার OC বাসুকি বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হয় ৷ জানান, আগের বারের তুলনায় কম পরিমাণ পলিব্যাগ ব্যবহার হয়েছে । পুলিশের কড়া নজরদারি ছিল ৷ DSDA-র তরফে অভিযান চালানো হয়েছে ৷ DSDA টিম অনেক প্লাস্টিক বর্জ্য বাজেয়াপ্ত করেছে ৷ কয়েকজনকে জরিমানাও করা হয়েছে ।

Intro:প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে রমরমা ব্যবহার হচ্ছে পলিব্যাগ সমুদ্র সৈকতে ।


পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফ থেকে এবং দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ এর তরফ থেকে কয়েক দিন আগে দীঘা সমুদ্র তীরবর্তী এলাকায় প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার করলে 500 টাকা জরিমানা ধার্য করা হয়েছিল । এরপরে কিছুদিন প্লাস্টিক মুক্ত ছিল দীঘা । কিন্তু আজ সকাল থেকে পাসের রাজ্য ওড়িশা ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল পরিমাণ পর্যটক এসে ভিড় জমিয়েছে দীঘায় । কিন্তু পর্যটকরা প্লাস্টিকের ক্যারি ব্যাগ বিপুল পরিমাণে ব্যবহার করছেন । যার ফলে প্লাস্টিকের মাধ্যমে দূষণের সম্ভাবনা রয়েছে দীঘা সমুদ্র তীরবর্তী এলাকায় ।
পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস জানান তাদের তরফ থেকে পর্যটকদের প্লাস্টিক যাতে ব্যবহার না করে সেই বিষয়ে নজর দারি চালানো হচ্ছে । এবং সতর্ক করা হয়েছে । এ বিষয়ে এক পর্যটক সর্নময় মাইতি বলেন পলিথিন দীঘাতে নিষেধ আছে এ ব্যপারে আমার জানা নেই ।

বাইট 1a দেবব্রত দাস, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ।
বাইট 1b সর্নময় মাইতি, পর্যটক ।Body:প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে রমরমা ব্যবহার হচ্ছে পলিব্যাগ সমুদ্র সৈকতে ।


পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফ থেকে এবং দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ এর তরফ থেকে কয়েক দিন আগে দীঘা সমুদ্র তীরবর্তী এলাকায় প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার করলে 500 টাকা জরিমানা ধার্য করা হয়েছিল । এরপরে কিছুদিন প্লাস্টিক মুক্ত ছিল দীঘা । কিন্তু আজ সকাল থেকে পাসের রাজ্য ওড়িশা ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল পরিমাণ পর্যটক এসে ভিড় জমিয়েছে দীঘায় । কিন্তু পর্যটকরা প্লাস্টিকের ক্যারি ব্যাগ বিপুল পরিমাণে ব্যবহার করছেন । যার ফলে প্লাস্টিকের মাধ্যমে দূষণের সম্ভাবনা রয়েছে দীঘা সমুদ্র তীরবর্তী এলাকায় ।
পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস জানান তাদের তরফ থেকে পর্যটকদের প্লাস্টিক যাতে ব্যবহার না করে সেই বিষয়ে নজর দারি চালানো হচ্ছে । এবং সতর্ক করা হয়েছে । এ বিষয়ে এক পর্যটক সর্নময় মাইতি বলেন পলিথিন দীঘাতে নিষেধ আছে এ ব্যপারে আমার জানা নেই ।

বাইট 1a দেবব্রত দাস, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ।
বাইট 1b সর্নময় মাইতি, পর্যটক ।Conclusion:প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে রমরমা ব্যবহার হচ্ছে পলিব্যাগ সমুদ্র সৈকতে ।


পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফ থেকে এবং দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ এর তরফ থেকে কয়েক দিন আগে দীঘা সমুদ্র তীরবর্তী এলাকায় প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার করলে 500 টাকা জরিমানা ধার্য করা হয়েছিল । এরপরে কিছুদিন প্লাস্টিক মুক্ত ছিল দীঘা । কিন্তু আজ সকাল থেকে পাসের রাজ্য ওড়িশা ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল পরিমাণ পর্যটক এসে ভিড় জমিয়েছে দীঘায় । কিন্তু পর্যটকরা প্লাস্টিকের ক্যারি ব্যাগ বিপুল পরিমাণে ব্যবহার করছেন । যার ফলে প্লাস্টিকের মাধ্যমে দূষণের সম্ভাবনা রয়েছে দীঘা সমুদ্র তীরবর্তী এলাকায় ।
পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস জানান তাদের তরফ থেকে পর্যটকদের প্লাস্টিক যাতে ব্যবহার না করে সেই বিষয়ে নজর দারি চালানো হচ্ছে । এবং সতর্ক করা হয়েছে । এ বিষয়ে এক পর্যটক সর্নময় মাইতি বলেন পলিথিন দীঘাতে নিষেধ আছে এ ব্যপারে আমার জানা নেই ।

বাইট 1a দেবব্রত দাস, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ।
বাইট 1b সর্নময় মাইতি, পর্যটক ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.