নন্দীগ্রাম, ১৭ জুন: চিনা পণ্য বর্জনের দাবিতে নন্দীগ্রামে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা ।
বুধবার নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়ার শ্রীহরিমোড় এলাকায় চিনা পণ্য ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা । বিক্ষোভের শুরুতেই এক মিনিটের নীরবতা পালন করে মৃত জওয়ানদের উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
বিক্ষোভকারীদের বক্তব্য, ভারতের এই বিরাট বাজারে চিনা পণ্য ব্যবহার বন্ধ করে অর্থনৈতিক কাঠামোয় আঘাত দেওয়া গেলেই চিন আগ্রাসী নীতি থেকে পিছু হটবে । যে কারণে সাধারণ মানুষকে চিনের পণ্য ব্যবহার বন্ধ করতে হবে । গতকালের বিক্ষোভে সামনের সারিতে ছিলেন এলাকার মহিলারা ।
নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের হিন্দু জাগরণ মঞ্চের সাধারণ সম্পাদক শ্রী নারায়নচন্দ্র দাস বলেন, "ইতিমধ্যেই কোরোনা সংক্রমণ নিয়ে কয়েকটি দেশ চিনকেই দোষারোপ করেছে। তারপর থেকেই চিন আগ্রাসী মনোভাব নিয়ে ভারতের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা চালাচ্ছে । আমরা চাই দেশের মানুষ চিনের সমস্ত দ্রব্য ব্যবহার বন্ধ করে স্বদেশী দ্রব্য গ্রহণ করা শুরু করুক। আমরা মনে করি তাতেই ওদের অর্থনৈতিক কাঠামোতে আঘাত হানা সম্ভব হবে । ফলে ওরা পিছু হটবে এবং ভারতের অখণ্ডতা ও স্বাধীনতা অক্ষুন্ন থাকবে । তাই আমরা সাধারণ মানুষকে চিনা দ্রব্য বর্জন করে স্বদেশী দ্রব্য গ্রহণের ডাক দিয়েছি ।"