ETV Bharat / state

High Tide in Digha: নিম্নচাপের জেরে প্রবল জলোচ্ছ্বাস দিঘার সমুদ্রে, নিরাপত্তা স্বার্থে চলছে মাইকিং - দিঘায় জলোচ্ছ্বাস

নিম্নচাপ, পূর্ণিমা ও জোয়ার এই তিনের জেরে উত্তাল দিঘার সমুদ্র ৷ প্রায় 12 ফুট উঁচু ঢেউ ধাক্কা মারছে গার্ডওয়ালে ৷ পর্যটকদের স্বার্থে মাইকিং চলছে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 2, 2023, 4:49 PM IST

প্রবল জলোচ্ছ্বাস দিঘার সমুদ্রে

দিঘা, 2 অগস্ট: নিম্নচাপের জেরে পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় বুধবার সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে ৷ সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া ৷ নিম্নচাপ ও জোয়ারের জোড়া ফলায় উত্তাল দিঘার সমুদ্র ৷ প্রায় 10 থেকে 12 ফুট উচ্চতায় ঢেউ গার্ডওয়াল টপকে আছড়ে পড়ছে সৈকতে। এলাকাবাসীকে সতর্ক করতেই প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং । নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো করা হয়েছে ৷

নিরাপত্তার স্বার্থে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । গতকাল থেকেই প্রশাসনের তরফ থেকে মাইকিং চালানো হয়েছে । ‌পর্যটকদের সমুদ্র স্নানের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । পাশাপাশি দড়ি বেঁধে ঘাটগুলিতে ব্যারিকেড তৈরি করা হয়েছে ৷ প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদরি চলছে সমুদ্র সৈকতে ৷ মৎস্য দফতরের পক্ষ থেকে আগামী 3 অগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ জানানো হয়েছে, যে সকল মৎস্যজীবী ইতিমধ্যেই গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন তাঁদের দ্রুত ফিরে আসতে হবে ৷ ওয়ারলেস মারফত সমস্ত ট্রলারগুলিকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে । যদিও ফিশারম্যান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই অধিকাংশ ট্রলার ফিরে এসেছে দিঘায়।

আরও পড়ুন: পূর্ণিমার ভরা কোটালে দিঘায় প্রবল জলোচ্ছ্বাস, মেরিন ড্রাইভে পর্যটকদের ভীড়

প্রসঙ্গত, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বাংলাদেশের দিক থেকে রাজ্যে প্রবেশ করছে ৷ তার প্রভাবে গাঙ্গেয় উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, দুই 24 পরগনায় অতিবৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই তিনটি জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে ৷ বুধবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ মঙ্গলবারের পর বুধবারও কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷

আরও পড়ুন: বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ, আজও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

প্রবল জলোচ্ছ্বাস দিঘার সমুদ্রে

দিঘা, 2 অগস্ট: নিম্নচাপের জেরে পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় বুধবার সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে ৷ সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া ৷ নিম্নচাপ ও জোয়ারের জোড়া ফলায় উত্তাল দিঘার সমুদ্র ৷ প্রায় 10 থেকে 12 ফুট উচ্চতায় ঢেউ গার্ডওয়াল টপকে আছড়ে পড়ছে সৈকতে। এলাকাবাসীকে সতর্ক করতেই প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং । নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো করা হয়েছে ৷

নিরাপত্তার স্বার্থে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । গতকাল থেকেই প্রশাসনের তরফ থেকে মাইকিং চালানো হয়েছে । ‌পর্যটকদের সমুদ্র স্নানের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । পাশাপাশি দড়ি বেঁধে ঘাটগুলিতে ব্যারিকেড তৈরি করা হয়েছে ৷ প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদরি চলছে সমুদ্র সৈকতে ৷ মৎস্য দফতরের পক্ষ থেকে আগামী 3 অগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ জানানো হয়েছে, যে সকল মৎস্যজীবী ইতিমধ্যেই গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন তাঁদের দ্রুত ফিরে আসতে হবে ৷ ওয়ারলেস মারফত সমস্ত ট্রলারগুলিকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে । যদিও ফিশারম্যান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই অধিকাংশ ট্রলার ফিরে এসেছে দিঘায়।

আরও পড়ুন: পূর্ণিমার ভরা কোটালে দিঘায় প্রবল জলোচ্ছ্বাস, মেরিন ড্রাইভে পর্যটকদের ভীড়

প্রসঙ্গত, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বাংলাদেশের দিক থেকে রাজ্যে প্রবেশ করছে ৷ তার প্রভাবে গাঙ্গেয় উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, দুই 24 পরগনায় অতিবৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই তিনটি জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে ৷ বুধবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ মঙ্গলবারের পর বুধবারও কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷

আরও পড়ুন: বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ, আজও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.