ETV Bharat / state

Contai Correctional Home : সংশোধনাগারে মহিলা পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য কাঁথিতে - hanging body of a female police worker recover from contai Correctional home

কাঁথি সংশোধনাগারের (Contai Correctional Home) ভিতরে নিজের ঘর থেকে কানে হেডফোন লাগানো অবস্থায় মহিলা পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ৷ কীভাবে ঘটল এই ঘটনা ? উত্তর খুঁজছে পুলিশ ৷

contai
কাঁথি সংশোধনাগারে পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার
author img

By

Published : Dec 27, 2021, 8:50 AM IST

কাঁথি, 27 ডিসেম্বর : উপ-সংশোধনাগারে এক মহিলা পুলিশ কর্মীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের কাঁথিতে (hanging body of a female police worker recover from contai Correctional home) ৷ সংশোধনাগারের ব্যারাকের মধ্যে প্রিয়াঙ্কা শী (22) নামে ওই মহিলা পুলিশ কর্মীর কানে হেডফোন লাগানো অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ তবে ঠিক কী কারণে এই ঘটনা, তা এখনও জানা যায়নি ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পুলিশ কর্মীর বাড়ি ভগবানপুর থানার বেতুলিয়া লালচক এলাকায় । গত পাঁচ মাস আগে তিনি কাঁথি উপ-সংশোধনাগারে কাজে যোগ দেন । চাকরি পাওয়ার অল্পদিনের মধ্যে কেন এই ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন : Hanging Body of Engineer Recovered : আবাসন থেকে উদ্ধার সরকারি ইঞ্জিনিয়ারের ঝুলন্ত দেহ, চাঞ্চল্য সিউড়িতে

জানা গিয়েছে, শনিবার রাতে অন্যান্য সঙ্গীদের সঙ্গে দেখা করে প্রতিদিনের মতো সংশোধনাগারে নিজের ঘরে চলে যান ৷ পরের দিন সকাল 10টা বেজে গেলেও দরজা না-খোলায় অন্যান্য পুলিশ কর্মীদের সন্দেহ হয় । জানলা খুলে দেখা যায়, গলায় নাইলন দড়ির ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন প্রিয়াঙ্কা ৷ খবর পেয়ে কাঁথি মহিলা থানার ওসি অষ্টমী সাহু ও জেলাশাসক-সহ কাঁথি উপ-সংশোধনাগারে আসেন কাঁথি থানার পুলিশ আধিকারিকরা ৷

এরপর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয় । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মৃত পুলিশকর্মী পরিবার । তাঁদের কাছ থেকে জানা যায়, গত পাঁচ বছর আগে বিয়ে হয় প্রিয়াঙ্কার । তবে বিয়ে হলেও শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে কোনও যোগাযোগ ছিল না প্রিয়াঙ্কার । এর বেশি আর কিছু জানাতে পারেননি তাঁরা ৷

মৃতদেহের সঙ্গে উদ্ধার হওয়া হেডফোনের সূত্র ধরে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন : Garfa Hanging Body : ফ্ল্যাটের ছাদ থেকে পরিচারিকার ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য গড়ফায়

কাঁথি, 27 ডিসেম্বর : উপ-সংশোধনাগারে এক মহিলা পুলিশ কর্মীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের কাঁথিতে (hanging body of a female police worker recover from contai Correctional home) ৷ সংশোধনাগারের ব্যারাকের মধ্যে প্রিয়াঙ্কা শী (22) নামে ওই মহিলা পুলিশ কর্মীর কানে হেডফোন লাগানো অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ তবে ঠিক কী কারণে এই ঘটনা, তা এখনও জানা যায়নি ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পুলিশ কর্মীর বাড়ি ভগবানপুর থানার বেতুলিয়া লালচক এলাকায় । গত পাঁচ মাস আগে তিনি কাঁথি উপ-সংশোধনাগারে কাজে যোগ দেন । চাকরি পাওয়ার অল্পদিনের মধ্যে কেন এই ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন : Hanging Body of Engineer Recovered : আবাসন থেকে উদ্ধার সরকারি ইঞ্জিনিয়ারের ঝুলন্ত দেহ, চাঞ্চল্য সিউড়িতে

জানা গিয়েছে, শনিবার রাতে অন্যান্য সঙ্গীদের সঙ্গে দেখা করে প্রতিদিনের মতো সংশোধনাগারে নিজের ঘরে চলে যান ৷ পরের দিন সকাল 10টা বেজে গেলেও দরজা না-খোলায় অন্যান্য পুলিশ কর্মীদের সন্দেহ হয় । জানলা খুলে দেখা যায়, গলায় নাইলন দড়ির ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন প্রিয়াঙ্কা ৷ খবর পেয়ে কাঁথি মহিলা থানার ওসি অষ্টমী সাহু ও জেলাশাসক-সহ কাঁথি উপ-সংশোধনাগারে আসেন কাঁথি থানার পুলিশ আধিকারিকরা ৷

এরপর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয় । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মৃত পুলিশকর্মী পরিবার । তাঁদের কাছ থেকে জানা যায়, গত পাঁচ বছর আগে বিয়ে হয় প্রিয়াঙ্কার । তবে বিয়ে হলেও শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে কোনও যোগাযোগ ছিল না প্রিয়াঙ্কার । এর বেশি আর কিছু জানাতে পারেননি তাঁরা ৷

মৃতদেহের সঙ্গে উদ্ধার হওয়া হেডফোনের সূত্র ধরে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন : Garfa Hanging Body : ফ্ল্যাটের ছাদ থেকে পরিচারিকার ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য গড়ফায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.