ETV Bharat / state

হলদিয়ায় 2 মহিলার অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার - হুগলি

হলদিয়ার দুর্গাচক এলাকায় হুগলি নদীর পাড়ে দু‘টি দেহ জ্বলতে দেখে স্থানীয় মানুষ ৷ পুলিশ এসে আগুন নিভিয়ে অর্ধদগ্ধ দেহ দুটি উদ্ধার করে ৷ বাইরে থেকে দুই মহিলাকে খুন করে প্রমাণ লোপাটের জন্য সেখানে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের ৷

Haldia dead body recover
হলদিয়ায় উদ্ধার দু’টি অর্ধদগ্ধ দেহ
author img

By

Published : Feb 18, 2020, 1:38 PM IST

হলদিয়া, 18 ফেব্রুয়ারি : দুই মহিলার অর্ধদগ্ধ দেহ উদ্ধার হল হলদিয়ায় ৷ আজ সকালে দুর্গাচক থানা এলাকায় হুগলি নদীর পাড়ে দেহ দু’টি পুড়তে দেখে স্থানীয় বাসিন্দারা ৷ পরে পুলিশ এসে আগুন নিভিয়ে দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠায় ৷

আজ প্রাতভ্রমণে বেরিয়েছিলেন হলদিয়ার দুর্গাচক থানার ঝিকুরিয়া এলাকার কয়েকজন ৷ সেইসময় হুগলি নদীর পাড়ে আগুন জ্বলতে দেখে কৌতূহলবশত তাঁরা এগিয়ে যান ৷ আগুনের কাছাকাছি গিয়ে তাঁরা দেখেন দুই মহিলার দেহ পুড়ছে ৷ স্থানীয়রা দুর্গাচক থানায় খবর দেন ৷ পুলিশ এসে আগুন নিভিয়ে অর্ধদগ্ধ দেহ দু’টি উদ্ধার করে ৷ ময়নাতদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে দেহ দু’টি পাঠানো হয় ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, দুই মহিলাকে খুন করে প্রমাণ লোপাটের জন্য পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকাটি নির্জন হওয়ায় বিভিন্ন অসামাজিক কাজ চলে সেখানে ৷

হলদিয়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভক্তিপ্রসাদ বলিদা বলেন, ‘‘রাতে দুষ্কৃতীরা প্রথমে নদীর পাড়ে গর্ত খুঁড়েছিল ৷ কিন্তু সকাল হয়ে আসায় তারা দেহ দু’টিতে আগুন লাগিয়ে দেয় ৷ খোঁজ নিয়ে দেখেছি, অর্ধদগ্ধ দেহ দু’টি এই এলাকার নয় ৷ প্রামণ লোপাটের উদ্দেশেই দুই মহিলাকে খুন করে এখানে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে ৷’’ দুর্গাচক থানার OC বিপ্লব হালদার জানান, দুই মহিলার পা অক্ষত রয়েছে ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দু’জনের বয়স 50-এর মধ্যে ৷ মৃতদের পরিচয় জানার জন্য সমস্ত থানার মিসিং ডায়েরি খতিয়ে দেখা হচ্ছে ৷

হলদিয়া, 18 ফেব্রুয়ারি : দুই মহিলার অর্ধদগ্ধ দেহ উদ্ধার হল হলদিয়ায় ৷ আজ সকালে দুর্গাচক থানা এলাকায় হুগলি নদীর পাড়ে দেহ দু’টি পুড়তে দেখে স্থানীয় বাসিন্দারা ৷ পরে পুলিশ এসে আগুন নিভিয়ে দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠায় ৷

আজ প্রাতভ্রমণে বেরিয়েছিলেন হলদিয়ার দুর্গাচক থানার ঝিকুরিয়া এলাকার কয়েকজন ৷ সেইসময় হুগলি নদীর পাড়ে আগুন জ্বলতে দেখে কৌতূহলবশত তাঁরা এগিয়ে যান ৷ আগুনের কাছাকাছি গিয়ে তাঁরা দেখেন দুই মহিলার দেহ পুড়ছে ৷ স্থানীয়রা দুর্গাচক থানায় খবর দেন ৷ পুলিশ এসে আগুন নিভিয়ে অর্ধদগ্ধ দেহ দু’টি উদ্ধার করে ৷ ময়নাতদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে দেহ দু’টি পাঠানো হয় ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, দুই মহিলাকে খুন করে প্রমাণ লোপাটের জন্য পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকাটি নির্জন হওয়ায় বিভিন্ন অসামাজিক কাজ চলে সেখানে ৷

হলদিয়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভক্তিপ্রসাদ বলিদা বলেন, ‘‘রাতে দুষ্কৃতীরা প্রথমে নদীর পাড়ে গর্ত খুঁড়েছিল ৷ কিন্তু সকাল হয়ে আসায় তারা দেহ দু’টিতে আগুন লাগিয়ে দেয় ৷ খোঁজ নিয়ে দেখেছি, অর্ধদগ্ধ দেহ দু’টি এই এলাকার নয় ৷ প্রামণ লোপাটের উদ্দেশেই দুই মহিলাকে খুন করে এখানে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে ৷’’ দুর্গাচক থানার OC বিপ্লব হালদার জানান, দুই মহিলার পা অক্ষত রয়েছে ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দু’জনের বয়স 50-এর মধ্যে ৷ মৃতদের পরিচয় জানার জন্য সমস্ত থানার মিসিং ডায়েরি খতিয়ে দেখা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.