হলদিয়া, 30 সেপ্টেম্বর:হলদিয়া পেট্রোকেমিকেলসে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই ৷ সোমবার দুর্ঘটনায় জখম এক কর্মীর মৃত্যু হল । আজ বিকেল নাগাদ কলকাতার বেসরকারি হাসপাতালে এই কর্মীর মৃত্যু হয় । তাঁর নাম পারিজাত ভট্টাচার্য ৷ বয়স 41 ৷
পারিজাত কলকাতার বাসিন্দা । বিশ্বকর্মা পুজোর ছুটি কাটিয়ে 20 সেপ্টেম্বর কাজে যোগ দিয়েছিলেন কর্মীরা । সেদিনই সকাল সাড়ে 10টা নাগাদ ঘটে যায় দুর্ঘটনা । আচমকা ন্যাপথা ক্র্যাকার ইউনিটে আগুন লাগায় আহত হয়েছিলেন পারিজাত, সৌগত-সহ মোট 13 জন । গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য তাঁদের ভরতি করা হয়েছিল কলকাতার বেশ কয়েকটি হাসপাতালে ।
প্রথম সৌগত সামন্ত নামে এক ব্যক্তির মৃত্যু হয়৷ তিনি মহিষাদলের বাসিন্দা । বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বাকি 11জন ।