ETV Bharat / state

হলদিয়া পেট্রোকেমিকেলসে আগুনের ঘটনায় মৃত আরও 1 - হলদিয়া

হলদিয়া পেট্রোকেমিকেলসে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই ৷  সোমবার দুর্ঘটনায় জখম এক কর্মীর মৃত্যু হল । আজ বিকেল নাগাদ কলকাতার বেসরকারি হাসপাতালে এই কর্মীর মৃত্যু হয়

হলদিয়া পেট্রোকেমিকেলসে আগুনের ঘটনায় মৃত আরও 1
author img

By

Published : Sep 30, 2019, 9:38 PM IST

হলদিয়া, 30 সেপ্টেম্বর:হলদিয়া পেট্রোকেমিকেলসে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই ৷ সোমবার দুর্ঘটনায় জখম এক কর্মীর মৃত্যু হল । আজ বিকেল নাগাদ কলকাতার বেসরকারি হাসপাতালে এই কর্মীর মৃত্যু হয় । তাঁর নাম পারিজাত ভট্টাচার্য ৷ বয়স 41 ৷

পারিজাত কলকাতার বাসিন্দা । বিশ্বকর্মা পুজোর ছুটি কাটিয়ে 20 সেপ্টেম্বর কাজে যোগ দিয়েছিলেন কর্মীরা । সেদিনই সকাল সাড়ে 10টা নাগাদ ঘটে যায় দুর্ঘটনা । আচমকা ন্যাপথা ক্র্যাকার ইউনিটে আগুন লাগায় আহত হয়েছিলেন পারিজাত, সৌগত-সহ মোট 13 জন । গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য তাঁদের ভরতি করা হয়েছিল কলকাতার বেশ কয়েকটি হাসপাতালে ।

প্রথম সৌগত সামন্ত নামে এক ব্যক্তির মৃত্যু হয়৷ তিনি মহিষাদলের বাসিন্দা । বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বাকি 11জন ।

হলদিয়া, 30 সেপ্টেম্বর:হলদিয়া পেট্রোকেমিকেলসে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই ৷ সোমবার দুর্ঘটনায় জখম এক কর্মীর মৃত্যু হল । আজ বিকেল নাগাদ কলকাতার বেসরকারি হাসপাতালে এই কর্মীর মৃত্যু হয় । তাঁর নাম পারিজাত ভট্টাচার্য ৷ বয়স 41 ৷

পারিজাত কলকাতার বাসিন্দা । বিশ্বকর্মা পুজোর ছুটি কাটিয়ে 20 সেপ্টেম্বর কাজে যোগ দিয়েছিলেন কর্মীরা । সেদিনই সকাল সাড়ে 10টা নাগাদ ঘটে যায় দুর্ঘটনা । আচমকা ন্যাপথা ক্র্যাকার ইউনিটে আগুন লাগায় আহত হয়েছিলেন পারিজাত, সৌগত-সহ মোট 13 জন । গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য তাঁদের ভরতি করা হয়েছিল কলকাতার বেশ কয়েকটি হাসপাতালে ।

প্রথম সৌগত সামন্ত নামে এক ব্যক্তির মৃত্যু হয়৷ তিনি মহিষাদলের বাসিন্দা । বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বাকি 11জন ।

Intro:হলদিয়া, ৩০ সেপ্টেম্বর:হলদিয়া পেট্রোকেমের অগ্নিকাণ্ডের ঘটনায় আরও এক আহত কর্মীর মৃত্যু হল সোমবার।এদিন বিকেল নাগাদ কলকাতার কলম্বিয়া এশিয়া নার্সিংহোমে মারা যান। গীতার নাম পারিজাত ভট্টাচার্য(৪১)। তিনি কলকাতার বাসিন্দা ।Body:বিশ্বকর্মা পুজোয় ছুটি কাটিয়ে ২০ সেপ্টেম্বর কাজে যোগ দিয়েছিলেন কর্মীরা।আর সেদিনই সকাল সাড়ে ১০ টা নাগাদ ঘটে যায় দুর্ঘটনা।আচমকা ন্যাপথা ক্র্যাকার ইউনিটে আগুন লাগায় আহত হয়েছিলেন পারিজাত, সৌগত সহ মোট ১৩ জন।গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য তাঁদের ভর্তি করা হয়েছিল কলকাতার কলম্বিয়া সহ বেশ কয়েকটি হাসপাতালে।আহত ১৩জন কর্মীর মধ্যে প্রথম মৃত্যুর নাম ছিল সৌগত সামন্ত নামের মহিষাদলের এক বাসিন্দার। এরপর আজ ফের মৃতের তালিকায় এদিন নাম উঠল পরিজাতের।Conclusion:আর ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বাকি ১১ জন।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.