ETV Bharat / state

পাঁশকুড়ায় বাড়িতে চুরি, 2 লাখ টাকার গয়না লুট

author img

By

Published : May 29, 2020, 5:27 PM IST

জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়ি গিয়েছিলেন এক ব্যক্তি । সেই সুযোগে তালা ভেঙে বাড়ি ঢুকে প্রায় 2 লাখ টাকার গয়না চুরি করল দুষ্কৃতীরা । পাঁশকুড়া থানা এলাকার ঘটনা ।

পাঁশকুড়া

পাঁশকুড়া, 29 মে: কোরোনার সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন । দীর্ঘদিন গৃহবন্দী মানুষ । ফলে চুরি, ডাকাতির পরিমাণ কিছুটা হলেও কমেছিল । কিন্তু, জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়ি গিয়ে সর্বস্ব খোয়ালেন পাঁশকুড়ার এক ব্যক্তি । আলামারি ভেঙে প্রায় 2 লাখ টাকার গয়না লুট করেছে দুষ্কৃতীরা । পাঁশকুড়া থানার খণ্ডখলা গ্রাম পঞ্চায়েতের বাহারপোতা গ্রামে ঘটনা ।

কলকাতার স্বর্ণ ব্যবসায়ী মহাদেব গুছাইত স্ত্রী মঞ্জু গুছাইতকে নিয়ে গতকাল বিকেল 5 টা নাগাদ বাড়িতে তালা দিয়ে ঘোলমাগুরিতে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন । রাতে মহাদেবববুর বাবা মনোরঞ্জন গুছাইত তালা খুলে ছেলের বাড়িতে কিছুক্ষণ কাটিয়েছিলেন । ফের তালা লাগিয়ে নিজের বাড়িতে ফিরে যান। এরপর সকালে ছেলে বাড়িতে ফিরেছে কি না জানতে আসেন। এসে দেখেন, বাড়ির দরজা খোলা। ভেবেছিলেন ছেলে-বউমা বাড়ি ফিরেছেন। কিন্তু, বারবার ডাকলেও তাঁদের সাড়া না পেয়ে বাড়ির ভেতরে ঢুকে দেখেন, ঘর লন্ডভন্ড, দুটি আলমারি, দরজা ভাঙা। দ্রুত ছেলেকে ফোনে খবর দেন তিনি। স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরেন মহাদেব। দেখেন, দুটি ঘরের দুটি আলমারি ভেঙে প্রায় 2 লাখ টাকার সোনার গয়না চুরি করে নিয়ে গেছে । বাড়ির LED টিভিটিও নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা।

মহাদেববাবু বলেন, "এমন ঘটনা আগে ঘটেনি। রাতে কিছুক্ষণের জন্য বাবা ছিলেন। তারপর তালা লাগিয়ে চলে যান। এই সুযোগে চোরেরা গেটের তালা কেটে ঘরে ঢুকে দুজোড়া শাঁখা, তিনটে আংটি, দুই জোড়া কানের দুল নিয়ে চম্পট দিয়েছে। যার বর্তমান বাজারদর প্রায় 2 লাখ টাকা। পুলিশে অভিযোগ জানিয়েছি।"

পাঁশকুড়া থানার OC অজয় মিশ্র বলেন, "অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে ।"

পাঁশকুড়া, 29 মে: কোরোনার সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন । দীর্ঘদিন গৃহবন্দী মানুষ । ফলে চুরি, ডাকাতির পরিমাণ কিছুটা হলেও কমেছিল । কিন্তু, জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়ি গিয়ে সর্বস্ব খোয়ালেন পাঁশকুড়ার এক ব্যক্তি । আলামারি ভেঙে প্রায় 2 লাখ টাকার গয়না লুট করেছে দুষ্কৃতীরা । পাঁশকুড়া থানার খণ্ডখলা গ্রাম পঞ্চায়েতের বাহারপোতা গ্রামে ঘটনা ।

কলকাতার স্বর্ণ ব্যবসায়ী মহাদেব গুছাইত স্ত্রী মঞ্জু গুছাইতকে নিয়ে গতকাল বিকেল 5 টা নাগাদ বাড়িতে তালা দিয়ে ঘোলমাগুরিতে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন । রাতে মহাদেবববুর বাবা মনোরঞ্জন গুছাইত তালা খুলে ছেলের বাড়িতে কিছুক্ষণ কাটিয়েছিলেন । ফের তালা লাগিয়ে নিজের বাড়িতে ফিরে যান। এরপর সকালে ছেলে বাড়িতে ফিরেছে কি না জানতে আসেন। এসে দেখেন, বাড়ির দরজা খোলা। ভেবেছিলেন ছেলে-বউমা বাড়ি ফিরেছেন। কিন্তু, বারবার ডাকলেও তাঁদের সাড়া না পেয়ে বাড়ির ভেতরে ঢুকে দেখেন, ঘর লন্ডভন্ড, দুটি আলমারি, দরজা ভাঙা। দ্রুত ছেলেকে ফোনে খবর দেন তিনি। স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরেন মহাদেব। দেখেন, দুটি ঘরের দুটি আলমারি ভেঙে প্রায় 2 লাখ টাকার সোনার গয়না চুরি করে নিয়ে গেছে । বাড়ির LED টিভিটিও নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা।

মহাদেববাবু বলেন, "এমন ঘটনা আগে ঘটেনি। রাতে কিছুক্ষণের জন্য বাবা ছিলেন। তারপর তালা লাগিয়ে চলে যান। এই সুযোগে চোরেরা গেটের তালা কেটে ঘরে ঢুকে দুজোড়া শাঁখা, তিনটে আংটি, দুই জোড়া কানের দুল নিয়ে চম্পট দিয়েছে। যার বর্তমান বাজারদর প্রায় 2 লাখ টাকা। পুলিশে অভিযোগ জানিয়েছি।"

পাঁশকুড়া থানার OC অজয় মিশ্র বলেন, "অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.