ETV Bharat / state

লকডাউনে নিরন্নদের দু'বেলা খাওয়ার ব্যবস্থা করল জেলা প্রশাসন

লকডাউনে নিরন্ন ভিক্ষুকদের পাশে দাঁড়াল জেলা প্রশাসন । দু'বেলা রান্না করা খাবার বিতরণ করা হবে ।

food arragment for beggars District Administration
নিরন্নদের দুবেলা খাওয়ার ব্যবস্থা করল জেলা প্রশাসন
author img

By

Published : Mar 29, 2020, 5:48 PM IST

পাঁশকুড়া, 28 মার্চ : ওদের ঘর আছে হয়তো বা আছে পরিজনেরা, কিন্তু ওদের দায়িত্ব নেয়নি কেউই । একমাত্র ভরসা পথ । পরিচয় ভবঘুরে । কোরোনা সংক্রমণের জেরে দেশব্যাপী লাগু হয়েছে লকডাউন । বাজার হাট বন্ধ থাকায় খাদ্যসংস্থান পুরোপুরি বন্ধ । অনাহারে ফাঁকা রাস্তাতেই কাটছে দিন । এবার এদের কথাকে মাথায় রেখে নয়া পদক্ষেপ করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ।

জানা গেছে, পূর্ব মেদিনীপুরের বিভিন্ন বাস স্ট্যান্ড ও স্টেশনগুলিতে কয়েকশো ভবঘুরে রয়েছে । প্রতিনিয়ত ও জেলার বিভিন্ন প্রান্তের বাজারগুলিতে ঘুরে ঘুরে ভিক্ষাবৃত্তি করেই দিন গুজরান করেন তারা । কিন্তু দোকানপাট বন্ধ, বাড়িতে ভিক্ষা চাইতে গেলেও ঢুকতে দেবে না কেউই । যে কারণে খোলা আকাশের নিচে দু'মুঠো খাবারের অপেক্ষায় বসে রয়েছে ।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে নিরন্ন মানুষগুলির খাওয়ার ব্যবস্থা করার অনুরোধ গিয়েছিল জেলা প্রশাসনের কাছে । প্রথম দিকে স্থানীয় উদ্যোগে অথবা ব্যক্তিগত উদ্যোগে দিন তিনেক তাদের স্বল্প কিছু খাওয়ার ব্যবস্থা করা হলেও তা পর্যাপ্ত ছিল না । তাই তাদের খাওয়ার ব্যবস্থা করার জন্য শনিবার রাতে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পার্থ ঘোষ নিজেই জেলার স্টেশনগুলোতে ঘুরে দেখেন । পরে প্রতিদিন দু'বেলা তাদের খাবারের ব্যবস্থা করার নির্দেশ দেন ।

এ বিষয়ে জেলাশাসক পার্থ ঘোষ জানিয়েছেন, লকডাউনের কারণে বাজার হাট বন্ধ থাকায় জেলার ভবঘুরে ভিক্ষুকরা অভুক্ত । কিছু মানুষ অসরকারি সংস্থার তরফে খাবার পেলেও অনেকেই পাননি । তাই দুঃস্থ মানুষগুলো যাতে নিরন্ন না থাকে তাই এবার উদ্যোগ নিল প্রশাসন । দুবেলা খাবার তৈরি করে সবাইকে তা বিতরণ করার নির্দেশিকা জারি হয়েছে । আজ থেকে শুরু হবে সেই কাজ‌ ।

পাঁশকুড়া, 28 মার্চ : ওদের ঘর আছে হয়তো বা আছে পরিজনেরা, কিন্তু ওদের দায়িত্ব নেয়নি কেউই । একমাত্র ভরসা পথ । পরিচয় ভবঘুরে । কোরোনা সংক্রমণের জেরে দেশব্যাপী লাগু হয়েছে লকডাউন । বাজার হাট বন্ধ থাকায় খাদ্যসংস্থান পুরোপুরি বন্ধ । অনাহারে ফাঁকা রাস্তাতেই কাটছে দিন । এবার এদের কথাকে মাথায় রেখে নয়া পদক্ষেপ করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ।

জানা গেছে, পূর্ব মেদিনীপুরের বিভিন্ন বাস স্ট্যান্ড ও স্টেশনগুলিতে কয়েকশো ভবঘুরে রয়েছে । প্রতিনিয়ত ও জেলার বিভিন্ন প্রান্তের বাজারগুলিতে ঘুরে ঘুরে ভিক্ষাবৃত্তি করেই দিন গুজরান করেন তারা । কিন্তু দোকানপাট বন্ধ, বাড়িতে ভিক্ষা চাইতে গেলেও ঢুকতে দেবে না কেউই । যে কারণে খোলা আকাশের নিচে দু'মুঠো খাবারের অপেক্ষায় বসে রয়েছে ।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে নিরন্ন মানুষগুলির খাওয়ার ব্যবস্থা করার অনুরোধ গিয়েছিল জেলা প্রশাসনের কাছে । প্রথম দিকে স্থানীয় উদ্যোগে অথবা ব্যক্তিগত উদ্যোগে দিন তিনেক তাদের স্বল্প কিছু খাওয়ার ব্যবস্থা করা হলেও তা পর্যাপ্ত ছিল না । তাই তাদের খাওয়ার ব্যবস্থা করার জন্য শনিবার রাতে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পার্থ ঘোষ নিজেই জেলার স্টেশনগুলোতে ঘুরে দেখেন । পরে প্রতিদিন দু'বেলা তাদের খাবারের ব্যবস্থা করার নির্দেশ দেন ।

এ বিষয়ে জেলাশাসক পার্থ ঘোষ জানিয়েছেন, লকডাউনের কারণে বাজার হাট বন্ধ থাকায় জেলার ভবঘুরে ভিক্ষুকরা অভুক্ত । কিছু মানুষ অসরকারি সংস্থার তরফে খাবার পেলেও অনেকেই পাননি । তাই দুঃস্থ মানুষগুলো যাতে নিরন্ন না থাকে তাই এবার উদ্যোগ নিল প্রশাসন । দুবেলা খাবার তৈরি করে সবাইকে তা বিতরণ করার নির্দেশিকা জারি হয়েছে । আজ থেকে শুরু হবে সেই কাজ‌ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.