ETV Bharat / state

পূর্ব মেদিনীপুরে কোরোনা মুক্ত আরও 5 - corona treatment

পূর্ব মেদিনীপুরে কোরোনা মুক্ত আরও পাঁচ রোগী । পূর্ব মেদিনীপুরে কোরোনায় আক্রান্ত হয়েছিলেন মোট 28জন । আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে কলকাতার এক বৃদ্ধ-সহ হলদিয়া ও তমলুকের তিন বৃদ্ধের । বাকি 25জন কোরোনা আক্রান্ত রোগীর মধ্যে ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 18জন । আজ পাঁশকুড়ার কোরোনা হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছুটি পেলেন আরও পাঁচ আক্রান্ত ।

কোরোনা
কোরোনা
author img

By

Published : Apr 29, 2020, 6:35 PM IST

পাঁশকুড়া, 29 এপ্রিল : সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পেলেন পূর্ব মেদিনীপুরের আরও পাঁচ কোরোনা আক্রান্ত রোগী । মেচেদা RPF থানায় কর্মরত এক RPF জওয়ান-সহ হলদিয়ার চার কোরোনা আক্রান্ত রোগীকে আজ পাঁশকুড়ার কোরোনা হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় । তাঁদের প্রত্যেককেই আজ প্রথমে হলদিয়ার একটি কোয়ারানটিন সেন্টারে একদিনের জন্য রাখা হবে বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল । আগামীকাল তাঁদের প্রত্যেককে বাড়ি পৌঁছে দেওয়া হবে ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরে কোরোনায় আক্রান্ত হয়েছিলেন মোট 28 জন । আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে কলকাতার এক বৃদ্ধ-সহ হলদিয়া ও তমলুকের তিন বৃদ্ধের । বাকি 25 জন কোরোনা আক্রান্ত রোগীর মধ্যে ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 18 জন । আজ পাঁশকুড়ার কোরোনা হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছুটি পেলেন আরও পাঁচ আক্রান্ত । তাদের সোয়াবের নমুনা সংগ্রহ করে পরপর দু'বার টেস্টের জন্য পাঠানো হয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে । দু'বারই সেই রিপোর্ট নেগেটিভ আসে । গতরাতে ফাইনাল রিপোর্ট হাতে আসার পরই স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাঁদের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ।

বর্তমানে জেলার তমলুকের কোরোনা আক্রান্ত এক বৃদ্ধ ও পাঁশকুড়ার বৃদ্ধার কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে । এদিকে, স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে, 25 এপ্রিলের পর থেকে জেলায় নতুন করে কেউ কোরোনা আক্রান্ত হননি । অর্থাৎ ওই দুই কোরোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠলেই পূর্ব মেদিনীপুর জেলা রেড জ়োন থেকে অরেঞ্জ জ়োনে যাওয়ার ক্ষেত্রে একধাপ এগিয়ে যাবে ।

এ বিষয়ে পূর্ব মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল বলেন, "বুধবার দুপুর নাগাদ কোরোনা আক্রান্ত পাঁচ রোগীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । তাঁদের প্রত্যেককেই হলদিয়ার একটি কোয়ারানটিন সেন্টারে একদিনের জন্য রাখা হবে । তাঁদের বাসস্থান ভালোভাবে স্যানিটাইজ় করার পর আগামীকাল তাঁদের বাড়ি পৌঁছে দেওয়া হবে ।"

পাঁশকুড়া, 29 এপ্রিল : সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পেলেন পূর্ব মেদিনীপুরের আরও পাঁচ কোরোনা আক্রান্ত রোগী । মেচেদা RPF থানায় কর্মরত এক RPF জওয়ান-সহ হলদিয়ার চার কোরোনা আক্রান্ত রোগীকে আজ পাঁশকুড়ার কোরোনা হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় । তাঁদের প্রত্যেককেই আজ প্রথমে হলদিয়ার একটি কোয়ারানটিন সেন্টারে একদিনের জন্য রাখা হবে বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল । আগামীকাল তাঁদের প্রত্যেককে বাড়ি পৌঁছে দেওয়া হবে ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরে কোরোনায় আক্রান্ত হয়েছিলেন মোট 28 জন । আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে কলকাতার এক বৃদ্ধ-সহ হলদিয়া ও তমলুকের তিন বৃদ্ধের । বাকি 25 জন কোরোনা আক্রান্ত রোগীর মধ্যে ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 18 জন । আজ পাঁশকুড়ার কোরোনা হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছুটি পেলেন আরও পাঁচ আক্রান্ত । তাদের সোয়াবের নমুনা সংগ্রহ করে পরপর দু'বার টেস্টের জন্য পাঠানো হয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে । দু'বারই সেই রিপোর্ট নেগেটিভ আসে । গতরাতে ফাইনাল রিপোর্ট হাতে আসার পরই স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাঁদের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ।

বর্তমানে জেলার তমলুকের কোরোনা আক্রান্ত এক বৃদ্ধ ও পাঁশকুড়ার বৃদ্ধার কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে । এদিকে, স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে, 25 এপ্রিলের পর থেকে জেলায় নতুন করে কেউ কোরোনা আক্রান্ত হননি । অর্থাৎ ওই দুই কোরোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠলেই পূর্ব মেদিনীপুর জেলা রেড জ়োন থেকে অরেঞ্জ জ়োনে যাওয়ার ক্ষেত্রে একধাপ এগিয়ে যাবে ।

এ বিষয়ে পূর্ব মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল বলেন, "বুধবার দুপুর নাগাদ কোরোনা আক্রান্ত পাঁচ রোগীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । তাঁদের প্রত্যেককেই হলদিয়ার একটি কোয়ারানটিন সেন্টারে একদিনের জন্য রাখা হবে । তাঁদের বাসস্থান ভালোভাবে স্যানিটাইজ় করার পর আগামীকাল তাঁদের বাড়ি পৌঁছে দেওয়া হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.