ETV Bharat / state

Telia Bhola in Digha : দিঘায় ধরা পড়ল প্রায় 2 কোটি টাকার তেলিয়া ভোলা - Fishermen catch Telia Bhola worth around 2 crore rupees in Digha

দিঘার গভীর সমুদ্রে থেকে ধরা পড়ল 121টি তেলিয়া ভোলা (2 Crore Rupees Telia Bhola in Digha) ৷ যা এককথায় অবাক করে দিয়েছে দিঘা মোহনার মৎস্যজীবী এবং ব্যবসায়ীদের ৷ কারণ গভীর সমুদ্রের এই মাছ কখনই একসঙ্গে এত ধরা পড়ে না ৷ তাও আবার মাত্র একটি ট্রলারে ৷

Digha Telia Bhola News
দিঘায় ফের ধরা পড়ল বিপুল পরিমাণ তেলিয়া ভোলা
author img

By

Published : Jan 29, 2022, 11:19 AM IST

দিঘা, 29 জানুয়ারি : বছরের শুরুতেই দিঘার গভীর সমুদ্রে একসঙ্গে 121টি তেলিয়া ভোলা উঠল (2 Crore Rupees Telia Bhola in Digha) ৷ তাও আবার মাত্র একটি ট্রলারে ৷ এই 121টি তেলিয়া ভোলা মাছের আনুমানিক বাজারমূল্য প্রায় 2 কোটি টাকা ৷ দিঘার বিশ্বেশ্বরী ট্রলারে মাছগুলি উঠেছে ৷ মাছগুলির এক একটির ওজন প্রায় 18 কেজি ৷ দিঘা মোহনার মৎস্যজীবী এবং মৎস্য ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ওই মাছগুলিকে নিলামে তোলা হয়েছে ৷

নতুন বছরের প্রথম তেলিয়া ভোলা ৷ আর প্রথম ধাক্কায় একসঙ্গে 121টি তেলিয়া ভোলা এক মৎস্যজীবীর জালে ধরা দিল দিঘার গভীর সমুদ্রে (Telia Bhola in Digha) ৷ যার আনুমানিক বাজারমূল্য 2 কোটি টাকার কাছাকাছি বলে জানানো হয়েছে ৷ কিন্তু একটি ট্রলারে একসঙ্গে 121টি তেলিয়া ভোলা ওঠা অত্যন্ত ভাগ্যের ব্যাপার ৷ এনিয়ে মৎস্য ব্যবসায়ী গিরিশচন্দ্র রাউত জানিয়েছেন, তেলিয়া ভোলা ঝাঁক বেঁধে মূলত গভীর সমুদ্রে থাকে ৷ শুধু গভীর সমুদ্র নয়, এমন জায়গায় সেগুলি থাকে যেখানে মৎস্যজীবীদের যাওয়া নিষেধ ৷

দিঘায় ফের ধরা পড়ল বিপুল পরিমাণ তেলিয়া ভোলা

আরও পড়ুন : Fish Found: দীঘা মোহনায় উদ্ধার তেলিয়া ভোলা মাছ, বিক্রি হল কোটি টাকায়

তাহলে বিশ্বেশ্বরী ট্রলারে কীভাবে উঠল এত তেলিয়া ভোলা ? ওই মৎস্য ব্যবসায়ী জানিয়েছেন, সৌভাগ্যবশত ওই মৎস্যজীবীর জালে 121টি তেলিয়া ভোলা উঠেছে ৷ হয়তো মাছগুলি গভীর সমুদ্রে যেখানে মৎস্যজীবীদের যাওয়ার অনুমতি রয়েছে সেরকম জায়গায় চলে এসেছিল ৷ আর সেই সময়ই জাল ফেলা হয় ৷ তাতেই ঝাঁকে ঝাঁকে তেলিয়া ভোলা ধরা দেয় জালে ৷ এক মৎস্যজীবী জানিয়েছেন, 12 বছর ধরে তিনি মাছ ধরছেন ৷ একসঙ্গে এত তেলিয়া ভোলা প্রথমবার দেখেছেন তিনি ৷

এক একটি তেলিয়া ভোলার ওজন প্রায় 18 কেজি, যার মোট বাজারমূল্য প্রায় 2 কোটি টাকার কাছাকাছি ৷ মাছগুলিকে দিঘা মোহনার মৎস্যজীবী এবং মৎস্য ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের মদতে নিলামে তোলা হয়েছে ৷ সেখানে এর দাম আরও উঠবে বলে আশাবাদী মৎস্য ব্যবসায়ীরা ৷

দিঘা, 29 জানুয়ারি : বছরের শুরুতেই দিঘার গভীর সমুদ্রে একসঙ্গে 121টি তেলিয়া ভোলা উঠল (2 Crore Rupees Telia Bhola in Digha) ৷ তাও আবার মাত্র একটি ট্রলারে ৷ এই 121টি তেলিয়া ভোলা মাছের আনুমানিক বাজারমূল্য প্রায় 2 কোটি টাকা ৷ দিঘার বিশ্বেশ্বরী ট্রলারে মাছগুলি উঠেছে ৷ মাছগুলির এক একটির ওজন প্রায় 18 কেজি ৷ দিঘা মোহনার মৎস্যজীবী এবং মৎস্য ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ওই মাছগুলিকে নিলামে তোলা হয়েছে ৷

নতুন বছরের প্রথম তেলিয়া ভোলা ৷ আর প্রথম ধাক্কায় একসঙ্গে 121টি তেলিয়া ভোলা এক মৎস্যজীবীর জালে ধরা দিল দিঘার গভীর সমুদ্রে (Telia Bhola in Digha) ৷ যার আনুমানিক বাজারমূল্য 2 কোটি টাকার কাছাকাছি বলে জানানো হয়েছে ৷ কিন্তু একটি ট্রলারে একসঙ্গে 121টি তেলিয়া ভোলা ওঠা অত্যন্ত ভাগ্যের ব্যাপার ৷ এনিয়ে মৎস্য ব্যবসায়ী গিরিশচন্দ্র রাউত জানিয়েছেন, তেলিয়া ভোলা ঝাঁক বেঁধে মূলত গভীর সমুদ্রে থাকে ৷ শুধু গভীর সমুদ্র নয়, এমন জায়গায় সেগুলি থাকে যেখানে মৎস্যজীবীদের যাওয়া নিষেধ ৷

দিঘায় ফের ধরা পড়ল বিপুল পরিমাণ তেলিয়া ভোলা

আরও পড়ুন : Fish Found: দীঘা মোহনায় উদ্ধার তেলিয়া ভোলা মাছ, বিক্রি হল কোটি টাকায়

তাহলে বিশ্বেশ্বরী ট্রলারে কীভাবে উঠল এত তেলিয়া ভোলা ? ওই মৎস্য ব্যবসায়ী জানিয়েছেন, সৌভাগ্যবশত ওই মৎস্যজীবীর জালে 121টি তেলিয়া ভোলা উঠেছে ৷ হয়তো মাছগুলি গভীর সমুদ্রে যেখানে মৎস্যজীবীদের যাওয়ার অনুমতি রয়েছে সেরকম জায়গায় চলে এসেছিল ৷ আর সেই সময়ই জাল ফেলা হয় ৷ তাতেই ঝাঁকে ঝাঁকে তেলিয়া ভোলা ধরা দেয় জালে ৷ এক মৎস্যজীবী জানিয়েছেন, 12 বছর ধরে তিনি মাছ ধরছেন ৷ একসঙ্গে এত তেলিয়া ভোলা প্রথমবার দেখেছেন তিনি ৷

এক একটি তেলিয়া ভোলার ওজন প্রায় 18 কেজি, যার মোট বাজারমূল্য প্রায় 2 কোটি টাকার কাছাকাছি ৷ মাছগুলিকে দিঘা মোহনার মৎস্যজীবী এবং মৎস্য ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের মদতে নিলামে তোলা হয়েছে ৷ সেখানে এর দাম আরও উঠবে বলে আশাবাদী মৎস্য ব্যবসায়ীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.